Advertisement

Chunky Pandey: মোটা পারিশ্রমিকে শেষকৃত্যে গিয়েছিলেন চাঙ্কি, কাঁদার অভিনয় করায় বেড়েছিল টাকার অঙ্কও

Chunky Pandey: আম্বানি পরিবারের পুজো হোক অথবা বাড়ির ছেলের বিয়ে, বলিউড তারকাদের সেখানে গিয়ে পারফর্ম্যান্স করতে সব সময়ই দেখে থাকবেন অনেকে। আসলে ব্যবসায়ী বা কোটিপতি কোনও ব্যক্তি হোক, তাঁদের পারিবারিক কোনও অনুষ্ঠানে বলিউড তারকাদের টাকার বিনিময়ে ডাকা এখন বেশ ট্রেন্ডিং হয়ে দাঁড়িয়েছে।

চাঙ্কি পাণ্ডে
Aajtak Bangla
  • মুম্বই,
  • 02 Dec 2024,
  • अपडेटेड 12:49 PM IST
  • আম্বানি পরিবারের পুজো হোক অথবা বাড়ির ছেলের বিয়ে, বলিউড তারকাদের সেখানে গিয়ে পারফর্ম্যান্স করতে সব সময়ই দেখে থাকবেন অনেকে।

আম্বানি পরিবারের পুজো হোক অথবা বাড়ির ছেলের বিয়ে, বলিউড তারকাদের সেখানে গিয়ে পারফর্ম্যান্স করতে সব সময়ই দেখে থাকবেন অনেকে। আসলে ব্যবসায়ী বা কোটিপতি কোনও ব্যক্তি হোক, তাঁদের পারিবারিক কোনও অনুষ্ঠানে বলিউড তারকাদের টাকার বিনিময়ে ডাকা এখন বেশ ট্রেন্ডিং হয়ে দাঁড়িয়েছে। তারকারাও এই ধরনের ইভেন্টে যাওয়ার জন্য বেশ মোটা টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। যদিও এই ইভেন্টগুলো বেশিরভাগ ক্ষেত্রেই বিয়ে, বার্থডে পার্ট অথবা কোনও নতুন উদ্যোগের উদ্বোধন হয়ে থাকে। কিন্তু এটা কী জানেন যে অনেকে শেষকৃত্যের সময়ও তারকাদের ডাকতে চান এবং তার জন্য টাকা খরচ করতেও প্রস্তুত থাকেন। এরকমই এক বিষয় ফাঁস করেছিলেন বলিউড অভিনেতা চাঙ্কি পাণ্ডে। যেখানে তাঁকে এক পরিবার তাঁদের বাড়ির কারোর শেষকৃত্যে যাওয়ার জন্য টাকাও দিয়েছিলেন। 

হাউসফুল অভিনেতা চাঙ্কি পাণ্ডে দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-তে এসে এরকমই অবাক করা তথ্য সকলের সামনে তুলে ধরেছিলেন। কপিল শর্মার শো-তে এসে অভিনেতা বলেন যে তিনি যে কোনও ইভেন্টে যাওয়ার জন্য প্রস্তুত থাকেন। আর এই কারণে অভিনেতা এক শেষকৃত্যের অনুষ্ঠানেও চলে গিয়েছিলেন। যার জন্য তাঁকে টাকাও দেওয়া হয়েছিল। তবে হতবাক করার মতো বিষয় হল চাঙ্কি পাণ্ডেকে যে পরিবার ডেকেছিলেন তাঁরা অভিনেতাকে দিয়ে কাঁদাতে চেয়েছিলেন আর তার জন্য মোটা টাকা দিতেও পিছুপা হননি। 

চাঙ্কি বলেন, 'যখন অভিনেতা হিসাবে আমি কেরিয়ার শুরু করেছিলাম, তখন অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য আমাদের কাছে একটাই রাস্তা ছিল তা হল ইভেন্টে যাওয়া। আমি সবসময় একটি ব্যাগ প্রস্তুত রাখতাম। যখনই কেউ আমাকে ফোন করত, আমি আমার ব্যাগটি তুলে সেই অনুষ্ঠানে উপস্থিত হতাম। সেটা বিয়ে হোক, জন্মদিন অথবা কারোর মুন্ডন সেরিমনি।' এরপর অভিনেতা আরও বলেন, 'একদিন সকালে এরকমই এক আয়োজকের কাছ থেকে ফোন পাই। তিনি জিজ্ঞেস করেন আজকে আমি কী করছি? আমি বলি যে এখন একটা শ্যুটিংয়ের জন্য বের হব। তিনি শ্যুটের লোকেশন জিজ্ঞেস করেন আমি তখন বলি ফিল্ম সিটিতে রয়েছে। তখন ওই আযোজন বলেন, ভাই রাস্তায় একটা ছোট্ট ইভেন্ট রয়েছে, ১০ মিনিটের জন্য সেখানে চলে আয়, ভাল টাকা পাওয়া যাবে। আমি তখন কিছু না ভেবেই বলি হ্যাঁ ঠিক আছে।' 

Advertisement

এরপরই অভিনেতাকে বলা হয় যে তিনি যদি আসেন তাহলে যেন সাদা পোশাক পরেই আসেন। চাঙ্কি এরপর বলেন যে তিনি বেশিকিছু না ভেবেই সাদা পোশাক পরে ইভেন্টে পৌঁছে যান। চাঙ্কি এরপর আরও বলেন, 'আমি পৌঁছে দেখি অনেকেই সাদা পোশাক পরে বাইরে দাঁড়িয়ে রয়েছেন। আমি আস্তে আস্তে ভিতরে যেতে শুরু করলাম আর অনেকেই আমার দিকে দেখছেন। অনেকে আমায় দেখে ফিসফিস করে কথাও বলছিলেন। আমি একটু অবাকই হয়ে যাই যে কী চলছে এখানে।' এরপর অভিনেতা বলেন, 'আমি যখন মৃতদেহ দেখি তখন বুঝতে পারি যে আমি কারোর শেষকৃত্যে এসেছি। আমি সেই সময় এতটাই সরল ছিলাম যে ভেবেছিলাম আমি এখানে আসতে আসেই আয়োজকই হয়তো মারা গিয়েছে। তারপর দেখি একটি কোণে দাঁড়িয়ে সেই আয়োজক, আমি তাঁকে ডাকি। সেই আয়োজক এসে বলেন স্যার চিন্তা করবেন না, আপনার প্যাকেট (টাকা) আমার কাছে রয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে বলছে যে আপনি একটু কান্নাকাটি করলে আপনাকে বেশি টাকা দেবে।'

চাঙ্কি খুব জোর দিয়েই বলেন যে এই ঘটনা সত্যিই তাঁর সঙ্গে ঘটেছিল। প্রসঙ্গত, চাঙ্কি ১৯৮৭ সালে একাধিক তারকার সিনেমা আগ হি আগ ছবির মাধ্যমে বলিফডে ডেবিউ করেন। তেজাব, আঁখে, তিরছি টোপিবালে, দে দনা দন ও হাউসফুল-এর মতো ছবিতেও তাঁর কমেডি চরিত্র সকলের মন জয় করেছে। 

      

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement