Advertisement

Bengali Serial: পথচলা থামল আরও এক ধারাবাহিকের, শেষদিনের শ্যুটিং হয়ে গেল 'তেঁতুলপাতা'র

Bengali Serial: নতুন ট্রেন্ড অনুযায়ী কয়েক মাসের মধ্যে সিরিয়াল শেষ করে দিতে হবে। আর যে কারণে বেশ কিছু ধারাবাহিক কয়েক মাস চলার পরই বন্ধ হয়ে গিয়েছে। সম্প্রতি জি বাংলার দু-তিনটে সিরিয়াল বন্ধ হওয়ার খবর সামনে এসেছে। এবার স্টার জলসার এক সিরিয়াল বন্ধ হচ্ছে।

তেঁতুলপাতা সিরিয়াল বন্ধ হচ্ছেতেঁতুলপাতা সিরিয়াল বন্ধ হচ্ছে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Aug 2025,
  • अपडेटेड 2:05 PM IST
  • সম্প্রতি জি বাংলার দু-তিনটে সিরিয়াল বন্ধ হওয়ার খবর সামনে এসেছে।

নতুন ট্রেন্ড অনুযায়ী কয়েক মাসের মধ্যে সিরিয়াল শেষ করে দিতে হবে। আর যে কারণে বেশ কিছু ধারাবাহিক কয়েক মাস চলার পরই বন্ধ হয়ে গিয়েছে। সম্প্রতি জি বাংলার দু-তিনটে সিরিয়াল বন্ধ হওয়ার খবর সামনে এসেছে। এবার স্টার জলসার এক সিরিয়াল বন্ধ হচ্ছে। এই চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক 'তেঁতুলপাতা'র শেষদিনের শ্যুটিং হয়ে গেল। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি নিজেরাই ভাগ করে নিলেন সিরিয়ালের কলাকুশলীরা। 

এই সিরিয়াল খুব শীঘ্রই যে বন্ধ হবে তার আভাস অনেক আগেই পাওয়া গিয়েছিল। ঋষি-ঝিল্লির জুটি তথা গৌরব চট্টোপাধ্যায় ও ঋতব্রতা দে-কে দর্শক পছন্দ করলেও টিআরপি তালিকায় নিজেদের ধরে রাখতে পারেনি 'তেঁতুলপাতা'। আর যে কারণেই এবার পথচলা থামাতে হল এই সিরিয়ালকে। 'গাঁটছড়া'র পর গৌরব ছোটপর্দায় কামব্যাক করলেও সেভাবে দর্শকদের মনে ছাপ ফেলতে পারেননি। ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীরা এই সিরিয়ালের শেষদিনের শ্যুটিংয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। 

গোটা টিমের সঙ্গে ছবি পোস্ট করে সিরিয়ালের গুরুত্বপূর্ণ চরিত্রে থাকা কবি সাউ লেখেন, ‘আবার ফিরে আসব তেঁতুলপাতা।’ একইসঙ্গে ধারাবাহিকের গোটা টিম ও চ্যানেলকে ধন্যবাদ জানান তিনি। অন্যদিকে ধারাবাহিকের ‘ঝিল্লি’ অর্থাৎ অভিনেত্রী ঋতব্রতা দে সোশাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, ‘ ঝিল্লি চৌধুরী চরিত্রটা আমার মনের খুব কাছাকাছি থাকা একটা চরিত্র। তেঁতুলপাতার শুরুর দিনে আমরা কথা দিয়েছিলাম যে এই ধারাবাহিকের সঙ্গে পথচলা খুব সুন্দর হবে। অনেক ওঠাপড়ার মধ্যে দিয়ে আমরা গিয়েছি কিন্তু এই জার্নি সত্যিই খুব সুন্দর ছিল।’

প্রসঙ্গত, এই সিরিয়াল চলাকালীন প্রেগন্যান্ট হয়ে পড়েন অভিনেত্রী অনিন্দিতা রায় চৌধুরী। গর্ভাবস্থাতেই তিনি সিরিয়ালের কাজ চালিয়ে যান। এরপর এই তেঁতুলপাতা সিরিয়ালের শ্যুটিং সেটেই তাঁকে সাধ খাওয়ানো হয়। মেয়ে হওয়ার কিছুদিনের মধ্যেই ফের কাজে ফেরেন অনিন্দিতা। তাই এই সিরিয়ালের সঙ্গে তাঁর আবেগ একটু বেশিমাত্রায় জড়িয়ে। অনিন্দিতা লেখেন, শুনুন, আমরা রইলাম না হয়তো, কিন্তু আমাদের এই তেঁতুল পাতা বাড়ির ভালোবাসা রয়ে গেলো আপনাদের মনে, যৌথ পরিবারের আদর্শ হয়ে। তবে এই সিরিয়ালের স্লটে কোন নতুন ধারাবাহিক আসছে তা এখনও জানা যায়নি। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement