Bhabiji Ghar Par Hai: প্রয়াত মলখান অর্থাৎ টিভির জনপ্রিয় ধারাবাহিক 'ভাবিজি ঘর পার হ্যায়'-এর অভিনেতা দীপেশ ভান। বলি টেলি দুনিয়া তাঁর মৃত্যুর খবরে শোকাহত। ৪১ বছর বয়সী দীপেশের আকস্মিক মৃত্যুতে শো-এর তারকা ও কলাকুশলীরা শোকস্তব্ধ। শনিবার সকালে ক্রিকেট খেলছিলেন দীপেশ। এমন সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন, এরপর তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
শোক প্রকাশ করেছেন রোহিতাশ গৌর
সিরিয়ালে মোহনলাল তিওয়ারির চরিত্রে অভিনয় করা অভিনেতা রোহিতাশ গৌর দীপেশ ভানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'আজ আমাদের শুটিংয়ে যেতে একটু দেরি হয়ে গেল। আমি ভেবেছিলাম ও সরাসরি জিমের পরে ক্রিকেট খেলতে গিয়েছিল। এটাই ছিল ওর ফিটনেস রুটিন। কিন্তু খেলতে গিয়ে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে ও। ওর মৃত্যু আমাদের সবার জন্য একটা বড় ধাক্কা।"
শোকপ্রকাশ করে প্রযোজক জানান, দীপেশ একটি পরিবারের মতো
রোহিতাশ ছাড়াও 'ভাবিজি ঘর পর হ্যায়' সিরিয়ালের প্রযোজক সঞ্জয় এবং বিনাইফার কোহলিও দীপেশের চলে যাওয়ায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, 'আমাদের প্রেমিক দীপেশ ভানের আকস্মিক প্রয়াণে আমরা সবাই গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তিনি ছিলেন ভাবিজি ঘর পার হ্যায়-এর অন্যতম নিবেদিতপ্রাণ অভিনেতা। ও আমাদের পরিবারের মতো ছিল। আমরা সবাই খুব মিস করব। ওঁর পরিবারের প্রতি আমাদের সমবেদনা। ওঁর আত্মা শান্তি পাক।
স্ত্রী ও দেড় বছরের শিশু রয়েছেন
দীপেশ ভান 'মলখান' চরিত্রের জন্য পরিচিত ছিলেন। 'ভাবিজি ঘর পর হ্যায়' ছাড়াও 'কমেডি কা কিং কৌন', 'কমেডি ক্লাব', 'ভূতওয়ালা', 'এফআইআর' এবং 'সান ইয়ার চিল মার'-এর মতো শোতে কাজ করেছেন তিনি। তথ্য অনুযায়ী, দিল্লিতে পড়াশোনা করে ২০০৫ সালে মুম্বই আসেন দীপেশ। ২০১৯ সালের মে মাসে দিল্লিতে তাঁর বিয়ে হয়। ২০২১ সালের জানুয়ারিতে, দীপেশ এক সন্তানের বাবা হন।