Advertisement

Swastika Mukherjee In Saree: মাত্র ১ মিনিটেই শাড়ি পরলেন স্বস্তিকা, বিশ্বাস হচ্ছে না! রইল Video

১ মিনিটে শাড়ি পরার প্রতিযোগিতায় নেমেছিলেন স্বস্তিকা। নির্ধারিত সময়েই কাপড় জড়িয়ে ফেলেছেন শরীরে। দ্রুত হাতের কারসাজিতে ঘড়ির কাঁটার গতিবেগকেও হারিয়ে দিয়েছেন অভিনেত্রী।

স্বস্তিকা মুখোপাধ্যায়। ছবি সৌজন্যে- অভিনেত্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। স্বস্তিকা মুখোপাধ্যায়। ছবি সৌজন্যে- অভিনেত্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 30 Oct 2022,
  • अपडेटेड 11:40 PM IST
  • ১ মিনিটে শাড়ি পরলেন স্বস্তিকা।
  • প্রতিযোগিতায় তিনিই প্রথম।

শাড়িতেই তিনি অনুরাগীদের মনে ঝড় তোলেন। প্রায়ই ইনস্টাগ্রামে শাড়ি পরে ছবি দেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সেই সঙ্গে তাঁর ব্যক্তিত্ব। রবিবার আরও একবার শাড়ি পরে চমকে দিলেন অভিনেত্রী। তা-ও আবার যেমন তেমন নয়, ১ মিনিটেই পরে ফেলেছেন ১২ হাতের শাড়ি।                

১ মিনিটে শাড়ি পরার প্রতিযোগিতায় নেমেছিলেন স্বস্তিকা। নির্ধারিত সময়েই কাপড় জড়িয়ে ফেলেছেন শরীরে। দ্রুত হাতের কারসাজিতে ঘড়ির কাঁটার গতিবেগকেও হারিয়ে দিয়েছেন অভিনেত্রী। সেই ভিডিও ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়ে তিনি লিখেছেন,'এক মিনিটে শাড়ি পরার প্রতিযোগিতায় প্রথম হয়েছি।'

স্বস্তিকা পরেছেন হলুদ ব্লাইজ। হাতে আকাশি সুতোর সেলাইয়ের কাজ। সেই সঙ্গে ঘিয়ে রঙের শাড়ি। শাড়ির পাড়ে নীল মোটিফ। তিন ধরনের মোটিফ রয়েছে। গলায় হাল ফ্যাশনের হার। নাকে নথ। হেমন্ত-সন্ধ্যায় দারুণ মোহময়ী লাগছে নায়িকাকে। এ শাড়িতে নানা ভঙ্গিমায় ছবিও তুলেছেন। যা রয়েছে ভিডিওর শেষাংশে। 

আরও পড়ুন

তবে অভিনেত্রীর জনপ্রিয়তার অন্যতম কারণ তাঁর সাহসী ফ্যাশন স্টেটমেন্ট। সেই সঙ্গে পোশাক নির্বাচনও। শাড়ি তো বটেই ধুতি পরেও লাগিয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। কখনও আবার মেদুর রোদে লাগিয়েছেন শান্তিনিকেতনি ছোঁয়া। আবার নিতান্ত সাদামাটা পোশাকেও তিনি অনবদ্য। 

 নেট মাধ্যমে স্বস্তিকার নানা মন্তব্য নিয়েও আলোচনা হয়। নিজের মত খোলাখুলি প্রকাশ করেন অভিনেত্রী। অতিসম্প্রতি কলকাতা কার্নিভালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ছবি নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। তাঁর দিকে ধেয়ে এসেছিল নানা কটূ কথা। তখনও নিজের অবস্থানে অনড় ছিলেন অভিনেত্রী।               
 

Read more!
Advertisement
Advertisement