Bipasha Basu Birthday: আজ জন্মদিন (Birthday) অভিনেত্রী বিপাশা বসুর (Bipasha Basu)। কিন্তু জন্মদিনে বেজায় মন কষ্ট পেলেন বিপাশা। আজ তাঁর ৪৩তম জন্মদিন। তবে নিজের ৪৩-তম জন্মদিন হই হুল্লোড় করে কাটাতে পারবেন না অভিনেত্রী। করোনার (COVID) ক্রমবর্ধমান কেসের কারণে তাঁর সমস্ত পরিকল্পনা ভেস্তে গিয়েছে, তাই মন খারাপ তাঁর।
বিপাশা বসুর জন্মদিনের পরিকল্পনা বাতিল
দিন কয়েক আগেও পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হয়ে উঠেছিল। ভেবেছিলেন এবছর খানিকটা হই হুল্লোড় করে জন্মদিন কাটাবেন। কিন্তু কোথায় কী! আবার থাবা কোভিডের। করোনার নতুন রূপ ওমিক্রনও দ্রুত ছড়িয়ে পড়ছে। সতর্কতা সত্ত্বেও, অনেক বলিউড সেলিব্রিটি করোনার কোপে পড়ছেন। অগত্যা,তাঁর জন্মদিনের সমস্ত পরিকল্পনা বাতিল করতে হয় বিপাশাকে। এক সাক্ষাৎকারে বিপাশা জানান, জন্মদিন নিয়ে তাঁর অনেক পরিকল্পনাই ছিল।
বিশেষ দিনে স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে মালদ্বীপে (Maldives) যাচ্ছিলেন বিপাশা। কিন্তু কোভিড বাড়ার কারণে তিনি বাড়িতেই থাকার সিদ্ধান্ত নেন। বিপাশা বলেন, প্রতিবারই জন্মদিন নিয়ে খুব উচ্ছ্বসিত থাকেন তিনি। তবে এবার বাড়িতেই জন্মদিন পালন করবেন। বিশেষ দিনে, তিনি তাঁর বাবা-মায়ের সঙ্গে বাড়িতে থাকবেন এবং মায়ের তৈরি করা রান্নায় উপভোগ করবেন। আরও পড়ুন, আইসোলেশনে ইউভানের থেকে দূরে, কেমন দিন কাটছে শুভশ্রীর? Video রাজের
গায়ের রং নিয়ে কটূক্তি শুনতে হয়েছিল বিপাশাকে
বিপাশা বসুর কেরিয়ার শুরু হয়েছিল মডেল হিসেবে। সে সময় তাঁর বয়স ছিল মাত্র ১৭ বছর। এরপর হিন্দি সিনেমায় পা রাখেন তিনি। 'আজনবী' ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হওয়া বিপাশা বসু তার মনোমুগ্ধকর অভিনয় দিয়ে সবার মন কেড়ে নিয়েছেন। অনেক হিট ছবি উপহার দিয়েছেন অভিনেত্রী।
বিপাশাকে তাঁর ডার্ক স্কিন টোনের জন্য কটূক্তি সহ্য করতে হয়েছিল। কিন্তু এসব নিয়ে চিন্তা না করে সফলতা অর্জন করেন তিনি।