Advertisement

Arijita Mukhopadhyay: 'বাবুর মা' ফিরছেন সিরিয়ালে, কোন ধারাবাহিকে দেখা যাবে অরিজিতাকে?

Arijita Mukhopadhyay: 'নিম ফুলের মধু' সিরিয়ালের অন্যতম ইউএসপি ছিলেন বাবুর মা তথা কৃষ্ণা দত্ত। আৎ এই চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান অরিজিতা। দর্শকদের কাছ থেকে ভালোবাসা যেমন পেয়েছেন তেমনই মা-কাকিমাদের ঘৃণাভরা মন্তব্য জুটেছে কপালে। কিছুদিন আগেই শেষ হয়েছে জি বাংলার সিরিয়াল নিম ফুলের মধু

অরিজিতা মুখোপাধ্যায়অরিজিতা মুখোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Mar 2025,
  • अपडेटेड 7:50 PM IST
  • 'নিম ফুলের মধু' সিরিয়ালের অন্যতম ইউএসপি ছিলেন বাবুর মা তথা কৃষ্ণা দত্ত।

'নিম ফুলের মধু' সিরিয়ালের অন্যতম ইউএসপি ছিলেন বাবুর মা তথা কৃষ্ণা দত্ত। আৎ এই চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান অরিজিতা। দর্শকদের কাছ থেকে ভালোবাসা যেমন পেয়েছেন তেমনই মা-কাকিমাদের ঘৃণাভরা মন্তব্য জুটেছে কপালে। কিছুদিন আগেই শেষ হয়েছে জি বাংলার সিরিয়াল নিম ফুলের মধু। আর এই সিরিয়ালের দুঃখ ভুলতে না ভুলতেই একাধিক সুখবর চলে এল অরিজিতার কাছে। ‘বাবুর মা কৃষ্ণা’, অর্থাৎ অরিজিতা মুখোপাধ্যায় ফিরছেন নতুন ধারাবাহিক নিয়ে।

অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়া পেজে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। আর এগুলো যে তাঁর নতুন চরিত্রের ছবি, তা বুঝতে বাকি নেই কারোর। অরিজিতা যে ছবিগুলো শেয়ার করেছেন, তাতে তাঁকে দেখা যাচ্ছে লম্বা কুর্তিতে। চুল উঁচু করে বাঁধা, তাতে পেন গোঁজা, কপালে কালো টিপ, গলায় দূরবীন ঝোলানো। এই ছবি শেয়ার করে অরিজিতা লিখেছেন, ‘অল্প গল্প নিয়ে আসছি তেঁতুলপাতাকে চোখে চোখে রাখতে... আজ থেকে শুধুমাত্র স্টার জলসার পর্দায়, সন্ধ্যে ঠিক ৬টায়।’

অরিজিতার নতুন চরিত্রের নাম পূবালী পুরকায়স্থ। এই চরিত্রটি কৃষ্ণা দত্তের থেকে একেবারেই আলাদা তা বুঝতে কোনও অসুবিধে হবে না। তবে এটা ক্যামিও চরিত্র। নিম ফুলের মধু ধারাবাহিকে পর্ণার শাশুড়ির চরিত্রে কাজ করে, রীতিমতো ঘরে ঘরে জনপ্রিয়তা পেয়েছেন অরিজিতা। এক সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা গিয়েছিল, কীভাবে রাস্তায় লোকজনও তাঁকে ‘বাবুর মা’ বলে ডাকছে। এখানেই শেষ নয়, অনেকে তাঁকে দেখে মুখ ঘুরিয়েও চলে যায়। ভাবে বুঝি, বাস্তবেও ওরকম দজ্জাল শাশুড়ি। যদিও বাস্তবে অরিজিতার বিয়েই হয়নি। নিম ফুলের মধুর শেষ দিনে সেটে শেষ দিনে চোখের জলে ভাসতে দেখা গিয়েছে অরিজিতাকে।

কৃষ্ণা দত্ত অরিজিতাকে এক নতুন পরিচিতি দিয়েছিল। তাই স্বাভাবিকভাবেই এই সিরিয়াল শেষ হওয়ার পর চোখে জল চলে এসেছিল অভিনেত্রীর। যদিও পুরনো কিছু শেষ হলে তবেই নতুন কিছু শুরু হতে পারে। গত দু'বছর ধরে 'কৃষ্ণা'র চরিত্রে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন অরিজিতা। এর পাশাপাশি অরিজিতাকে দেখা যাবে সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি কিলবিল সোসাইটি-তেও। সূত্রের খবর, অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়কে দেখা যাবে এক গুরুত্বপূর্ণ চরিত্রে। এর আগেও অরিজিতা সৃজিতের ছবিতে অভিনয় করেছেন। এক্স=প্রেম ছবিতে অভিনেত্রীকে কাজ করতে দেখা গিয়েছে। তারপর আবার এই ছবিতে পরিচালকের সঙ্গে কাজ তাঁর। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement