Advertisement

Monami Ghosh: অ্যাওয়ার্ডের মঞ্চে মাছ হাতে মনামী, কেন? VIDEO VIRAL

Monami Ghosh: মোস্ট স্টাইল আইকন হিসাবেই পরিচিত মনামী ঘোষ। টলিপাড়ায় তাঁর স্টাইল সবার থেকে একটু হটকে। ইন্ডিয়ান থেকে ওয়েস্টার্ন অথবা শাড়ি থেকে বিকিনি, সব পোশাকেই ঝড় তোলেন টলিউডের মনামী ঘোষ। প্রতিবারই যে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাঁর লুকস নজর কাড়ে সকলের।

মনামী ঘোষ মনামী ঘোষ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Mar 2025,
  • अपडेटेड 5:35 PM IST
  • মোস্ট স্টাইল আইকন হিসাবেই পরিচিত মনামী ঘোষ।

মোস্ট স্টাইল আইকন হিসাবেই পরিচিত মনামী ঘোষ। টলিপাড়ায় তাঁর স্টাইল সবার থেকে একটু হটকে। ইন্ডিয়ান থেকে ওয়েস্টার্ন অথবা শাড়ি থেকে বিকিনি, সব পোশাকেই ঝড় তোলেন টলিউডের মনামী ঘোষ। প্রতিবারই যে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাঁর লুকস নজর কাড়ে সকলের। মনামী তাঁর পোশাক ও সাজের জন্য সব সময়ই সবার থেকে একটু আলাদাই। এবারও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে মনামী নজর কাড়লেন, তবে তাঁর পোশাকের কারণে নয়, বরং অন্যকিছুর জন্য। 

সোমবার ছিল শহরের এক পাঁচতারা হোটেলে এই অ্যাওয়ার্ড সেরিমনি। যেখানে টলিপাড়ার তারকাদের সাজ ছিল দেখার মতো। তবে তারই মাঝে সকলের নজর কাড়লেন মনামী। এমনিতে অভিনেত্রী পরেছিলেন সাদা রঙের বার্বি ফ্রক। তবে মনামীর হাতে ছিল একটি ট্রান্সপারেন্ট হ্যান্ডব্যাগ। যাতে ছিল জল ভরা আর সেখানে ছিল একটি মাছ। সেই জলে ভরা ব্যাগ ও মাছ নিয়েই তিনি এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসেন। আর মনামীর দিকে সকলের নজর যাবে এটাই তো স্বাভাবিক। মনামীকে দেখেই জয়া আহসান উঠে এসে তাঁর হাতের ব্যাগ দেখে অবাকই হন। তবে মনামীর প্রশংসা করতে ভোলেননি বাংলাদেশী অভিনেত্রী।  

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

বয়স ৪০ পেরোলেও তা মনামী তাঁর শরীরে ছাপ পড়তে দেয়নি। এখনও তাঁকে দেখলে ২০-র যুবতী বলেই মনে হয়। মনামীর সাজ-পোশাক নিয়ে তুমুল আলোচনা হয় সর্বদাই। গতবারও এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মনামীর পোশাক সকলের নজর কেড়েছিল। প্রাচ্য এবং পাশ্চাত্যকে মিলিয়ে দিয়েছিলেন অভিনেত্রী। গতবছরও তিনি কেড়েছিলেন লাইমলাইট। মনামী তাঁর গাউন বানিয়েছিলেন নকশী কাঁথা দিয়ে। বাংলার সঙ্গে মিলিয়ে দিলেন পাশ্চাত্যকে। সাদা লাল রঙের পোশাক, সঙ্গে বাংলার নকশী কাঁথা। এত সুন্দর পোশাক তিনি পড়লেন। যে বাহবায় ছেয়ে গেল সোশ্যাল মিডিয়া। শুধু তাই নয়, পিঠে লিখেছিলেন কবিতাও। 

আর এবারেও মনামীর পোশাক নয়, ব্যাগ নজর কাড়ল সকলের। মনামী সবসময় নিজের পোশাক নিয়ে খুব ক্রিয়েটিভ কিছু করতে ভালবাসেন। তবে এইবারের অ্যাওয়ার্ড শো-তে নিজের পোশাক নয় বরং ব্যাগটিকে আকর্ষণীয় করে তুললেন। সম্প্রতি তেলেঙ্গানা ফিল্ম ফেস্টভালেও মনামীর শাড়ি নজর কেড়েছিল সকলের। সাদা শাড়ির আঁচলে পদাতিকের পোস্টার। মৃণাল সেনের ভূমিকায় সেখানে অভিনয় করেছিলেন চঞ্চল চৌধুরী, সেই পোস্টারটি হুবহু নিজের শাড়ির আঁচলে তুলে ধরেছিলেন তিনি। প্রসঙ্গত, নায়িকাদের পোশাক নিয়ে সবসময় ইন্ডাস্ট্রিতে চর্চা থাকে। তাঁরা কী পড়ছেন, কেমন লুক ক্রিয়েট করছেন এই নিয়ে নানা আলোচনা হয়। ভাল আলোচনার পাশাপাশি ট্রোলডও হন অনেকে। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement