Advertisement

Sourav Ganguly Biopic: আগামী শীতে মুক্তি পেতে পারে সৌরভের বায়োপিক, ডিসেম্বরে শুরু শ্য়ুটিং

Sourav Ganguly Biopic: সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে উত্তেজনা এখন তুঙ্গে। বলিউডে সৌরভের বায়োপিক তৈরির খবর নিয়ে বহু আগে থেকেই জল্পনা চলছিল। গত বছর থেকে সেই জল্পনা আরও বাড়তে থাকে, যখন সৌরভ বারংবার মুম্বই উড়ে যান। অবশেষে সৌরভের বায়েপিক তৈরি হচ্ছে এবং দাদার চরিত্রে দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে (Ayushmann Khurrana)।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকসৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Oct 2023,
  • अपडेटेड 10:10 AM IST
  • সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে উত্তেজনা এখন তুঙ্গে। বলিউডে সৌরভের বায়োপিক তৈরির খবর নিয়ে বহু আগে থেকেই জল্পনা চলছিল।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে উত্তেজনা এখন তুঙ্গে। বলিউডে সৌরভের বায়োপিক তৈরির খবর নিয়ে বহু আগে থেকেই জল্পনা চলছিল। গত বছর থেকে সেই জল্পনা আরও বাড়তে থাকে, যখন সৌরভ বারংবার মুম্বই উড়ে যান। অবশেষে সৌরভের বায়েপিক তৈরি হচ্ছে এবং দাদার চরিত্রে দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে (Ayushmann Khurrana)। আর সবকিছু ঠিকঠাক ভাবে এগোলে আগামী বছরের শীতেই সৌরভের বায়েপিক বড়পর্দায় আসতে পারে বলে জানা গিয়েছে। 

তবে এখনও কোনও ধরনের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। সৌরভ গঙ্গোপাধ্যায়ও একরকম মুখে কুলুপ এঁটেছেন। তবে সূত্রের খবর, বলিউডে এই ছবি তৈরি হলেও টলিউডের বেশ কিছু অভিনেতাকে এই সিনেমায় দেখা যেতে পারে। এই ছবির শ্যুটিং শুরু হয়ে যাবে এই বছরের ডিসেম্বর থেকেই। অন্যান্য জায়গার পাশাপাশি এ রাজ্য তথা কলকাতাতেও শ্যুটিং হবে বলে জানা গিয়েছে। শোনা যাচ্ছে, সেক্ষেত্রে সৌরভের বেহালার বাড়িটিকেও শ্যুটিংয়ের কাজে লাগানো হতে পারে। চিত্রনাট্যের কাজ একেবারে শেষের পথে। শচিন তেন্ডুলকারের ইন্টারভিউও নেওয়া হয়ে গিয়েছে। 

সৌরভের সতীর্থদের ভূমিকায় দেখা যাবে অন্যান্য অভিনেতাদের। তবে সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় ও মেয়ে সানার ভূমিকায় কে অভিনয় করবেন সেই বিষয়ে একেবারেই কিছু জানা যায়নি। তবে সৌরভের বায়োপিকের সঙ্গে আয়ুষ্মান খুরানার কোনও চুক্তিপত্রে সই হয়নি। চিত্রনাট্যের কাজ শেষ হলেই শুরু হয়ে যাবে এই বায়োপিকের শ্যুটিংয়ের কাজ। সৌরভের পেশাদার ও ব্যক্তিগত জীবনকেই তুলে ধরা হবে এই ছবিতে। তবে বিতর্কিত অংশগুলি বাদ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকটি পরিচালনা করবেন পরিচালক ঐশ্বর্য রজনীকান্ত। ২০২২ সালের মে মাসে IPL চলাকালীন সৌরভ গঙ্গোপাধ্যায়ের বেহালার বাড়িতে হাজির হন ঐশ্বর্য। সেখানে তিনি নৈশভোজও করেন। রজনীকান্ত কন্যা দাদার বায়োপিক তৈরি করতে আগ্রহী, সেই সময় স্পষ্ট হয়ে গিয়েছিল। 

প্রসঙ্গত, অতীতে একাধিক ক্রীড়াবিদের বায়োপিক হয়েছে। তার মধ্যে বিরাট ছাপ ফেলেছিল মহেন্দ্র সিং ধোনির বায়োপিক 'এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি'। তাতে মুখ্য চরিত্রে ছিলেন সুশান্ত সিং রাজপুত। এ ছাড়াও মেরি কম, ভাগ মিলখা সিং, সাইনা নেহওয়ালের মতো একাধিক ক্রীড়াবিদের বায়োপিক হয়েছে। এ বার দেখার সৌরভের বায়োপিকে আয়ুষ্মান কেমন অভিনয় করেন। যদিও এখনও এই বায়োপিকের নাম ঠিক হয়নি।

Advertisement

Read more!
Advertisement
Advertisement