
টেলিদুনিয়ার সুন্দরী নায়িকা তিনি। তাঁর মিষ্টি হাসি আর কিলার পোজে ঘায়েল গোটা নেটপাড়া। ছোটপর্দা থেকে সিরিজ সব মাধ্যমেই কাজ করে ফেলেছেন ইনি। ব্যক্তিগত জীবনেও তাঁর একাধিক সম্পর্কের গুঞ্জন নেহাত কম নয়। তাঁর প্রাক্তন প্রেমিক তথা লিভ-ইন পার্টনার বৃন্দাবনে বিয়ে করে বাবাও হয়ে গেলেন। আর এই সুন্দরী নায়িকা এখনও থিতু হতে পারলেন না। তবে গুঞ্জন অনেকদিন ধরেই ছিল যে ইনি আবারও নতুন সম্পর্কে ধরা দিয়েছেন। তবে প্রেমিকের মুখ সামনে আনেননি। নতুন বছরের প্রাক্কালেই এবার জেসমিন নিজের প্রেমিকের সঙ্গে সবার পরিচয় করিয়ে দিলেন। তাও আবার আদুরে কায়দায়।
বর্ষবরণের রাতের কিছু ছবি শেয়ার করেছেন জেসমিন। যেখানে অভিনেত্রীকে দেখা যাচ্ছে কালো রঙের বোল্ড আউটফিটে। বলাই বাহুল্য, তাঁর থেকে চোখ ফেরানো বেশ মুশকিল। তবে তিনি একা নন, সঙ্গে রয়েছেন তাঁর প্রেমিকও। কখনও প্রেমিকের কাছাকাছি হয়ে তাঁর চোখে চোখ রেখে হাসছেন আবার কখনও প্রেমিকের চুমু জেসমিনের গালে আবার কখনও বা অভিনেত্রীর সেলফিতে দুজনের পাগলামি ধরা পড়েছে। হ্যাঁ, এভাবেই সম্পর্কের গোপনীয়তা আলগা করলেন ছোটপর্দার নায়িকা। তবে তাঁর মনের মানুষের নাম কি তা জানা যায়নি।
জেসমিন জানিয়েছেন, তাঁর প্রেমিক বিনোদন জগতের সঙ্গে যুক্ত নন, তিনি পেশায় শেফ। হঠাৎ করেই তাঁদের আলাপ, এরপর বন্ধুত্ব এবং সেখান থেকে প্রেম। দুজনেরই বিয়ের পরিকল্পনা রয়েছে তবে আপাতত এখন একে-অপরকে ভাল করে চিনে নিতে চাইছেন তাঁরা। বিয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তাড়াহুড়ো করতে চান না জেসমিন ও তাঁর প্রেমিক কেউই। এর আগেও অভিনেত্রীর জীবনে প্রেম এসেছিল। অভিনেতা গৌরব মণ্ডলের সঙ্গে জেসমিনের প্রেম ছিল হট টপিক। তাঁরা লিভ-ইনও করতেন। তাঁদের মাখো মাখো প্রেম দেখে অনেকেই ভেবেছিলেন যে তা পরিণিতি পাবে। কিন্তু এমনটা হয়নি। গৌরব-জেসমিনের ব্রেকআপ হঠাৎ হয়। এখন গৌরব বিয়ে করেছেন রাশিয়ান এক তরুণীকে, বৃন্দাবনেই তাঁদের সুখের সংসার। গৌরব এখন এক কন্যা সন্তানের বাবাও।
পরবর্তীকালে 'দ্বিতীয় বসন্ত' ধারাবাহিকে কাজ করার সময় অভিনেতা রাজদীপ গুপ্তর সঙ্গেও জেসমিনের প্রেমের গুঞ্জন দানা বেঁধেছিল। যদিও নিজেদের শুধুমাত্র 'ভালো বন্ধু' হিসেবেই দাবি করেছিলেন তাঁরা। গত বছর ইনস্টাগ্রামে নিজেদের ঘিবলি ইমেজ পোস্ট করেছিলেন জেসমিন। সেখানে প্রেমিকের মুখ আড়ালে ছিল। কিন্তু নতুন বছরেই প্রেমিকের মুখ সামনে আনলেন জেসমিন।