Advertisement

Alia Bhatt: Cannes-এ এখনই ডেবিউ করতে চান না আলিয়া, কেন?

Alia Bhatt: মঙ্গলবার রাত থেকেই ফ্রান্সে শুরু হয়ে গিয়েছে বহু প্রতীক্ষিত কান চলচ্চিত্র উৎসব। ইতিমধ্যেই বেশ কিছু বলিউড তারকাদের দেখা গিয়েছে কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে। বলিউড থেকে কারা এ বার কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হাঁটবেন, তা নিয়ে প্রথম থেকেই জল্পনা ছিল।

আলিয়া ভাটআলিয়া ভাট
Aajtak Bangla
  • মুম্বই,
  • 14 May 2025,
  • अपडेटेड 10:04 AM IST
  • মঙ্গলবার রাত থেকেই ফ্রান্সে শুরু হয়ে গিয়েছে বহু প্রতীক্ষিত কান চলচ্চিত্র উৎসব।

মঙ্গলবার রাত থেকেই ফ্রান্সে শুরু হয়ে গিয়েছে বহু প্রতীক্ষিত কান চলচ্চিত্র উৎসব। ইতিমধ্যেই বেশ কিছু বলিউড তারকাদের দেখা গিয়েছে কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে। বলিউড থেকে কারা এ বার কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হাঁটবেন, তা নিয়ে প্রথম থেকেই জল্পনা ছিল। তাঁদের সাজ নিয়েও ফ্যাশনপ্রেমীদের কৌতূহল তৈরি হয়েছিল। মেট গালায় নজর কাড়ার পর কানের রেড কার্পেটে ডেবিউ করার কথা ছিল বলিউডের মিষ্টি নায়িকা আলিয়া ভাটের। কিন্তু সেই পরিকল্পনা নিজেই ভেস্তে দিলেন অভিনেত্রী। 

১৪ মে কান ২০২৫-এর রেড কার্পেটে প্রথমবারের জন্য হাঁটার কথা ছিল আলিয়ার। কিন্তু সেই সুযোগ নিজেই বাতিল করলেন অভিনেত্রী। আর এর কারণ হিসাবে আলিয়া জানিয়েছেন ভারত ও পাকিস্তানের মধ্যে চলা এই অশান্তি।  কান চলচ্চিত্র উৎসবের প্রথম দিনে অন্তত তাঁকে দেখা যাবে না। তবে পরে তিনি যাবেন কি না, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভারত ও পাকিস্তানে মধ্যেকার এই উত্তপ্ত পরিস্থিতির কারণেই আলিয়া তাঁর কান-এ ডেবিউ করার সময়সূচি পিছিয়ে দিয়েছেন। এক ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী, এই টালমাটাল পরিস্থিতিতে আলিয়ার এখনই কান-এ গিয়ে রেড কার্পেটে হাঁটার সিদ্ধান্তকে ঠিক বলে মনে হয়নি। 

সূত্রের খবর, সীমান্ত এলাকার বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই আলিয়া তাঁর সিদ্ধান্ত বদল করেছে। এই গুরুত্বপূর্ণ সময়ে কান-এ যাওয়া সঠিক নয় বলেই মনে করছেন রণবীর-ঘরণী। যদিও এটা একেবারেই বলা হচ্ছে না যে এই বছর কানে আলিয়া ডেবিউ করবেন না। আলিয়া ভাটের টিম খুব কাছ থেকে সীমান্তে চলা পরিস্থিতির দিকে নজর রাখছে। যদি সবকিছু শান্ত থাকে তাহলে আলিয়া অন্য কোনও তারিখে কানের রেড কার্পেটে অংশ নেবেন। আপাতত আলিয়া এই ইভেন্টে না যাওয়ার সিদ্ধান্তই নিয়েছেন। প্রসঙ্গত, ২০২৫ সালের কান ফিল্ম ফেস্টিভ্যালে এক হেয়ার ব্র্যান্ডের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে অংশ নেওয়ার কথা ছিল আলিয়ার। 

Advertisement

আলিয়া ভাট ছাড়াও এই বছর ঐশ্বর্য রাই বচ্চন, জাহ্নবী কাপুর, পারুল গুলাটির মতো তারকারা কান-এ অংশ নেবেন। কান ফিল্ম ফেস্টিভ্যাল চলবে ১৩ মে থেকে ২৪ মে পর্যন্ত।  

Read more!
Advertisement
Advertisement