Advertisement

Tahira Kashyap: আবার স্তন ক্যান্সার তাহিরার, ৭ বছর আগের সেই কালো স্মৃতি ফিরল

Tahira Kashyap: বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ দ্বিতীয়বার ক্যান্সারে আক্রান্ত হলেন। সোমবারই তাহিরা তাঁর সোশ্যাল মিডিয়া পেজে তাঁর ক্যান্সার হওয়ার খবর জানিয়েছেন। সাত বছর আগে স্তন ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর প্রথমবার ৪২ বছর বয়সী পরিচালক ফের স্তন ক্যান্সারে আক্রান্ত হলেন।

তাহিরা কাশ্যপতাহিরা কাশ্যপ
Aajtak Bangla
  • মুম্বই,
  • 07 Apr 2025,
  • अपडेटेड 2:09 PM IST
  • বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ দ্বিতীয়বার ক্যান্সারে আক্রান্ত হলেন।

বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ দ্বিতীয়বার ক্যান্সারে আক্রান্ত হলেন। সোমবারই তাহিরা তাঁর সোশ্যাল মিডিয়া পেজে তাঁর ক্যান্সার হওয়ার খবর জানিয়েছেন। সাত বছর আগে স্তন ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর প্রথমবার ৪২ বছর বয়সী পরিচালক ফের স্তন ক্যান্সারে আক্রান্ত হলেন। আয়ুষ্মান-পত্নীর এই পোস্ট দেখে সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গিয়েছে। 

সোশ্যাল মিডিয়ায় তাহিরা তাঁর পোস্টে লেখেন, '৭ বছরের চুলকানি নাকি নিয়মিত পরীক্ষার শক্তি-এটি একটি চিন্তা। আি দ্বিতীয় বিকল্পটিকে বেছে নিয়েছিলাম। যাদের নিয়মিত ম্যামোগ্রাম করানো প্রয়োজন, তাদের জন্য আমি এটাই পরামর্শ দেব। আমার জন্য এটা ক্যান্সারের দ্বিতীয় রাউন্ড। আমি আবার আক্রান্ত। এর পাশাপাশি তাহিরা তাঁর ক্যাপশনে লেখেন, আমার এটা বলতে কোনও দ্বিধাবোধ নেই যে আরও একবার আমি স্তন ক্যান্সারে আক্রান্ত।'

 

সোশ্যাল মিডিয়ায় এই খবর চাউর হওয়ার পর সকলেই বেশ মর্মাহত। তাহিরার অনুরাগীরা এই পোস্টে কমেন্ট করে তাঁকে শক্তি জোগাচ্ছেন। প্রসঙ্গত, ২০১৮ সালে আয়ুষ্মান-পত্নী প্রথমবার স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। সেই সময়ও তাহিরা আশা না ছেড়ে নিজের বিশ্বাস ও শক্তি নিয়ে ক্যান্সারের বিরুদ্ধে লড়ে গিয়েছিলেন। কেমো থেরাপির কারণে মাথার চুলও উঠে গিয়েছিল। এরপর তিনি একদম ঠিক হয়ে গিয়েছিলেন। গত মাসেও, সোশ্যাল মিডিয়ায় তাহিরা লিখেছিলেন ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের গল্প। কেমোথেরাপির ফলে নিজের সম্পূর্ণ ন্যাড়া মাথার একটি ছবিও শেয়ার করেছিলেন তিনি।

ইনস্টাগ্রামে নিজের চিকিৎসা যাত্রার একাধিক মুহূর্ত পোস্ট করেছিলেন তিনি। তার সাহসিকতায় মুগ্ধ অনুরাগীরা পোস্টের বার্তা বাক্সে মন্তব্যে ভরিয়ে দিয়েছেন ভালবাসা আর শুভকামনায়। তাহিরা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে তাঁর ক্যান্সার ধরা পড়ার পর মা-বাবা কথা বলা বন্ধ করে দেন তাঁদের মেয়ের সঙ্গে। নিজের অসুখ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তাহিরার কথা বলা পছন্দ ছিল না তাঁর মা-বাবার। সাক্ষাৎকারে তাহিরা বলেন, আমার বাবা-মা সত্যিই আমার উপরে খুব রেগে গিয়েছিলেন। ক্যানসার ধরা পড়ার পরে মুণ্ডিত মস্তকের ছবি ভাগ করে নেওয়ার পরেই ওঁরা রেগে যান। একজন মহিলার মুণ্ডিত মস্তকের অর্থ তাঁর জীবনে সাংঘাতিক বিপর্যয় নেমে এসেছে। তাই আমি সেই ছবি পোস্ট করার পরে বাবা-মা আমার সঙ্গে কথা বন্ধ করে দিয়েছিলেন।

Advertisement

তবে সেই সব কঠিন লড়াই পেরিয়ে এসেছেন তাহিরা। পাশে পেয়েছিলেন তাঁর স্বামী আয়ুষ্মানকে। আবারও স্তন ক্যান্সারের সঙ্গে সাত বছর আগের সেই কঠিন লড়াই লড়তে হবে। প্রসঙ্গত, তাহিরার পাশাপাশি হিনা খানও স্তন ক্যান্সারে আক্রান্ত। হিনা প্রায়ই তাঁর কেমোথেরাপির কারণে শরীরে কী কী বদল হয়েছে, তার ঝলক তুলে ধরেন।  

Read more!
Advertisement
Advertisement