Advertisement

Bengali Upcoming Movie-Series: বছরভর ব্যস্ত থাকবে সিনেমাপ্রেমী বাঙালি, ঘোষণা ২৬টি ছবি-সিরিজের

Bengali Upcoming Movie-Series: বাঙালি আর সিনেমা। একে-অপরের পরিপূরক। বাঙালি যেমন মাছ-রসগোল্লা, মিষ্টি দইকে আপন করে নিয়েছে তেমনই বাংলা সিনেমাও বাঙালির রন্ধ্রে রন্ধ্রে মিশে গিয়েছে। আর এখন তো বাংলা সিনেমা-সিরিজ দখল করে নিয়েছে প্রত্যেকের বেডরুমও। শুক্রবার এসভিএফ ও হইচই-এর পক্ষ থেকে ঘোষণা হল একাধিক সিনেমা ও সিরিজের।

একগুচ্ছ নতুন ছবি-সিরিজের ঘোষণাএকগুচ্ছ নতুন ছবি-সিরিজের ঘোষণা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Mar 2025,
  • अपडेटेड 10:47 AM IST
  • শুক্রবার এসভিএফ ও হইচই-এর পক্ষ থেকে ঘোষণা হল একাধিক সিনেমা ও সিরিজের।

বাঙালি আর সিনেমা। একে-অপরের পরিপূরক। বাঙালি যেমন মাছ-রসগোল্লা, মিষ্টি দইকে আপন করে নিয়েছে তেমনই বাংলা সিনেমাও বাঙালির রন্ধ্রে রন্ধ্রে মিশে গিয়েছে। আর এখন তো বাংলা সিনেমা-সিরিজ দখল করে নিয়েছে প্রত্যেকের বেডরুমও। শুক্রবার এসভিএফ ও হইচই-এর পক্ষ থেকে ঘোষণা হল একাধিক সিনেমা ও সিরিজের। প্রসেনজিৎ, অনির্বাণ, পরমব্রত, পার্নো, সোহিনী, শুভশ্রী, দেবরা নিয়ে আসছেন সিনেমা প্রেমীদের সারা বছর ব্যস্ত রাখার রসদ।  ‘গল্পের পার্বণ ১৪৩২’ শীর্ষক এই অনুষ্ঠানে এসভিএফ এবং হইচই-এর যৌথ উদ্যোগে ২৬টি নতুন কাজের ঘোষণা প্রকাশ্যে এল।

প্রসঙ্গত, বছরের শুরুতেই এসভিএফ ঘোষণা করেছিল দেবের রঘু ডাকাত ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে কাকাবাবুর নতুন ছবি বিজয়নগরের হিরে। অন্যদিকে, সৃজিতের কিলবিল সোসাইটি ও পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের সোনাদাও ফিরছে এসভিএফের ব্যানারে। তবে চমক, এ বারে তার সঙ্গে যুক্ত হল আরও দু'টি ছবি। ছোট পর্দার পর এ বার বড় পর্দায় সাধক বামাখ্যাপা রূপে হাজির হবেন সব্যসাচী চৌধুরী। ছবিটি পরিচালনা করবেন সায়ন্তন ঘোষাল। অন্য দিকে নির্ঝর মিত্রের পরিচালনায় আসছেন ত্রয়ী— আবীর চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছবির গল্প অনুসারে তিন ভাই দিনের বেলায় পাইস হোটেল চালায়, আর রাতে তারাই চুরি করতে বার হয়। ছবির নাম ‘চোর পুলিশ ডাকাত বাবু’।

এর পাশাপাশি হইচই নিয়ে আসছে একগুচ্ছ ওয়েব সিরিজ। যার মধ্যে অন্যতম ফেলুদার নতুন অভিযান। তবে নতুন ফেলুদার পরিচালক সৃজিত নন, কমলেশ্বর মুখোপাধ্যায়। টোটা রায়চৌধুরীকে নিয়ে এ বারের গল্প ‘রয়েল বেঙ্গল রহস্য’। মহিলাদের কারাগার এবং এক মহিলা সাংবাদিকের সত্যান্বেষণ নিয়ে অদিতি রায় তৈরি করছেন ‘অনুসন্ধান’। মুখ্য চরিত্রে থাকছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সায়ন্তন ঘোষালের পরিচালনা সোহিনী সরকার ফিরছেন নাগমণির রহস্য-এ। বধূহত্যাকে কেন্দ্র করে এক মহিলা পুলিশের অভিযানের গল্প ‘বীরাঙ্গনা’। সন্দীপ্তা সেন অভিনীত সিরিজ়টির পরিচালক নির্ঝর। সুহোত্র মুখোপাধ্যায়, মানালি মনীষা দে এবং সৃজলা গুহ থাকছেন সম্পর্কের গল্প ‘তোমাকেই চাই’তে। পরিচালক অরিজিৎ টোটন চক্রবর্তী। এছাড়াও ভোগ, ডাইনি, ভূত তেরিকি-ঘোষণাও এদিন করা হয়। বেশ কিছু সিরিজের সিক্যুয়েল আসছে। যার মধ্যে লজ্জা ২, অ্যাডভোকেট অচিন্ত্য আইচ ২, নিকশ ছায়া ২, কালরাত্রি ২, ইন্দু ৩।

Advertisement

 

চলতি বছর থেকে শুরু হল বিশেষ বিভাগ ‘হইচই টিভি প্লাস’। ধারাবাহিকের মতো প্রতি দিন বা সপ্তাহে একটি করে এপিসোড আসবে দর্শকের জন্য। স্বামীর উত্তরাধিকার নিয়ে এক জন সিঙ্গল মায়ের লড়াইয়ের গল্প বলবে ‘শাখা প্রশাখা’। মুখ্য চরিত্রে থাকছেন ঋতাভরী চক্রবর্তী। অন্য দিকে সদ্যবিবাহিত এক মহিলার লড়াইয়ের গল্প বলবে ‘আতঙ্ক’। মুখ্য চরিত্রে থাকছেন স্বস্তিকা দত্ত। এই বিভাগেই থাকছে শ্রীরামকৃষ্ণের জীবনী নির্ভর সিরিজও। 

তবে সিনেমার সংখ্যা আরও রয়েছে। গত বছর থেকে হইচই স্টুডিওর পথ চল শুরু হয়। সেই ব্যানারে আসছে চার-চারটে ছবি। ঋত্বিক চক্রবর্তী অভিনীত গোরা চরিত্রটি এ বারে বড় পর্দায় পা রাখতে চলেছে। ছবির নাম ‘গোরা-ই গন্ডগোল’। পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় এ বার একেনবাবুকে নিয়ে পাড়ি দেবেন বারাণসীতে। মুখ্য চরিত্রে ফিরছেন অনির্বাণ চক্রবর্তী। ছবির নাম ‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’। মেয়ের বাড়ি ফিরে আসার পর ক্রমাগত অঘটনের প্রেক্ষাপটে আসছে ‘কুমিরডাঙা’। পরিচালনায় পরমব্রত চট্টোপাধ্যায়। শ্রীজিৎ এবং সৌভিক নিয়ে আসছেন ‘কাদের কুলের বৌ’। শেষ ছবি দু’টির কাস্টিং এখনও চূড়ান্ত হয়নি। 

Read more!
Advertisement
Advertisement