মঙ্গলবার সন্ধ্যেতে চারহাত এক হল অভিষেক বসু ও শার্লি মোদকের। বেশ কিছুমাস ধরেই তাঁদের সম্পর্কের খবর শোনা যাচ্ছিল। যদিও এই নিয়ে দুজনের কেউই মুখ খোলেননি। ফুলকি সিরিয়ালে অভিষেক অভিনয় করেন প্রধান চরিত্রে আর শার্লিকে দেখা গিয়েছে দাপুটে খলনায়িকা হিসাবে। আর সেই খলনায়িকার গলায় মালা দিলেন অভিষেক।
অভিষেক ও শার্লির বিয়ের খবর একপ্রকারভাবে কেউই জানতেন না। ফুলকির পরিচালক সোমবার তাঁদের আইবুড়োভাতের ছবি শেয়ার করতেই টেলি দুনিয়ার সকলে হতবাক। মঙ্গলবার একেবারে ছিমছামভাবেই আইনি বিয়ে সেরেছেন অভিষেক ও শার্লি। দুই পরিবারের সদস্য, ঘনিষ্ঠ কয়েক জন বন্ধু এবং টিম ‘ফুলকি’র উপস্থিতিতে কাগজেকলমে বিয়ে হয় তাঁদের। মঙ্গলবার সকাল থেকেই অভিষেক ও শার্লি বিয়ের রীতি-রেওয়াজ পালনে ব্যস্ত ছিলেন। তবে সেই ছবি তাঁরা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেননি।
তবে জানা গিয়েছে, সকালে একসঙ্গে দধিমঙ্গল, বৃদ্ধি সারেন তাঁরা। সেই সময় অভিষেক পরেছিলেন ময়ূরকণ্ঠী বেগুনি পাঞ্জাবি ও ধুতি আর শার্লি পরেছিলেন হালকা গোলাপি রঙের শিফন-জর্জেটের শাড়ি, সঙ্গে মানানসই গয়না। সন্ধ্যেতে অনেকেই ভেবেছিলেন যে শার্লি হয়তো বাঙালিদের মতো লাল বেনারসী পরবেন। কিন্তু না, সবাইকে চমকে দিয়ে বিয়ের রাতে শার্লি পরেছিলেন ধূসর রঙের লহেঙ্গা-চোলিতে। বর একই রঙের শেরওয়ানি বেছে নিয়েছেন। বর একই রঙের শেরওয়ানি বেছে নিয়েছেন।
দক্ষিণ কলকাতার এক ব্যাঙ্কোয়েটে তাঁরা বিয়ের অনুষ্ঠান সারেন। শ্যুটিং সেরে অভিষেক-শার্লির বিয়েতে উপস্থিত হন গোটা ফুলকি টিমের সদস্যরা। তবে আইনি বিয়ে সারলেও অভিষেক শার্লির সিঁথি রাঙিয়ে দেন সিঁদুরে। বিয়ের পর একে-অপরকে চুমুও খান তাঁরা। খুব স্বাভাবিকভাবেই খুব খুশী এই বিয়েতে, তা তাঁদের চোখে-মুখে স্পষ্ট। বিয়ের মেনুও ছিল দারুণ। লাচ্ছা পরোটা, মাটন, চাইনিস, মাছ, পনির, বেকড রসগোল্লা ও আইসক্রিম।
প্রসঙ্গত, এর আগে অভিষেক জড়িয়ে ছিলেন দুটি সম্পর্কে। একসময় অভিষেক ও দিয়ার প্রেমচর্চা ছিল তুঙ্গে। তবে ২০২১ সালে তাদের ব্রেকআপ হয়ে যায়। আর সেই বিচ্ছেদের মাসখানেকের মধ্যেই শুরু হয় অভিষেক ও সুরভীর প্রেম। ২০২৪ সালের ডিসেম্বরে অভিষেক-সুরভীর বিয়ের কথা থাকলেও তা হয়নি। তারপর থেকেই শোনা যায়, ‘রোহিত’ অভিষেকের মনের মানুষ এখন ‘শালিনী’ থুরি শার্লি। তবে অভিষেক ও শার্লির সম্পর্ক প্রথম থেকেই খুব গোপনে রাখা হয়। এমনকী তাঁদের বিয়ের খবরও জানা যায় সোমবার।