Advertisement

Sanghasree Sinha: সাদা শার্টের ভেতর থেকে স্পষ্ট অন্তর্বাস, মা-শ্বশুরবাড়ি বিরক্ত সঙ্ঘশ্রীর বোল্ড লুকে

Sanghasree Sinha: বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির চেনা মুখ সঙ্ঘশ্রী সিনহা। তাঁর অভিনয় দেখে বারংবার মুগ্ধ হয়েছেন দর্শক থেকে ফিল্ম সমালোচকরা। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই তাঁর ওজন ও ভারী চেহারা নিয়ে ট্রোলের মুখে পড়তে হয় বইকি। তবে এইসব কিছুকে একেবারেই তোয়াক্কা করেন না সঙ্ঘশ্রী।

সঙ্ঘশ্রী সিনহাসঙ্ঘশ্রী সিনহা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Jul 2025,
  • अपडेटेड 1:54 PM IST
  • বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির চেনা মুখ সঙ্ঘশ্রী সিনহা।

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির চেনা মুখ সঙ্ঘশ্রী সিনহা। তাঁর অভিনয় দেখে বারংবার মুগ্ধ হয়েছেন দর্শক থেকে ফিল্ম সমালোচকরা। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই তাঁর ওজন ও ভারী চেহারা নিয়ে ট্রোলের মুখে পড়তে হয় বইকি। তবে এইসব কিছুকে একেবারেই তোয়াক্কা করেন না সঙ্ঘশ্রী। মাঝে মাঝেই নিজের বোল্ড লুকের ছবি পোস্ট করেন সোশ্যালে। সম্প্রতি সেরকমই একটি ছবি তাঁর ভাইরাল হচ্ছে হু হু করে। প্রশংসা ও কটাক্ষ দুটোই প্রাপ্তি হয়েছে অভিনেত্রীর।

সঙ্ঘশ্রীর পোস্ট করা সাদা-কালো ছবিতে তাঁকে দেখা গিয়েছে কালো রঙের অন্তর্বাসে। তার উপর চাপানো রয়েছে সাদা শার্ট, চোখ বন্ধ করে ক্যামেরায় নিজস্ব কায়দায় পোজ দিয়েছেন সঙ্ঘশ্রী। আর এই ছবি পোস্ট হতেই নেটপাড়ায় শোরগোল। এমনিতে ওজন বেশি হওয়া অভিনেত্রীদের সাধারণত এমন পোশাকে দেখা যায় না। যদিও সঙ্ঘশ্রী একেবারেই উল্টোপথে হাঁটেন। তাঁর সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারলেই একাধিক বোল্ড-সাহসী অবতারের ছবি দেখতে পারবেন। এমনিতেই খোলামেলা পোশাকে ছবি পোস্ট করলেই ট্রোলের শেষ থাকে না। এই বিষয়ে কী মনে করেন সঙ্ঘশ্রী?

 

এক সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানিয়েছেন যে তিনি নিজেও এই ধরনের পোশাক পরতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। এমনকী তাঁর মা-ও পছন্দ করেন না মেয়ে এরকম ছবি পোস্ট করুক। সঙ্ঘশ্রীর কথায়, পেশার খাতিরে তাঁকে যদি এই ধরনের পোশাক পরতে হয়, তাহলে তাতে আপত্তি নেই। তবে বিকিনি পরে সমুদ্রতটে বা বিকিনি ব্লাউজের সঙ্গে শাড়ি পরে তিনি বিয়েবাড়ি যেতে পারবেন না। এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ায় বেশ বিরক্ত তাঁর মা। যদিও সঙ্ঘশ্রীর স্বামীর স্ত্রীকে এই পোশাকে বেশ ভালই লেগেছে। যদিও শ্বশুরবাড়ির অনেকেরই এই ছবি পোস্ট হওয়ার পর সমস্যা হয়েছে।

 

বাংলা টেলিভিশনের পরিচিত মুখ সঙ্ঘশ্রী সিনহা মিত্র। ‘কি করে তোকে বলব’, ‘ফেলনা’, ‘নবাব নন্দিনী’-সহ একাধিক ধারাবাহিকে দর্শক দেখেছে তাঁকে। একটি নামী চ্যানেলের ইপি (এক্সিকিউটিভ প্রোডিউসার) হিসাবে কাজ করতেন তিনি। সেখান থেকেই অভিনয়ে আসা। বহুবার নিজের শরীরের জন্য একাধিক কাজের প্রস্তাব হারান তিনি। তবে দমে যাওয়ার পাত্রী নন সঙ্ঘশ্রী। পরিশ্রম করে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন অভিনেত্রী। টেলি দুনিয়ায় সঙ্ঘশ্রী দজ্জাল কাকিমা নামেই পরিচিত। এর আগেও তিনি তাঁর বোল্ড ইমেজ দিয়ে চর্চার কেন্দ্রে থেকেছেন। জি বাংলার পর্দায় দেখা যাচ্ছে ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে তন্বী বোসের চরিত্রে।

Advertisement

 

 

Read more!
Advertisement
Advertisement