Advertisement

বিগ বস-খ্যাত অভিনেত্রী যশিকা পথ দুর্ঘটনার কবলে, বন্ধুর মৃত্যু

বিগ বস (Big Boss)-খ্যাত অভিনেত্রী যশিকা (Yashika) পথ দুর্ঘটনার কবলে। তিনি গুরুতর জখম হয়েছেন। তাঁর এক সঙ্গী ঘটনাস্থলেই মারা গিয়েছেন। রবিবার ভোররাতের ঘটনা। যশিকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তামিলনাড়ুর চেঙ্গালপেটের ঘটনা।

যশিকাযশিকা
Aajtak Bangla
  • চেন্নাই,
  • 25 Jul 2021,
  • अपडेटेड 10:01 AM IST
  • বিগ বস-খ্যাত অভিনেত্রী যশিকা পথ দুর্ঘটনার কবলে
  • গুরুতর জখম হয়েছেন
  • তাঁর এক বন্ধু ঘটনাস্থলেই মারা গিয়েছেন

বিগ বস (Big Boss)-খ্যাত অভিনেত্রী যশিকা (Yashika) পথ দুর্ঘটনার কবলে। তিনি গুরুতর জখম হয়েছেন। তাঁর এক সঙ্গী ঘটনাস্থলেই মারা গিয়েছেন। নাম ভাল্লিচেত্তি ভবানী। রবিবার ভোররাতের ঘটনা। বিগ বস (Big Boss)-খ্যাত অভিনেত্রী যশিকা (Yashika)-র গাড়িটি প্রবল ক্ষতিগ্রস্ত হয়েছে।

যশিকা (Yashika)-সহ বাকিদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তামিলনাড়ুর চেঙ্গালপেটের ঘটনা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মদ্যপ অবস্থায় গাড়ি চালানো হচ্ছিল কিনা, দেখা হচ্ছে। চিকিৎসকদের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।

ইসিআর রাজ্য সড়কের ওপর রাত ১টা নাগাদ ঘটনাটি ঘটেছে। সে সময় রাস্তায় কিছু মানুষ ছিলেন। ওই দুর্ঘটনা দেখে তারা ছুটে যান সেখানে। এলাকায় উত্তেজনা তৈরি হয়। স্থানীয় বাসিন্দারা উদ্ধারের কাজে নেমে পড়েন।

আরও পড়ুন

এই ঘটনার জেরে যান চলাচলে প্রভাব পড়ে। স্থানীয় মানুষ দেখতে পান বিগ বস (Big Boss)-খ্যাত অভিনেত্রী যশিকা (Yashika) গাড়িতে রয়েছেন। তাদের এসইউভি-তে মোট ৩ জন ছিলেন। অভিনেত্রী গুরুতর জখম হন।

দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি

তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে বিগ বস (Big Boss)-খ্যাত অভিনেত্রী যশিকা (Yashika)-র এক বন্ধু ঘটনাস্থলেই মারা গিয়েছেন। তিনি দুমড়েমুচড়ে যাওয়া গাড়িতে আটকে পড়েছিলেন। তাঁকে বের করতে পারেননি স্থানীয় মানুষ।

তাঁদের অপেক্ষা করতে হয়েছে পুলিশ-প্রশাসন আসা পর্যন্ত। তিনি গাড়িতে যেভাবে আটকে ছিলেন, স্থানীয় মানুষের পক্ষে তাঁকে সেখান থেকে বের করতে পারা সম্ভব ছিল না। তাঁর বন্ধুর নাম ভাল্লিচেত্তি ভবানী। তাঁদের আক্ষেপ, তাঁকে বের করতে পারলে হয়তো প্রাণে বাঁচানো যেত।

পুলিশ দেহ উদ্ধার করে পাঠিয়েছে চেঙ্গলপেট হাসপাতালে। সেখানে ময়নাতদন্ত করা হবে। প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো হচ্ছিল।

তবে পুলিশ চিকিৎসকের রিপোর্ট পাওয়ার অপেক্ষা করছে। তারপর সে ব্যাপারে নিশ্চিত হতে পারবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঠিক কী হয়েছিল, তা জানার চেষ্টা করছে। বিগ বস (Big Boss)-খ্যাত অভিনেত্রী যশিকা (Yashika) এবং আহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করছে পুলিশ।

Advertisement

কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, দেখছে পুলিশ। জানা গিয়েছে, আহতরা সুস্থ হলে তাঁদের কাছে এ ব্যাপারে জানতে চাইবে পুলিশ। কে গাড়ি চালাচ্ছিলেন, তা দেখা হচ্ছে।

 

Read more!
Advertisement
Advertisement