Advertisement

Bharti Singh: মা হলেন ভারতী সিং, পুত্র না কন্যা? জানালেন স্বামী হর্ষ

আর পাঁচটা সাধারণ ঘরের মহিলার মতোই অন্তঃসত্ত্বা অবস্থাতেও কাজ চালিয়ে গিয়েছেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে গর্ভাবস্থা নিয়েও খোলাখুলি নিজের মনোভাব ব্যক্তি করেছিলেন। 

ভারতী ও হর্ষ। ভারতী ও হর্ষ।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Apr 2022,
  • अपडेटेड 8:03 PM IST
  • মা হলেন ভারতী সিং।
  • পুত্র সন্তানের জন্ম দিলেন।
  • নেট মাধ্যমে সুখবর দিলেন হর্ষ।

মা হলেন কৌতুক অভিনেতা ভারতী সিং। অন্তঃসত্ত্বা অবস্থাতেও শ্যুটিং চালিয়ে গিয়েছিলেন। রবিবার তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন। এই সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন স্বামী হর্ষ লিম্বাচিয়া। 

আগত সন্তানকে উৎসাহের অন্ত ছিল না ভারতী সিং এবং হর্ষ লিম্বাচিয়া। অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে দুজনেই নানা অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছিলেন। বেবি বাম্পের ছবিও পোস্চ করেছিলেন। সেই নিয়েই রিয়েলিটি শোয়ের শ্যুটিং করেছেন। শনিবার গর্ভবতী মায়ের সঙ্গে বাবার ছবি দিয়ে ছবি পোস্ট করেছেন হর্ষ। লিখেছেন, পুত্রসন্তান এসেছে।

বরাবরই গতানুগতিকতা ভাঙায় বিশ্বাসী ভারতী সিং। সাধারণ জায়গা থেকে আজ এই জায়গায় এসেছেন। তবে গ্ল্যামারের ছটা স্পর্শ করেনি তাঁকে। আর পাঁচটা সাধারণ ঘরের মহিলার মতোই অন্তঃসত্ত্বা অবস্থাতেও কাজ চালিয়ে গিয়েছেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে গর্ভাবস্থা নিয়েও খোলাখুলি নিজের মনোভাব ব্যক্তি করেছিলেন। 

আরও পড়ুন

গত দু'বছর ধরেই মা-বাবা হওয়ার পরিকল্পনা করছেন হর্ষ ও ভারতী। লকডাউন পর্ব থেকেই সন্তান নেওয়ার উদ্যোগ নিচ্ছিলেন। এনিয়ে মজাও করছেন ভারতী। স্বামী-স্ত্রী একসঙ্গেই জনপ্রিয় রিয়েলিটি শো সঞ্চালনা করেন। কিছুদিন আগে গুঞ্জন শুরু হয়েছিল, ভারতী যমজ সন্তানের মা হয়েছেন। তবে, ভারতী নিজেই লাইভ চ্যাটে সেই খবর গুজব বলে স্পষ্ট করে দেন। 

 

Read more!
Advertisement
Advertisement