Advertisement

Annmary Tom: হঠাৎই অসুস্থ অ্যানমেরি টম, ভর্তি করা হল হাসপাতালে, কী হয়েছে অভিনেত্রীর

Annmary Tom: খুব অল্প সময়ের মধ্যেই ছোটপর্দায় নাম কুড়িয়েছেন কেরলের মেয়ে তথা অভিনেত্রী অ্যানমেরি টম। ফাগুনের মোহনা সিরিয়ালে তাঁকে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল। কিন্তু সেই সিরিয়াল খুব বেশদিন সম্প্রচারিত হয়নি।

অসুস্থ টেলি অভিনেত্রী অ্যানমেরি টমঅসুস্থ টেলি অভিনেত্রী অ্যানমেরি টম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Aug 2023,
  • अपडेटेड 4:51 PM IST
  • খুব অল্প সময়ের মধ্যেই ছোটপর্দায় নাম কুড়িয়েছেন কেরলের মেয়ে তথা অভিনেত্রী অ্যান মেরি টম। ফাগুনের মোহনা সিরিয়ালে তাঁকে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল।

খুব অল্প সময়ের মধ্যেই ছোটপর্দায় নাম কুড়িয়েছেন কেরলের মেয়ে তথা অভিনেত্রী অ্যানমেরি টম। ফাগুনের মোহনা সিরিয়ালে তাঁকে মুখ্য চরিত্রে যাচ্ছে। সেই সিরিয়ালের জনপ্রিয়তা রীতিমতো তুঙ্গে। ইতিমধ্যেই নতুন সিনেমার জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন তিনি। তারই মধ্যে শোনা গেল যে অ্যান মেরি টম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এক সংবাদমাধ্যমকে এরকমই জানিয়েছেন অ্যান মেরির বাবা টম ম্যাথু।

সংবাদমাধ্যমকে অভিনেত্রীর বাবা জানান যে অ্যানমেরির ডিহাইড্রেশন হয়েছে। হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাঁকে। তবে সুস্থ হয়ে অ্যানমেরি ফের ফাগুনের মোহনা সিরিয়ালের কাজে ফিরবেন বলে জানিয়েছেন টম ম্যাথু। প্রসঙ্গত, নবাগত পরিচালক অরিত্র বন্দ্যোপাধ্যায়ের নতুন ছবি ‘একলব্য’-তে নায়িকার ভূমিকায় দেখা যাবে অ্যান মেরি টমকে। 

ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ছবির প্রচার ঝলক। ইউটিউবে মুক্তি পাবে সেই ছবি। একলব্যের চরিত্রে অভিনয় করছেন দেবতনু। অ্যানমেরির বাবার বাড়ি কেরলে। সেখানেই তাঁর পরিবারের সবাই থাকেন। কিন্তু কর্মসূত্রে তাঁর বাবা অনেক দিন কলকাতায়। অ্যান মেরিও এই শহরেই বড় হয়েছেন। তবে সময় পেলেই কেরলে চলে যান। কাকা, কাকিমাদের সঙ্গে সময় কাটিয়ে আসেন অ্যানমেরি। 

‘গ্রামের রানি বীণাপাণি’ সিরিয়ালের মাধ্যমে টলিপাড়ায় হাতেখড়ি। প্রথম সিরিয়ালে তিনি জুটি বেঁধেছিলেন হানি বাফনার সঙ্গে। তার পর অভিনেতা সিদ্ধার্থ সেনের সঙ্গে তাঁর জুটি নিয়েও বেশ চর্চা হয়েছিল। এ বার অরিত্রের নতুন ছবিতে তাঁকে দেখার অপেক্ষায় দর্শক। ১৫ অগাস্ট মুক্তি পাবে ‘একলব্য’। 

Read more!
Advertisement
Advertisement