Advertisement

Prosenjit Chatterjee: মা ও মেয়ে দুজনেই ছিলেন প্রসেনজিতের নায়িকা, কোন দুই অভিনেত্রী বলুন তো?

Prosenjit Chatterjee: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে টলিউডে ইন্ডাস্ট্রি তকমা দেওয়া হয়। বহু বছর ধরেই তিনি বাংলা ইন্ডাস্ট্রি নিজের দখলেই রেখেছেন। সময়ের সঙ্গে তিনি নিজেকে ভেঙেছেন গড়েছেন। এখনও নতুন চরিত্রে অভিনয় করার জন্য মুখিয়ে থাকেন। প্রসেনজিৎ ৬০ বছরে পা দিলেও, সেটা তাঁকে দেখে বোঝার উপায় একেবারেই নেই।

এই মা-মেয়ে দুজনের নায়ক হয়েছিলেন প্রসেনজিৎএই মা-মেয়ে দুজনের নায়ক হয়েছিলেন প্রসেনজিৎ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Dec 2025,
  • अपडेटेड 3:52 PM IST
  • প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে টলিউডে ইন্ডাস্ট্রি তকমা দেওয়া হয়।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে টলিউডে ইন্ডাস্ট্রি তকমা দেওয়া হয়। বহু বছর ধরেই তিনি বাংলা ইন্ডাস্ট্রি নিজের দখলেই রেখেছেন। সময়ের সঙ্গে তিনি নিজেকে ভেঙেছেন গড়েছেন। এখনও নতুন চরিত্রে অভিনয় করার জন্য মুখিয়ে থাকেন। প্রসেনজিৎ ৬০ বছরে পা দিলেও, সেটা তাঁকে দেখে বোঝার উপায় একেবারেই নেই। সম্প্রতি এক ঘরোয়া অনুষ্ঠানে গিয়ে প্রসেনজিৎ জানিয়েছেন তিনি মা ও মেয়ে দুজনের সঙ্গেই নায়কের ভূমিকা অভিনয় করেছেন। 

সম্প্রতি প্রসেনজিৎ গিয়েছিলেন পরম-পিয়ার ছেলে নিষাদের অন্নপ্রাশনের অনুষ্ঠানে। আর সেখানে গিয়েই দেখা হয় মুনমুন সেন ও রাইমা সেনের সঙ্গে। আর সেখানেই প্রসেনজিৎ বললেন, মা আর মেয়ে দুই প্রজন্মই তাঁর নায়িকা হিসাবে কাজ করেছেন। মুনমুন সেনের সঙ্গে প্রসেনজিৎ নিশি তৃষ্ণা, আপন ঘরে এবং পূজারিণী ছবিতে জুটি হিসাবে কাজ করেন। প্রসেনজিৎ ও মুনমুন সেনের জুটি দর্শকদের কাছেও বেশ গ্রহণযোগ্যতা পেয়েছিল। 

ছবি সৌজন্যে: সংগৃহীত

অপরদিকে, রাইমার সঙ্গে প্রসেনজিৎ চোখের বালি ছবিতে অভিনয় করেন। সেখানে প্রসেনজিতের নায়িকা ছিলেন রাইমা। রাইমাকে আবার তিনি বালি বলে ডাকেন। তাই প্রসেনজিৎ যে মা-মেয়ে দুজনের সঙ্গেই হিরোর ভূমিকায় অভিনয় করেছেন, তা একেবারে স্পষ্ট। পরমের ছেলের অন্নপ্রাশনে প্রসেনজিৎকে মুনমুন সেন ও রাইমার সঙ্গে আড্ডা দিতে দেখা যায়। বাংলা ছাড়াও বলিউডের বেশকিছু সিনেমা, সিরিজে অভিনয় করে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। ‘জুবলি’ হোক বা ‘খাকি-বেঙ্গল চ্যাপ্টার’ সারা দেশের দর্শকদের মনে ধরেছে। বাংলা ছবিতে বহু দশক ধরে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ফ্যানরা সবসময় তাঁর কাজের দিকে নজর রাখে।

এরই সঙ্গে প্রসেনজিৎ নিজের চেহারাকে ধরে রেখেছেন। ৬০ বছর হলেও তা দেখে বোঝার উপায় নেই। শরীরচর্চার পাশাপাশি তিনি খাওয়া-দাওয়ার দিকেও বিশেষ মনোযোগ দেন। একেবারে মেপে খাবার খান প্রসেনজিৎ। তাঁর নিয়ন্ত্রিত খাওয়া-দাওয়া সত্যিই আপনাকেও অবাক করবে। আর সে কারণেই ৬০-এর প্রসেনজিৎকেও মনে হবে বছর ৩৫-এর যুবক। টলিউড ও বলিইডের একাধিক নায়িকার সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন তিনি। বাণিজ্যিক ছবি থেকে অন্য ধারার সিনেমা, সবেতেই তাঁর অভিনয় বরাবর দর্শকদের নজর কেড়েছে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement