Advertisement

Bengali Serial: বাংলা সিরিয়ালে 'মহাভারত' দেখাই বাকি ছিল! শরশয্য়ায় নায়িকা, লোকে বলছে,'ভীষ্ম মাতামহ'

Bengali Serial: গত বছর থেকে শুরু হয়েছে 'রাঙামতি তীরন্দাজ'। গ্রামের মেয়ে অলিম্পিকে খেলে, দেশের হয়ে মেডেল আনবে। এই নিয়েই গত এক বছর ধরে স্টার জলসায় চলছে রাঙামতি তীরন্দাজ। তীরন্দাজির উপর গল্প আগে ছোট পর্দায় দেখেননি দর্শক। ‘রাঙামতি তীরন্দাজ’ ধারাবাহিক সম্প্রচারিত হওয়ার পর থেকেই তাই দর্শকের নজর ওই দিকে। তবে মাঝে মধ্যেই এইসব সিরিয়ালে গল্পের গরু গাছে ওঠে।

ট্রোলের মুখে সিরিয়ালের প্রোমোট্রোলের মুখে সিরিয়ালের প্রোমো
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Jul 2025,
  • अपडेटेड 2:22 PM IST
  • গত বছর থেকে শুরু হয়েছে 'রাঙামতি তীরন্দাজ'।

গত বছর থেকে শুরু হয়েছে 'রাঙামতি তীরন্দাজ'। গ্রামের মেয়ে অলিম্পিকে খেলে, দেশের হয়ে মেডেল আনবে। এই নিয়েই গত এক বছর ধরে স্টার জলসায় চলছে রাঙামতি তীরন্দাজ। তীরন্দাজির উপর গল্প আগে ছোট পর্দায় দেখেননি দর্শক। ‘রাঙামতি তীরন্দাজ’ ধারাবাহিক সম্প্রচারিত হওয়ার পর থেকেই তাই দর্শকের নজর ওই দিকে। তবে মাঝে মধ্যেই এইসব সিরিয়ালে গল্পের গরু গাছে ওঠে। সম্প্রতি এই সিরিয়ালের একটি প্রোমোকে ঘিরে রীতিমতো ট্রোলিং শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

নতুন প্রোমো
এই প্রোমোতে দেখা গিয়েছে রাঙামতি স্টেট চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়েছেন। আর সেখানে গিয়েই বিপত্তি ঘটে। প্রোমোতে দেখা গিয়েছে, বেশ কিছু বাইক আরোহীরা কালো পোশাক পরে একের পর এক তীর মারে রাঙামতির পীঠে। পীঠে ৬-৭টা তীর নিয়ে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে রাঙামতি প্রতিযোগিতায় অংশ নেন। শুধু তাই নয়, রাঙামতি লুটিয়ে পড়লে, তিনি তীরের ওপর শুয়ে পড়েন। যেটা দেখে অনেকেরই মহাভারতের ভীষ্মর শরশয্যার কথা মনে পড়ে যেতে পারে। এই সিরিয়ালের প্রোমো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই একের পর এক ট্রোল আসতে শুরু করে। 

কী কী ট্রোল হয়েছে
সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও ভাইরাল হতেই কেউ লেখেন, মহিলা ভীষ্ম পিতামহ। কেউ লেখেন, মিরাকেল মিরাকেল। কেউ লেখেন, ভীষ্ম মাতামহ। আবার কেউ লেখেন, পিতামহ ভীষ্ম ফিরে এসেছেন। কেউ লেখেন, ভীষ্ম পিতামহর ছোট ভার্সান। মোদ্দা কথা এই সিরিয়ালের প্রোমো সামনে আসতেই যে নেট দুনিয়ায় হাসির রোল উঠেছে তা বলাই বাহুল্য। তবে শুধু রাঙামতি তীরন্দাজ নয়, এরকম অনেক সিরিয়ালই রয়েছে যেগুলোর প্রোমো সামনে আসতেই সোশমযাল মিডিয়ায় ট্রোলিং হয়েছে। 

কখন সম্প্রচার
রাঙামতির চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী মণীষা মণ্ডলকে। যার বিপরীতে রয়েছেন নীলাঙ্কুর। রাঙামতি সিরিয়ালে অভিনেত্রীর শাশুড়ির চরিত্রে দেখা যাচ্ছে চান্দ্রেয়ী ঘোষকে। এই চরিত্রে অভিনয় করার জন্য মণীষা পুরুলিয়ার এক আর্চারের থেকে ট্রেনিং নিয়েছেন। টেলি দুনিয়ায় একেবারে আনকোরা মুখ মণীষা। এর আগে মডেলিং করতেন তিনি। ৮ থেকে ১৩ জুলাই রাঙামতি তীরন্দাজ-এর মহাসপ্তাহ সম্প্রচার হবে সন্ধে সাড়ে সাতটায়।  
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement