ছোটপর্দা থেকেই কেরিয়ার শুরু অভিনেত্রী মধুমিতা সরকারের। মাঝে কয়েকটা বছর বড়পর্দায় ও ওয়েব সিরিজে চুটিয়ে অভিনয় করার পর, সেভাবে তাঁকে আর দেখা যাচ্ছে না। বেশ অনেকদিনই কাজ ছাড়া ছিলেন মধুমিতা। এবার ফের ছোটপর্দায় কামব্যাক করলেন নায়িকা। তাও আবার একেবারে অন্য ধরনের চরিত্রে। ইতিমধ্যেই মধুমিতার নতুন সিরিয়ালের প্রথম ঝলক সামনে এসে গিয়েছে।
নতুন সিরিয়ালে কামব্যাক
স্টার জলসার নতুন এই সিরিয়ালের নাম ভোলে বাবা পার করেগা। সিরিয়ালের প্রথম ঝলকে মধুমিতাকে দেখা গিয়েছে কালো রঙের প্রিন্টেড শর্ট কুর্তি ও ডেনিম জিন্সে, আধা চুল উঁচু করে খোঁপা করা আর আধা চুল খোলা, হাতে মাইক নিয়ে ব়্যাপ গাইছেন মধুমিতা। তাঁর ব়্যাপে মুগ্ধ সকলে। ঝলক দেখে মনে হচ্ছে, নিম্ন মধ্যবিত্ত ঘরের একটি মেয়ের গায়িকা হওয়ার স্বপ্নকেই হয়তো তুলে ধরা হবে ধারাবাহিকের গল্পে। প্রসঙ্গত, এই স্টার জলসার সিরিয়াল বোঝে না সে বোঝে না-তে পাখি চরিত্রে অভিনয় করেছিলেন মধুমিতা। এছাড়াও লীনা গঙ্গোপাধ্যায়ের কুসুমদোলা ধারাবাহিকেও কাজ করেছেন অভিনেত্রী। এর ঠিক ৭ বছর পর ফের একই চ্যানেলে কামব্যাক করছেন মধুমিতা।
লীনা গঙ্গোপাধ্যায়ের সিরিয়াল
লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন এই ধারাবাহিকের জন্য মধুমিতা ছাড়াও বেশ কয়েকজন নায়িকার লুক টেস্ট করা হয়েছিল। তবে সবাইকে টেক্কা দিয়ে মধুমিতাকেই এই সিরিয়ালের জন্য বেছে নেওয়া হয়েছে। ধারাবাহিকের সম্প্রচারের তারিখ বা সময় কোনওটাই এখনও প্রকাশ্যে আসেনি তাই বোঝা যাচ্ছে না এই সিরিয়ালের আগমনে কোন ধারাবাহিকের কপাল পুড়লো।
মধুমিতার শেষ সিরিয়াল
মধুমিতাকে শেষ বাংলা টেলিভিশনে দেখা গিয়েছিল ২০১৮ সালে, 'কুসুমদোলা' ধারাবাহিকে। এরপর মন দিয়েছিলেন বড় পর্দা ও ওটিটিতে। মাঝে কলকাতা ছেড়ে মুম্বই পাড়ি দিয়েছিলেন। তবে সেখানে ভাগ্যের শিকে ছেঁড়েনি। কলকাতায় ফিরে বাংলা টেলিভিশনে ফিরছেন তিনি। এই সিরিয়ালে মধুমিতার বিপরীতে দেখা যাবে নীল ভট্টাচার্যকে। নীলকে শেষবার ছোট পর্দায় দেখা গিয়েছিল জি বাংলার 'অমর সঙ্গী' মেগাতে। গত মে মাস নাগাদ মধুমিতার মতো তিনিও কলকাতা ছেড়ে মুম্বই পাড়ি দিয়েছিলেন। তবে সেখানের মাটি শক্ত করতে পারেননি নীলও। কলকাতায় ফিরে ধারাবাহিকের কাজেই ফিরছেন অভিনেতা।
সম্পর্কে রয়েছেন মধুমিতা
প্রসঙ্গত, ২০১৫ সালের মাত্র ২০ বছর বয়সে, সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেছিলেন মধুমিতা সরকার। বিয়ের কয়েক বছরের মধ্যেই আলাদা হয়ে যান তাঁরা। তবে ফের সম্পর্কে জড়িয়েছেন মধুমিতা। বহুদিনের বন্ধু দেবমাল্যর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তাঁরা। খুব শীঘ্রই বিয়ে করবেন বলেও জানিয়েছেন মধুমিতা।