Advertisement

Swastika Dutta: 'প্রফেসর বিদ্যা'র বানান ভুল করতেই চরম ট্রোলড, প্রকাশ্যে কান ধরে ক্ষমা চাইলেন স্বস্তিকা

Swastika Dutta: কিছুদিন আগেই শুরু হয়েছে প্রফেসর বিদ্যা ব্যানার্জি। আর এই সিরিয়ালের হাত ধরেই দু বছর পর ছোটপর্দায় কামব্যাক করলেন স্বস্তিকা দত্ত। এই সিরিয়ালে স্বস্তিকা একজন প্রফেসরের ভূমিকায় অভিনয় করছেন। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই তিনি ক্যামেরার পিছনে চলা কীর্তি কলাপ তুলে ধরেন।

স্বস্তিকা দত্তস্বস্তিকা দত্ত
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Dec 2025,
  • अपडेटेड 10:31 AM IST
  • কিছুদিন আগেই শুরু হয়েছে প্রফেসর বিদ্যা ব্যানার্জি।

কিছুদিন আগেই শুরু হয়েছে প্রফেসর বিদ্যা ব্যানার্জি। আর এই সিরিয়ালের হাত ধরেই দু বছর পর ছোটপর্দায় কামব্যাক করলেন স্বস্তিকা দত্ত। এই সিরিয়ালে স্বস্তিকা একজন প্রফেসরের ভূমিকায় অভিনয় করছেন। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই তিনি ক্যামেরার পিছনে চলা কীর্তি কলাপ তুলে ধরেন। সিরিয়ালে তিনি যেহেতু একজন প্রফেসর তাই তিনি যে নিজের চরিত্রটি নিখুঁতভাবে তুলে ধরবেন, সেটাই আশা করেছিলেন দর্শকেরা। কিন্তু সিরিয়ালের একটি দৃশ্যে বানান ভুল নিয়ে নেটিজেনদের ট্রোলের মুখে পড়তে হয় তাঁকে এবং সিরিয়ালের গোটা টিমকে। তবে নিজের ভুল স্বীকার করে কান ধরে প্রকাশ্যে ক্ষমা চাইলেন স্বস্তিকা। 

ঠিক কী কারণে ট্রোলড হলেন স্বস্তিকা? সম্প্রতি এই সিরিয়ালের একটি পর্বে ক্লাসরুমের একটি দৃশ্য দেখানো হয়। ক্লাসরুমের বোর্ডে দেখা যাচ্ছিল লেখা রয়েছে ইংরাজি হরফে নলেজ ইজ পাওয়ার। কিন্তু সেই ইংরাজি Knowledge বানানে D অক্ষরটি বাদ পড়ে যায়। ডি-এর অস্তিত্ব যে নেই তা চোখে পড়ে না দৃশ্যটি এডিট করার সময়ও। তবে তা নজর এড়ায়নি দর্শকদের। সোশ্যাল মিডিয়ায় এই দৃশ্যের স্ক্রিনশট শেয়ার করে স্বস্তিকা সহ এই সিরিয়ালটিকে ক্রমাগত ট্রোলড করা হয়। অনেকেই প্রশ্ন তোলেন, ‘যেখানে ধারাবাহিকের প্রেক্ষাপট শিক্ষাঙ্গন সেখানে এমন ভুল হয় কীভাবে?’ 

এমন বানান ভুল দৃষ্টিকটু, বলছে নেটপাড়া।  স্বস্তিকা থেকে শুরু করে সিরিয়ালের প্রযোজক রূপসা চক্রবর্তীর ইনবক্স ভরে গিয়েছে দর্শকদের অভিযোগে। বাধ্য হয়ে লাইভে এসে ক্ষমা চাইলেন স্বস্তিকা। ফেসবুক লাইভে এসে অভিনেত্রী বলেন, ‘আমি দর্শকদের কাছে ক্ষমা চাইছি। আপনারা ২১ মিনিটের টেলিকাস্ট দেখেন। প্রফেসর বিদ্য়া ব্যানার্জি নতুন সিরিয়াল। বুঝতেই পারছেন, আমরা চাইব না কাল যা শ্যুট করেছি সেটা আজ টেলিকাস্ট হয়। ছোটবেলায় অঙ্ক কষতে গিয়ে যেমন সিলি মিসটেক হত, এটাও তেমন সিলি মিসটেক। তার মানে এই নয়, আমরা এখানে সবাই অশিক্ষিত।’ স্বস্তিকা আরও বলেন, ‘এই ভুল আর কোনওদিন হবে না। আমি কান ধরে ক্ষমা চাইছি। আপনারা বাবা-মা’র মতো। বাড়ির মানুষের মতো। বাড়ির মানুষের সামনে কেউ ক্ষমা চাইলে…. আমি তো শিক্ষিকা আমি যেমন ছাত্রছাত্রীদের ভুল হলে যেমন ক্ষমা চাইতে বলি, তেমনই আমার ভুল হলে আমিও আমার শিক্ষক, আমার দর্শকদের কাছে ক্ষমা চাইতে পারি'। স্বস্তিকা ফেসবুক লাইভেই কান ধরে ক্ষমা চান সকলের কাছে। 

Advertisement

স্বস্তিকা জানান, যখন তাঁদের নজরে এসেছিল ‘Knowledge’ শব্দের ‘d’ মিসিং ততক্ষণে পুরো সিন শ্যুট হয়ে গিয়েছে। এডিট টেবিলে ম্যানেজ দেওয়ার চেষ্টা পুরোপুরি সম্ভব হয়নি। স্বস্তিকা জোর হাতে আবেদন করেন, এই ভুলের জন্য যেন আর ট্রোল না করা হয় বিদ্যা ব্যানার্জির টিমকে। উল্লেখ্য, পর্দায় জার্নি শুরু করেই টিআরপিতে ম্যাজিক দেখিয়েছে স্বস্তিকার ধারাবাহিক। এরপর থেকে ছক্কা হাঁকাচ্ছে প্রতি সপ্তাহে।  

Read more!
Advertisement
Advertisement