Advertisement

Bigg Boss 19: শুরু হচ্ছে 'Bigg Boss 19', কোথায়-কখন দেখা যাবে এই শো?

Bigg Boss 19: গোটা এক বছর প্রতীক্ষা করে থাকেন দর্শকেরা কবে বিনোদনে ভরপুর বিগ বস শুরু হবে। আর কিছুঘণ্টা পরই বিগ বসের নতুন সিজন নিয়ে টেলিভিশনে ফিরছেন সলমন খান। ইতিমধ্যেই এই শো নিয়ে সব ধরনের আপডেট সামনে চলে এসেছে। আসুন দেখে নিই কবে থেকে 'বিগ বস ১৯' দেখবেন আর কোন কোন চমক অপেক্ষা করে রয়েছে সলমনের এই শোতে।

বিগ বস ১৯বিগ বস ১৯
Aajtak Bangla
  • মুম্বই,
  • 24 Aug 2025,
  • अपडेटेड 12:50 PM IST
  • গোটা এক বছর প্রতীক্ষা করে থাকেন দর্শকেরা কবে বিনোদনে ভরপুর বিগ বস শুরু হবে।

গোটা এক বছর প্রতীক্ষা করে থাকেন দর্শকেরা কবে বিনোদনে ভরপুর বিগ বস শুরু হবে। আর কিছুঘণ্টা পরই বিগ বসের নতুন সিজন নিয়ে টেলিভিশনে ফিরছেন সলমন খান। ইতিমধ্যেই এই শো নিয়ে সব ধরনের আপডেট সামনে চলে এসেছে। আসুন দেখে নিই কবে থেকে 'বিগ বস ১৯' দেখবেন আর কোন কোন চমক অপেক্ষা করে রয়েছে সলমনের এই শোতে। 

কবে থেকে দেখা যাবে
টেলিভিশনের সবচেয়ে বিতর্কিত রিয়্যালিটি শো বিগ বস ১৯-এর প্রিমিয়ার ২৪ অগাস্ট ২০২৫ থেকে শুরু হবে। এটি Colors TV ও JioHotstar-এ দেখা যাবে। 

কটার সময় দেখা যাবে 
বিগ বস ১৯ JioHotstar-এ দেখা যাবে রাত ৯টার সময়। আর এরপর Colors TV-তে এটা দেখা যাবে রাত সাড়ে দশটায়।

সলমন কোন টুইস্ট আনছে এই সিজনে
এই শোয়ের আনুষ্ঠানিক ঘোষণার পর সলমন খান এই শোয়ের নতুন টুইস্টের কথা বলেন। সল্লু মিঞা বলেন যে তিনি দীর্ঘ সময় ধরে বিগ বসের অংশ হিসাবে রয়েছেন আর বিগ বস প্রতি বছর নতুন নতুন টুইস্ট আনে তাদের গেম শোতে। আর এই বছর বিগ বস সিজন ১৯-এ বাড়ির সদস্যদের সরকার হবে। আর নতুন সিজনে বাড়ির সদস্যদের মধ্যে অশান্তি-ঝগড়া প্রথম থেকেই শুরু হবে। 

বিগ বসে কারা আসছেন
এবারের ‘বিগ বস’ সিজন ১৯ এ প্রতিযোগীদের নামও প্রকাশ্যে এসেছে। গৌরব খান্না, অমল মালিক, অভিষেক বাজাজ, মৃদুল তিওয়ারি প্রমুখ। উল্লেখ্য, সর্বভারতীয় সংবাদমাধ্যমসূত্রে জানা আগেই জানা গিয়েছিল যে, এই সিজনে সার্বিকভাবে বাজেট কমেছে। তাই একইসঙ্গে কমেছে সলমনের পারিশ্রমিক। এবারের সিজনে সঞ্চালনার জন্য ১২০-১৫০ কোটি টাকা পারিশ্রমিক পাবেন ভাইজান। এর আগে বিগ বস ১৭ ও বিগ বস ১৮-এর জন্য সলমন ২৫০ কোটি ও ২০০ কোটি টাকা পারিশ্রমিক হিসাবে নিয়েছিলেন। এবার বিগ বসের পর্বগুলি প্রথমে আসবে ওটিটি প্ল্যাটফর্মেও। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement