Advertisement

Tiyasha Lepcha: মুসলিম দাদাকে রাখি পরালেন তিয়াসা, জানেন কে এই আরমানদা?

Tiyasha Lepcha: টেলিভিশনের পর্দায় ভীষণভাবে পরিচিত অভিনেত্রী তিয়াসা লেপচা। বাংলার একাধিক সিরিয়ালে অভিনয় করে তিয়াসা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে তাঁর পা জমিয়ে ফেলেছেন। অভিনেত্রীর নিজের কোনও ভাই বা দাদা নেই। কিন্তু তা বলে রাখি উৎসব পালন করবেন না তা কী করে হয়।

তিয়াসা লেপচাতিয়াসা লেপচা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Aug 2025,
  • अपडेटेड 10:56 AM IST
  • টেলিভিশনের পর্দায় ভীষণভাবে পরিচিত অভিনেত্রী তিয়াসা লেপচা।

টেলিভিশনের পর্দায় ভীষণভাবে পরিচিত অভিনেত্রী তিয়াসা লেপচা। বাংলার একাধিক সিরিয়ালে অভিনয় করে তিয়াসা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে তাঁর পা জমিয়ে ফেলেছেন। অভিনেত্রীর নিজের কোনও ভাই বা দাদা নেই। কিন্তু তা বলে রাখি উৎসব পালন করবেন না তা কী করে হয়। প্রতিবছরই তিয়াসা তাঁর দাদার হাতে রাখি পরান। নিজের দাদা না হলেও, অভিনেত্রীর সঙ্গে তাঁর মনের সম্পর্ক দৃঢ়। শনিবার শত ব্যস্ততার মাঝেও তিয়াসা রাখি পরালেন তাঁর আরমানদাকে। 

কলকাতায় এখন থাকলেও তিয়াসা কিন্তু আসলে বনগাঁর মেয়ে। এই শহরে আসার এক দীর্ঘ ইতিহাস আছে তাঁর। যদিও সেই অতীত ঘাঁটতে বা ফিরে দেখতে একেবারেই আগ্রহী নন অভিনেত্রী। তবে অতীত জীবনের এমন কিছু মানুষ আছেন এখনও, যাঁদের নিয়ে অভিনেত্রী তাঁর বর্তমান জীবনকে আরও সুন্দর করতে চান। তার মধ্যেই অন্যতম হলেন আরমান আহমেদ। গত আট বছর ধরে তাঁকেই রাখি পরান তিয়াসা। রাখির দিন ছিমছাম উৎসব করে থাকেন অভিনেত্রী। আগে রাখির দিন তিয়াসার তুতো ভাইয়েরা বাড়িতে আসতেন। খাওয়া-দাওয়া হত। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। 

কিন্তু আরমানের সঙ্গে তিয়াসার সম্পর্কে কোনও বদল হয়নি। তিয়াসা এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রথম প্রথম কলকাতায় এসে তিনি আরমানের বাড়িতেই অনেকটা সময় কাটাতেন। এই আরমানের হাত ধরেই তিয়াসা স্টুডিওতে এসেছেন। আট বছর আগে তাঁর প্রথম সিরিয়ালের প্রোমোর শ্যুটিংয়েও ছিলেন আরমান। তাই রাখির দিন যত ব্যস্ততাই থাকুক না কেন, তিয়াসা ঠিক তাঁর আরমানদার জন্য সময় বের করে নেন। রাখির দিন তিয়াসা তাঁর তিন দাদা ভাইকে সামনে বসিয়ে রাখি পরান। তাঁরাও তাঁদের বোনের জন্য গান করেন। আরমান নিজেও একজন অভিনেতা, ছোটখাটো চরিত্রে তাঁকে অভিনয় করতে দেখা যায়।     

বাংলা টেলিভিশনে খুবই পরিচিত মুখ তিয়াসা লেপচা। বেশ কিছু সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করে তিয়াসা ঘরে ঘরে দারুণভাবে জনপ্রিয়তা পেয়েছেন। তিয়াসার শেষ সিরিয়াল রোশনাই। এই মুহূর্তে নতুন কোনও কাজ শুরু করছেন না অভিনেত্রী। আপাতত কিছু দিনের বিশ্রাম। প্রথম বিয়ে ভেঙেছে অনেকদিন আগেই। টেলিপাড়ায় মিষ্টি নায়িকা হিসাবেই পরিচিত তিনি। মাঝে মধ্যে ব্যক্তিগত বিষয় নিয়ে চর্চায় থাকলেও তা নিজের মতো করে সামলে নেন। ডিভোর্সের পর নতুন করে সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী।       

Advertisement

Read more!
Advertisement
Advertisement