Advertisement

Mimi Chakraborty: 'সখী ভালবাসা কারে কয়', টোল পড়া হাসি আর লাজুক চোখে প্রশ্ন মিমির

Mimi Chakraborty: টলিপাড়ার গ্ল্যামারস অভিনেত্রী মিমি চক্রবর্তী। তাঁকে নিয়ে চর্চা হবে না তা কী করে হয়। এখন টক অফ দ্য টাউন হল মিমির প্রেমচর্চা। শোনা যাচ্ছে নাকি, প্রাক্তন সাংসদ সম্পর্কে জড়িয়েছেন। আর সরস্বতী পুজোর দিন ভালবাসার কথা বললেন মন উজাড় করে।

মিমি চক্রবর্তীমিমি চক্রবর্তী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Feb 2025,
  • अपडेटेड 6:27 PM IST
  • টলিপাড়ার গ্ল্যামারস অভিনেত্রী মিমি চক্রবর্তী।

টলিপাড়ার গ্ল্যামারস অভিনেত্রী মিমি চক্রবর্তী। তাঁকে নিয়ে চর্চা হবে না তা কী করে হয়। এখন টক অফ দ্য টাউন হল মিমির প্রেমচর্চা। শোনা যাচ্ছে নাকি, প্রাক্তন সাংসদ সম্পর্কে জড়িয়েছেন। আর সরস্বতী পুজোর দিন ভালবাসার কথা বললেন মন উজাড় করে। অভিনেত্রীর লাজুক চোখ বলে দিল অনেক না বলা কথাই। 

সরস্বতী পুজো মানেই বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। প্রতি বছরই এইদিনে প্রেমিক-প্রেমিকারা হাতে হাত ধরে বেড়িয়ে পড়েন প্রেম করতে। তবে না, মিমি সেরকম কিছু করেননি। শুধু পোস্ট করেছেন কয়েকটি ছবি। পরনে নীল কুর্তা, হাতে, গলায় ঠাসা সুতোর কাজ। সারা শরীরে ছোট বুটি। মিমির কানে ঝুমকো, কপালে নীল টিপ, খোলা চুল আর হাতে একটি বই, তবে তা বাংলা নয়।

মিমির এই লুকস থেকে চোখ সরানো যাচ্ছে না। মিমির টোল পড়া হাসি আর লাজুক চোখ বলে দিচ্ছে দারুণ কিছু ঘটে গিয়েছে তাঁর জীবনে। এই ছবির সঙ্গে ক্যাপশন দিলেন রবীন্দ্রসঙ্গীতের কয়েকটি লাইন। 'সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে/ তোমরা যে বল দিবস-রজনী ‘ভালবাসা’ ‘ভালবাসা’/ সখী ভালবাসা কারে কয়/ সে কি কেবলই যাতনাময়...'। সঙ্গে গোলাপি রঙের হার্ট ইমোজি। তাহলে কি প্রেমেই পড়েছেন মিমি? সেই উত্তর অবশ্য নায়িকার কাছ থেকে পাওয়া যায়নি। 

বেশ কিছুদিন ধরেই মিমির প্রেমে পড়ার খবরে সরগরম টলি পাড়া। দীর্ঘদিন সিঙ্গল ছিলেন নায়িকা। এমনকি তাঁর ভাল থাকা যে শুধু পরিবার ও পোষ্যদের ঘিরে তা-ও নানা সময় বলেছেন তিনি। কিন্তু তাঁর জীবনেও নাকি এসেছে নতুন কোনও মানুষ। যত দূর জানা গিয়েছে, তিনি বিনোদন জগতের সঙ্গে যুক্ত নন। যদিও এ বিষয়ে এখনও মুখে কুলুপ মিমির। আর সরস্বতী পুজোর সকালে এই ছবি ও ক্যাপশন অন্য ইঙ্গিতই দিচ্ছে। সম্প্রতি গোয়াতেও গিয়েছিলেন আর সেখান থেকেও একগুচ্ছ ছবি শেয়ার করেন। সেই ছবির মন্তব্যেও বন্ধু পার্নো মিমিকে তাঁর প্রেমে পড়া নিয়ে খোঁচা মারতে ছাড়েননি। তবে অভিনেত্রীর মনের মানুষ কে তা এখনও জানা যায়নি। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement