Advertisement

Rupali Bhattacharyya: বিয়ে করলেন রূপালি, পাত্র কে জানেন? দেখুন নবদম্পতিকে

Rupali Bhattacharyya: টলিপাড়ায় গুঞ্জন অনেকদিন ধরেই ছিল যে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী রূপালি ভট্টাচার্য। যদিও এই নিয়ে অভিনেত্রী কোনওদিনই মুখ খোলেননি। এমনকী চুটিয়ে যে প্রেম করছেন, সেই খবরও এতদিন প্রকাশ্যে নিয়ে আসেননি।

বিয়ে করলেন অভিনেত্রী রূপালিবিয়ে করলেন অভিনেত্রী রূপালি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Jul 2025,
  • अपडेटेड 11:14 AM IST
  • ১২ জুলাই দীর্ঘদিনের প্রেমিক দেবাঙ্ক ভট্টাচার্যের সঙ্গে সাতপাকে ঘুরলেন রূপালি।

টলিপাড়ায় গুঞ্জন অনেকদিন ধরেই ছিল যে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী রূপালি ভট্টাচার্য। যদিও এই নিয়ে অভিনেত্রী কোনওদিনই মুখ খোলেননি। এমনকী চুটিয়ে যে প্রেম করছেন, সেই খবরও এতদিন প্রকাশ্যে নিয়ে আসেননি। ১২ জুলাই দীর্ঘদিনের প্রেমিক দেবাঙ্ক ভট্টাচার্যের সঙ্গে সাতপাকে ঘুরলেন রূপালি। বিয়েতে উপস্থিত ছিলেন টেলি দুনিয়ার চেনা মুখেরা। শনিবার রাতে নবদম্পতি তাঁদের হাতের ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়াতে। এই পোস্টের ক্যাপশনে রূপালি লেখেন, অবশেষে...হাতাহাতি।

ছবি সংগৃহীত

বিয়ের সাজ
বিয়ের দিন রূপালিকে দেখা গেল সাবেকি বেশেই। লাল বেনারসী, সঙ্গে সবুজ রঙের জরির কাজ করা ব্লাউজ, গা ভর্তি সোনার গয়না, মাথায় মুকুট ও ওড়না। নববধূর সঙ্গে ম্যাচিং করে দেবাঙ্ক পরেছিলেন মেরুন রঙের পাঞ্জাবি ও ঘিয়ে রঙের ধুতি। বাঙালি রীতি মেনে মালা বদল থেকে সিঁদুর দান সবটাই হয়। বিয়ের পর নবদম্পতিকে শুভেচ্ছা ও আশীর্বাদ দিতে উপস্থিত ছিলেন টেলি দুনিয়ার চেনা মুখেরা। রূপালির স্বামী দেবাঙ্ক পেশায় একজন আইটি কর্মী হলেও তিনি নাট্যজগতের সঙ্গে যুক্ত। 

বহু বছরের প্রেম
প্রসঙ্গত, রূপালি ভট্টাচার্য টলিউডের অতি পরিচিত মুখ। একাধিক সিনেমা, সিরিয়াল, সিরিজে কাজ করেছেন তিনি। তাঁকে আনন্দী ধারাবাহিকে দেখা গিয়েছে। কাজ করেছেন বিবি পায়রা সহ একাধিক ছবিতে। এক সময় বিজেপিতেও যোগ দিয়েছিলেন অভিনেত্রী। সূত্রের খবর, বহু বছর ধরেই দেবাঙ্কর সঙ্গে সম্পর্কে ছিলেন রূপালি। যদিও নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে কোনওদিনই নিয়ে আসেননি। রূপালি বরাবরই তাঁর ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন। যে কারণে বিয়ের আগে পর্যন্ত কাকপক্ষীতেও টের পায়নি।

হেনস্থার শিকার
গত বছর আরজি কর নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করায় তাঁকে হেনস্থার শিকার হতে হয়েছিল। লালবাজার সাইবার ক্রাইম থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের করেছিলেন রূপালি। যদিও আজতক বাংলাকে অভিনেত্রী বলেছিলেন যে পুলিশে জানিয়েও কোনও লাভ হয়নি। যে কারণে তিনি সোশ্যাল মিডিয়াতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে খোলা চিঠিও লেখেন। তবে সেই সব ঘটনা এখন অতীত। এখন আপাতত স্বামী নিয়ে নতুন সংসারে মন দিতে চান অভিনেত্রী।  

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement