টেলি দুনিয়ায় ভীষণভাবে পরিচিত মুখ হলেন কন্যাকুমারী মুখোপাধ্যায়। একাধিক সিরিয়ালে অভিনেত্রীকে দেখা গিয়েছে অভিনয় করতে। এই মুহূর্তে তিনি দামিনী চরিত্রে অভিনয় করছেন দুগ্গামণি ও বাঘমামা সিরিয়ালে। তবে রবিবার সোশ্যাল মিডিয়ায় কন্যাকুমারী ভাগ করে নিলেন এক দুঃখের খবর। যা শুনে তাঁর ভক্তদের মন খুবই খারাপ। কন্যাকুমারীর মায়ের শরীরটা একেবারেই ভাল নয়। আর সেই খবরই সকলের সঙ্গে শেয়ার করলেন তিনি।
দিদি নম্বর ১-এ মাকে সঙ্গে নিয়ে এসে কন্যাকুমারী জানিয়েছিলেন তাঁর সঙ্গে তাঁর মায়ের সম্পর্ক কতটা গভীর। আর সেই মাকে নিয়েই এখন অভিনেত্রীর লড়াই। কন্যাকুমারী তাএর ফেসবুক পেজে একটি সেলফি শেয়ার করেছেন। যেখানে বিছানায় নাতনিকে নিয়ে শুয়ে কন্যাকুমারীর মা। আর সেলফি নিচ্ছেন অভিনেত্রী। এই ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লেখেন যে তাঁর মা ক্যান্সারে আক্রান্ত। শনিবারই এই খবর জানতে পারেন তাঁরা। যদিও কন্যাকুমারী ভেঙে না পড়ে লড়াকু মনোভাব জারি রাখার কথাই জানিয়েছেন।
কন্যাকুমারী লেখেন, কাল মায়ের বায়োপসি রিপোর্ট এল। না একেবারে রেহাই পাইনি। মা ম্যালিগ্যান্ট। কিন্তু স্টেজ ২। স্টেজ ২ তুলনামূলকভাবে ভাল স্টেজ। কারণ এতে চিকিৎসার সুযোগ আছে। কেমোথেরাপির মাধ্যমে ক্যান্সারের কোষগুলিকে ধ্বংস করে তাদের ফিরে আসার সম্ভাবনা কমানোর চেষ্টা। চেষ্টাই বলছি, কারণ সবটাই আরও বেশ কিছু দিক আছে। মায়ের ডায়েবেটিস এবং স্থূলতা নিয়ন্ত্রণ, এগুলোর উপর নির্ভর করে আছে। তারপরেও বলব অন্তত এতটা জলে পড়িনি যে আর কিছু করারই নেই। এই পোস্টে অভিনেত্রী তাঁর পরিবারের কয়েকজন সদস্য, বন্ধুবান্ধব ও বেশ কয়েকজন চিকিৎসককেও ধন্যবাদ জানান।
এরপর অভিনেত্রী মাকে নিয়ে আবেগঘন হয়ে পড়েন। তিনি লেখেন, নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছেন আমার মা। কেমোথেরাপি পর্যায়। কিন্তু এতটা পথ যখন নির্বিঘ্নে আসতে পেরেছি, বাকিটাও পারব, পারতে হবে, কারণ মা পারতে চান। আমার মা দারুণ। আরও দারুণ হয়ে উঠবেন। আবারও বলছি, অসংখ্য ধন্যবাদ আপনাদের, প্রত্যেকে যারা আমার মায়ের জন্য শুভেচ্ছা, আশীর্বাদ পাঠিয়েছেন। আরও লাগবে বুঝলেন। অভিনেত্রী জানান যে তিনি তাঁর মায়ের শারীরিক অবস্থা কতটা উন্নতি হল তা সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত জানাতে থাকবেন।
ছোটপর্দার জনপ্রিয় মুখ কন্যাকুমারী। চোট থেকেই দারুণ অভিনেত্রী। একাধিক সিরিয়ালে তাঁর অভিনয় দর্শকদের মন জয় করেছে। নেগেটিভ থেকে ইতিবাচক দুই ধরনের চরিত্রেই দক্ষ কন্যাকুমারী। এর আগে পরিচালক-অভিনেতা তথাগতর সঙ্গে বিয়ে হয়েছিল কন্যাকুমারীর। কিন্তু সেই বিয়ে সুখের ছিল না। ফলে ডিভোর্স হয়ে যায়। এরপর কন্যাকুমারী দ্বিতীয় বিয়ে করেন এবং তাঁদের একটি কন্যাও রয়েছে।