টলিউড হোক বা টেলিভিশন, পার্শ্ব চরিত্রে বরাবরই নজর কেড়েছেন অভিনেতা কৌশিক রাজ চক্রবর্তী। টেলিভিশন হোক বা সিনেমা অথবা ওয়েব সিরিজ, কৌশিককে দেখা গিয়েছে পুলিশের বড়কর্তা, শ্বশুর, স্বামী অথবা বাবার চরিত্রে। সব চরিত্রেই সাবলীল অভিনয় কৌশিককে। তবে এবারে একেবারে অন্যরকম ভূমিকায় দেখা দিতে চলেছেন অভিনেতা কৌশিক। যে চরিত্রে তাঁকে আগে কোনওদিন দেখা যায়নি। নিজের ছকে বাঁধা চরিত্র থেকে বেরিয়ে কৌশিককে দেখা যাবে বৃহন্নলা চরিত্রে।
শুরু হচ্ছে এক নতুন সিরিয়াল অষ্টমী। যার প্রোমো ইতিমধ্যেই চ্যানেলের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। আর এই সিরিয়ালেই কৌশিককে দেখা গিয়েছে এই বৃহন্নলা চরিত্রে। পরনে লাল শাড়ি, একমাথা লম্বা চুল, সিঁথিতে চওড়া করে সিঁদুর, রক্তচক্ষু–ভয়াল রূপে ধরা দিলেন কৌশিক। সিরিয়ালের প্রোমোতে দেখা গিয়েছে, আলপনা ঘেরা দালানে দু’হাত ছড়িয়ে হাহাকার করতে দেখা যায় তাঁকে। খোলা চুলে কৌশিকের তীক্ষ্ণ চাহনি! অভিনেতার এই ভয়ংকর রূপ আগে কখনও দেখেনি দর্শক। বরাবরই কৌশিককে দেখা গিয়েছে, স্নেহময় বাবা অথবা কঠোর পুলিশ অফিসারের ভূমিকায়। এই ধরনের অবতারে কৌশিককে দেখতে কেউই অভ্যস্ত নন।
কিন্নরের বেশে কৌশিকের এই নয়া আন্দাজ দেখে থ ছোট পর্দার দর্শক। কৌশিকের এই লুক প্রথমবার সামনে আসে এই চ্যানেলের এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। অষ্টমী সিরিয়ালের ঝলক সামনে আসতেই চোখ একেবারে ছানাবড়া দর্শকের। প্রোমো থেকে অনুমান 'কিন্নর' কৌশিকে দমন করতেই আসছে অষ্টমী। তবে কৌশিকের এই কিন্নর রূপ দর্শকদের বেশ পছন্দ হয়েছে। অভিনেতার অন্য ধরনের অভিনয় এবার ধরা পড়বে।
এই ধারাবাহিকে রয়েছেন সপ্তর্ষি মৌলিক। এর আগে শ্রীময়ী, সাঁঝবাতি, এক্কা দোক্কা-র মতো ধারাবাহিকে কাজ করেছেন। আর নায়িকা নম্বর ১ খ্যাত অভিনেত্রী ঋতব্রতা দে জুটি বাঁধছেন সপ্তর্ষির সঙ্গে। তবে এখনও জানা যায়নি এই সিরিয়াল কবে থেকে ও কোন স্লটে সম্প্রচারিত হবে। প্রোমোতে দেখা গিয়েছে, পুজোর আবহের প্রেক্ষাপটে শুরু হয়েছে অষ্টমীর প্রোমো। সেখানেই আরতি করতে দেখা যাচ্ছে সপ্তর্ষিকে। অন্যদিকে ঠাকুরের চরণে হতাশ হয়ে মনের কিছু কথা বলছেন ঋতব্রতা। ঠিক সেই সময়ই উগ্ররূপে হাজির কৌশিক। তাঁর দিকে ঋতব্রতার তাকানোতেই যেন বোঝানো হচ্ছে, অন্যায়ের বিনাশ করতে আসছে অষ্টমী! অনুমান সিরিয়ালে ঋতব্রতার নামই অষ্টমী, যিনি দুষ্টির দমন করবেন।