Advertisement

Health Update Soumitrisha: ম্যালেরিয়া নিয়ে হাসপাতালে ছিলেন সৌমিতৃষা, এখন কেমন আছেন 'মিঠাই রানি'?

Health Update Soumitrisha: অসুস্থতা যেন পিছুই ছাড়ছে না সৌমিতৃষা কুণ্ডুর। কিছুমাস আগেই কিডনিতে স্টোন ধরা পড়েছিল, সেখান থেকে সুস্থ হয়ে কাজে ফিরেছিলেন মিঠাই নায়িকা। শ্যুটিংও করছিলেন। কিন্তু ফের হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন সৌমিতৃষা। গত ৬ নভেম্বর নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান যে তাঁর ম্যালেরিয়া হয়েছে।

সৌমিতৃষা কুণ্ডুসৌমিতৃষা কুণ্ডু
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Nov 2025,
  • अपडेटेड 4:21 PM IST
  • অসুস্থতা যেন পিছুই ছাড়ছে না সৌমিতৃষা কুণ্ডুর।

অসুস্থতা যেন পিছুই ছাড়ছে না সৌমিতৃষা কুণ্ডুর। কিছুমাস আগেই কিডনিতে স্টোন ধরা পড়েছিল, সেখান থেকে সুস্থ হয়ে কাজে ফিরেছিলেন মিঠাই নায়িকা। শ্যুটিংও করছিলেন। কিন্তু ফের হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন সৌমিতৃষা। গত ৬ নভেম্বর নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান যে তাঁর ম্যালেরিয়া হয়েছে। সেই খবরে রীতিমতো উদ্বেগ বেড়েছিল তাঁর অনুরাগী মহলে। হাসপাতালেও ভর্তি ছিলেন তিনি। সম্প্রতি হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন সৌমিতৃষা। এখন কেমন আছেন তিনি?

এক সংবাদমাধ্যমকে নিজের স্বাস্থ্য নিয়ে কথা বলতে গিয়ে সৌমিতৃষা বলেন যে তিনি এখন অনেকটাই সুস্থ। তবে পুরোপুরি সেরে উঠতে আরও কিছুটা সময় লাগবে তাঁর। প্রচণ্ড জ্বর হওয়ার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়। যেহেতু পুরোপুরি সুস্থ নন সৌমিতৃষা,তাই এখনই কাজে ফিরবেন না তিনি। একেবারে সুস্থ হয়েই শ্যুটিং ফ্লোরে ফেরার ইচ্ছে রয়েছে তাঁর। গত ৬ নভেম্বর নিজের অসুস্থতার কথা সোশাল মিডিয়ায় জানান সৌমিতৃষা।

তিনি জানিয়েছিলেন যে তাঁর ম্যালেরিয়া হয়েছে এবং চিকিৎসা চলছে। ওইদিন ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ পেয়েও তাতে যোগ দিতে পারেননি সৌমিতৃষা। সে কথাও তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এর আগে তাঁকে ২১ জুলাইয়ের মঞ্চেও দেখা গিয়েছিল। তখন সবেমাত্র কিডনি স্টোনের অসুস্থতা থেকে সুস্থ হয়ে ফিরেছিলেন তিনি। 

ছোটপর্দায় অভিনয়ের জার্নি শুরু করেছিলেন সৌমিতৃষা। ‘মিঠাই’ চরিত্রে মন জয় করেছিলেন দর্শকের। এরপর বড়পর্দা ও ওটিটিতে তাঁর একের পর এক কাজ দর্শকের মন জিতে নিয়েছে। সম্প্রতি শেষ করেছেন ‘কালরাত্রি’ সিজন ২ সিরিজের শুটিং। সোশ্যাল মিডিয়ায় ভীষণ সক্রিয় সৌমিতৃষা। নিজের ছোট বড় সব মুহূর্তগুলিকে শেয়ার করেন তিনি। কৃষ্ণভক্ত সৌমিতৃষার অভিনয় বরাবরই প্রশংসিত। কবে তিনি সুস্থ হয়ে কাজে ফেরেন তারই অপেক্ষায় মিঠাই-এর ভক্তরা। 

  

Advertisement
Read more!
Advertisement
Advertisement