Advertisement

Tithi Basu: প্রথম আইবুড়ো ভাত খেলেন তিথি, 'ঝিলিক' বিয়ে করছেন?

Tithi Basu: টলিউড-টেলিভিশন জুড়ে এখন শুধুই বিয়ের মরশুম। একের পর এক তারকারা তাঁদের জীবনের নতুন ইনিংস শুরু করছেন। সোশ্যাল মিডিয়া খুললে শুধুই তাঁদের বিয়ে থেকে রিসেপশনের ছবিতে ছড়াছড়ি। আর এই বিয়ের মরশুমে গা ভাসিয়ে দিলেন টেলিভিশনের জনপ্রিয় শিশুশিল্পী তিথি বসু ওরফে ঝিলিক। বাংলা টেলিভিশনের জনপ্রিয় সিরিয়াল মা-তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন তিথি বসু।

তিথি বসুতিথি বসু
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Dec 2023,
  • अपडेटेड 10:48 AM IST
  • টলিউড-টেলিভিশন জুড়ে এখন শুধুই বিয়ের মরশুম। একের পর এক তারকারা তাঁদের জীবনের নতুন ইনিংস শুরু করছেন।

টলিউড-টেলিভিশন জুড়ে এখন শুধুই বিয়ের মরশুম। একের পর এক তারকারা তাঁদের জীবনের নতুন ইনিংস শুরু করছেন। সোশ্যাল মিডিয়া খুললে শুধুই তাঁদের বিয়ে থেকে রিসেপশনের ছবিতে ছড়াছড়ি। আর এই বিয়ের মরশুমে গা ভাসিয়ে দিলেন টেলিভিশনের জনপ্রিয় শিশুশিল্পী তিথি বসু ওরফে ঝিলিক। বাংলা টেলিভিশনের জনপ্রিয় সিরিয়াল মা-তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন তিথি বসু। এই সিরিয়ালে তাঁর অভিনীত ঝিলিক চরিত্রটি দারুণভাবে জনপ্রিয় হয়। ওই মুহূর্তে অভিনয় থেকে অনেকটাই দূরে রয়েছেন তিথি। বরং তিনি নিজের ব্লক নিয়েই ব্যস্ত থাকেন। আর সেই তিথিরই আইবুড়ো ভাত হয়ে গেল সম্প্রতি। 

প্রথম আইবুড়ো ভাত খেলেন পর্দার ঝিলিক ওরফে তিথি। তাঁর সামনে সাজানো পঞ্চব্যঞ্জন। সুন্দর করে ফুল দিয়ে সাজানো রয়েছে তাঁর আইবুড়ো ভাতের থালা। যদিও তিথির পরনে শাড়ি ছিল না। তিনি খুব সাদামাটাভাবেই আইবুড়ো ভাত খেলেন। আর সোশ্যাল মিডিয়ায় এই ছবি দেখে অনেকের মনেই প্রশ্ন জেগেছে যে কবে বিয়ে করছেন তিথি? তিথির সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারলেই দেখা যাচ্ছে লাল বেনারসী শাড়ি পরে ছবি তুলেছেন তিনি। তাহলে কি শুভদিন খুব কাছেই? 

না, সেরকম কোনও ব্যাপার ওখনও তিথির জীবনে আসেনি। ঝিলিক তথা তিথির এখনই বিয়ে করার কোনও প্ল্যান নেই। আর এটা আইবুড়ো ভাতও নয় ঝিলিকের। আসলে তিথি যেহেতু ব্লগিং করেন এবং ফুড ব্লগার হিসাবেও বেশ পরিচিত, তাই বিভিন্ন নামী নামী রেস্তোরাঁর প্রমোশনগুলিতে ডাক পান। সেরকমই এক রেস্তোরাঁর আইবুড়ো ভাত থালির প্রমোশনে গিয়েছিলেন ঝিলিক। সেখানকারই ছবি শেয়ার করেন তিথি। ঝিলিক তথা তিথির সোশ্যাল মিডিয়াতে গেলেই দেখা যাবে যে তিনি একাধিক রেস্তোরাঁয় একজন ফুড ব্লগার হিসাবে গিয়েছেন।

ঝিলিকের ব্রেকআপ হয়েছে বেশ কয়েকমাস হল। কিছুদিন আগেই তিনি শাখা-পলার দোকানে গিয়ে ছবি দিয়ে জানিয়েছিলেন তিনি বিয়ের জন্য একেবারে রেডি। শুধু পাত্রের খোঁজ কেউ দিলেই হবে। প্রসঙ্গত, বর্তমানে কলেজ ছাত্রী তিথি বসু। পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকেন। কিন্তু কখনও সখনও তাঁর ব্যক্তিগত জীবন মাঝে মাঝে লাইমলাইটে চলে আসে। ট্রোলও হন তিথি। তবে এইসবগুলোকে পাত্তা না দিয়ে তিথি নিজের মতো করে জীবনকে গুছিয়ে নিয়েছেন। অভিনয়ে আর না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিথি।  

Advertisement

 
 

Read more!
Advertisement
Advertisement