গত বছর অক্টোবরে রাজকীয়ভাবে বিয়ে সারেন ছোটপর্দার অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। বিয়ে করেন তাঁর দীর্ঘদিনের প্রেমিক সায়নদীপ সরকারকে। আর বিয়ের কিছুদিনের মধ্যেই মা হওয়ার সুখবর শোনান অভিনেত্রী। যা নিয়ে তাঁকে ট্রোলিংয়ের মুখেও পড়তে হয়। তবে সেই ট্রোল নিয়ে রূপসা জবাবও দেন। সোশ্যাল মিডিয়ায় রূপসা তাঁর বিভিন্ন মুহূর্তের টুকরো টুকরো ছবি শেয়ার করে নিতে ভালোবাসেন সকলের সঙ্গে। এবার মাতৃত্বকালীন ফটোশ্যুটের ছবি শেয়ার করলেন রূপসা। যেখানে তাঁর বিগ বেবি বাম্প একেবারে স্পষ্ট।
অন্তঃসত্ত্বা হওয়া পর সেলেবদের মধ্যে এই প্রেগন্যান্সি ফটোশ্যুটের চল বহু আগে থেকে বেশ ট্রেন্ডি। এবার সেই ট্রেন্ডেই গা ভাসালেন রূপসা। স্বামী সায়নদীপকে নিয়েই মিষ্টি ছবি তুললেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন হবু মা-বাবা। প্রেগন্যান্সি ফটোশ্যুটে রূপসাকে দেখা গেল সাদা শার্ট, যার মাত্র দুটো বোতাম আটকানো, ডেনিম প্যান্ট। আর সেই শার্টের ফাঁক দিয়ে রূপসার বেবি বাম্প একেবারে স্পষ্ট। রূপসার বেবিবাম্পের ফাঁক থেকে উঁকি মারছে অভিনেত্রীর ট্যাটু। অন্যদিকে সায়নদীপও পরেছেন একই রঙের শার্ট ও প্যান্ট। অন্য এক ছবিতে রূপসাকে উচ্ছাসও ধরা পড়েছে। এই ছবিতে অভিনেত্রী ক্যাপশন দিয়েছেন, মাতৃত্বের উদযাপন। মাতৃত্বের সময়টুকু কোনও রকম দুশ্চিন্তা ছাড়া উপভোগ করতে চান রূপসা।
এই অবস্থাতেই রূপসা গিয়েছিলেন তাঁর আসন্ন ছবি বিনোদিনী: একটি নটীর কথা’র প্রচারে। সেখানে সকলে দাঁড়িয়ে থাকলেও রূপসাকে বসতে দেওয়া হয়েছিল। তবে তারই সঙ্গে মাতৃত্বের স্বাদও উপভোগ করছেন রূপসা। কখনও বেবি বাম্প নিয়েই উদ্দাম নাচছেন তিনি, কখনও আবার সপরিবারে হুল্লোড়ে মাতছেন। মাঝে মাঝেই তিনি তাঁর খাওয়া-দাওয়ার ছবিও পোস্ট করে থাকেন।
চলতি বছরে 8 অক্টোবর সাত পাকে বাঁধা পড়েন টেলি অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। এক মাস পার হতেই সুখবর দিয়েছিলেন তিনি। শুভেচ্ছার পাশাপাশি রূপসা ও সায়নদীপের দিকে ধেয়ে এসেছিল কটাক্ষও। কিন্তু এইসব সমালোচনাকে খুব একটা পাত্তা না দিয়ে মাতৃত্বকালীন এই সফর উপভোগ করছেন অভিনেত্রী। সন্তান আসার সুখবর জানিয়ে রূপসা ও সায়নদীপ বেশ কয়েকটি ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছিলেন, কেকের উপর লেখা- ‘হবু মা-বাবা।’ আবার কোনও ছবিতে বন্ধুবান্ধবদের সঙ্গে হুল্লোড়ের মাঝে গোলাপি রঙের ছোট্ট মিষ্টি জুতো রূপসার হাতে। মাতৃত্বের লাবণ্যে পরিপূর্ণ রূপসা চট্টোপাধ্যায়।