এই বছর টলিপাড়ার অনেক নায়িকাই মা হয়েছেন আবার কেউ কেউ অপেক্ষা করছেন খুদে সদস্যের আসার। তাঁদের মধ্যেই অহনা দত্ত তথা 'অনুরাগের ছোঁয়া'র মিশকা অন্যতম। এই বছরই অহনা ও দীপঙ্কর ঘোষণা করেছিলেন যে তাঁরা দুই থেকে তিন হতে চলেছেন খুব শীঘ্রই। আর তার কিছুদিন পর থেকেই অহনা মাতৃত্বকালীন ছুটিতে চলে যান। দেখতে দেখতে অহনা এখন নমাসের অর্ন্তঃসত্ত্বা। অগাস্টেই সন্তান আসার কথা রয়েছে। নিজের প্রেগন্যান্সি জার্নি সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে শেয়ার করছেন অহনা। তবে দিন যত এগিয়ে আসছে বেশি করে নিজের যত্ন নিচ্ছেন পর্দার মিশকা। সন্তান যাতে নিরাপদে ভূমিষ্ঠ হয়, তার জন্য কী কী করছেন হবু মা।
কী কী করছেন অহনা
মাত্র ২১ বছরে মা হচ্ছেন অহনা। তাই সি সেকশন নয়, বরং সন্তান প্রসব করতে চান একেবারে স্বাভাবিক পদ্ধতিতে। সেই কারণেই অহনা নিচ্ছেন প্রয়োজনীয় ব্যবস্থা। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তিনি লেখেন, আমি একেবারেই নিখুঁত নয়, কিন্তু প্রস্তুত। এরপরই অহনাকে দেখা যায় নিয়মিত যোগাসন করতে, অস্বাস্থ্যকর খাবারের বদলে তিনি শাক-সবজি খেতে পছন্দ করছেন। রোজ এমন কিছু যোগাসন করছেন যেগুলি তাঁকে নর্ম্যাল ডেলিভারি করতে সহায়তা করবে। এমনিতে অহনা নিয়মিত তাঁর ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়য় পোস্ট করেন।
অহনার প্রেগন্যান্সি সফর
কখনও অহনাকে দেখা গিয়েছে আইসক্রিম খেতে আবার কখনও বা ইলিশ মাছ। আবার কখনও অহনাকে রান্না করে খাওয়াচ্ছেন তাঁর স্বামী দীপঙ্কর রায়। অহনার যত্নের কোনও ত্রুটি রাখছেন না দীপঙ্কর। হবু মাকে আগলে রেখেছেন তিনি। কয়েকদিন আগেই এই বেবিবাম্প নিয়ে অহনাকে ডান্স করতে দেখা যায়। নেটিজেনের একাংশ যেম অভিনেত্রীর প্রশংসা করেছেন তেমনি কেউ কেউ অহনাকে এই সময় সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন। খুব অল্প সময়ের মধ্যেই অহনা জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে গিয়েছেন। অভিনয় থেকে আপাতত ছুটি নিয়েছেন তিনি। অভিনেত্রীর চোখেমুখে প্রেগন্যান্সি গ্লো স্পষ্ট।
অহনার কেরিয়ার
জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’ থেকে খ্যাতি অর্জন করেন অহনা। তারপরই সোজা ধারাবাহিকে এন্ট্রি। ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে ‘মিশকা’র চরিত্রে অভিনয় করে বাঙালি বাড়ির জনপ্রিয় মুখ হয়ে ওঠেন অহনা। সিরিয়াল করতে করতেই তিনি রাজ চক্রবর্তীর সন্তান ছবিতে অভিনয়ের সুযোগ পান। যেখানে অহনা ঋত্বিক চক্রবর্তী ও মিঠুন চক্রবর্তীর মতো অভিনেতাদের সঙ্গে কাজের সুযোগ পান। দীপঙ্করের সঙ্গে বহুদিনের বন্ধুত্ব ও প্রেম অহনার। সুযোগ পেলেই দুজনে মিলে ঘুরতে বেরিয়ে পড়েন। ২০২৩ সালে প্রেমিকের সঙ্গে আইনি বিয়ে সারেন। তিনি এবং দীপঙ্কর মিলে একটি বাড়িও কেনেন। চলতি বছরের শুরুতে সাতপাকে বাঁধা পড়েন দু’জনে। চলতি বছরের মার্চে অহনা ও দীপঙ্কর জানান যে অগাস্টেই আসছে নতুন অতিথি।