Advertisement

Swikriti Majumder Wedding: চুপিসারে বিয়ে সারলেন 'মেয়েবেলা'র মৌ, কার গলায় মালা দিলেন স্বীকৃতি?

Swikriti Majumder Wedding: বলিউডে চুপিসারে বিয়ে করার ট্রেন্ড থাকলেও বাংলা ইন্ডাস্ট্রিতে এখনও সেইরকম কিছু কেউ করেননি। কোনও না কোনওভাবে সম্পর্কের কথা জানাজানি যেমন হয়েছে তেমনি বিয়ের কথাও চেপে থাকেনি। সোশ্যাল মিডিয়াতে ছবিও পোস্ট হয়েছে। তবে এইসব কিছু থেকে একেবারে আলাদা পথেই হাঁটালেন টেলিভিশনের পরিচিত মুখ স্বীকৃতি মজুমদার।

ছবি সৌজন্যে: Symphony Of Shuttersছবি সৌজন্যে: Symphony Of Shutters
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Oct 2024,
  • अपडेटेड 1:35 PM IST
  • টেলিভিশনের পরিচিত মুখ স্বীকৃতি মজুমদার।

বলিউডে চুপিসারে বিয়ে করার ট্রেন্ড থাকলেও বাংলা ইন্ডাস্ট্রিতে এখনও সেইরকম কিছু কেউ করেননি। কোনও না কোনওভাবে সম্পর্কের কথা জানাজানি যেমন হয়েছে তেমনি বিয়ের কথাও চেপে থাকেনি। সোশ্যাল মিডিয়াতে ছবিও পোস্ট হয়েছে। তবে এইসব কিছু থেকে একেবারে আলাদা পথেই হাঁটালেন টেলিভিশনের পরিচিত মুখ স্বীকৃতি মজুমদার। একেবারে চুপিসারেই সেরে নিলেন বিয়েটা। সোশ্যাল মিডিয়াতেও নেই কোনও ছবি। কাকে বিয়ে করলেন অভিনেত্রী?

মেয়েবেলা সিরিয়ালের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন স্বীকৃতি। ডোডোদা তথা অর্পণের সঙ্গে তাঁর অনস্ক্রিন রসায়ন দর্শকদের মন কেড়েছিল। এরপরও স্বীকৃতিকে দেখা যায় আলোর কোলে সিলিয়ালেও। আর এই সিরিয়াল শেষ হতেই নিজের মতোই তাঁকে এদিক-সেদিক ভ্যাকেশনে যেতেও দেখা গিয়েছিল। আর তারই মাঝে হঠাৎ তাঁর বিয়ের খবরে সকলেই অবাক। স্বীকৃতির বিয়ে কাকপক্ষীতেও টের পায়নি। তবে এক ওয়েডিং ফটোগ্রাফি পেজ থেকেই খবর ফাঁস হয়ে গেল। 

বাঙালি নয়, অবাঙালি মতে বিয়ে করেছেন স্বীকৃতি। পাত্র যদিও এই ইন্ডাস্ট্রির কেউ নন। তাঁর নাম রাহুল। স্বীকৃতির বিয়ের সাজেও রয়েছে অবাঙালি ছোঁয়া। বিয়ের দিন সাদা শাড়ি, সঙ্গে ভারী গয়নায় সেজেছিলেন স্বীকৃতি। তবে বাঙালির বিয়ের মুকুট ও গাছকৌটো ছিল তাঁর হাতে। স্বীকৃতির সঙ্গে মিলিয়ে রাহুল পরেছিলেন সাদা শেরওয়ানি। তবে রিসেপশনে স্বীকৃতিকে দেখা গিয়েছে অফ শোল্ডার সিক্যুয়েন গাউনে আর রাহুল পরেছিলেন সাদা শার্ট-কোর্ট। তবে অভিনেত্রীর বিয়ের ভিডিওতে টলিপাড়ার কোনও চেনা মুখকে দেখা যায়নি। এমনকী স্বীকৃতি তাঁর সোশ্যাল মিডিয়া পেজেও নিজের বিয়ের ছবি পোস্ট করেননি। 

মনে করা হচ্ছে সেপ্টেম্বরেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন স্বীকৃতি। আর বিয়েটা একেবারেই ব্যক্তিগত রাখতেই এই সিদ্ধান্ত টেলি অভিনেত্রীর। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও খুব সক্রিয় থাকেন তিনি। তাঁর বোল্ড অবতারের ছবিগুলো সোশ্যাল দুনিয়ায় আগুন ধরায়। স্বীকৃতির বিয়ের ছবি-ভিডিওতে কিন্তু ইন্ডাস্ট্রির কাউকে দেখা যায়নি। সম্ভবত শুধুমাত্র দুই পরিবারের উপস্থিতিতেই এক হয়েছে স্বীকৃতি-রাহুলের চার হাত। 

Advertisement

  

Read more!
Advertisement
Advertisement