Advertisement

Ranbir Kapoor: কিশোর কুমারকে চিনতেন না আলিয়া ভাট! হাটে হাঁড়ি ভাঙলেন রণবীর

Ranbir Kapoor: দীর্ঘদিন একে-অপরকে ডেট করার পর বিয়ের পিঁড়িতে বসেছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। প্রেম থেকে বিয়ে এই সময়কালটায় রণবীর আলিয়াকে একেবারে নিজের মতো করেই গড়ে নিয়েছেন। এর আগেও আলিয়া ভাটের জেনারেল নলেজ নিয়ে অভিনেত্রীকে প্রায়ই হাসির খোরাক হতে হয়েছিল।

কিশোর কুমারকে চিনতেন না আলিয়া
সানা ফারজিন
  • মুম্বই,
  • 25 Nov 2024,
  • अपडेटेड 9:44 AM IST
  • দীর্ঘদিন একে-অপরকে ডেট করার পর বিয়ের পিঁড়িতে বসেছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট।

দীর্ঘদিন একে-অপরকে ডেট করার পর বিয়ের পিঁড়িতে বসেছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। প্রেম থেকে বিয়ে এই সময়কালটায় রণবীর আলিয়াকে একেবারে নিজের মতো করেই গড়ে নিয়েছেন। এর আগেও আলিয়া ভাটের জেনারেল নলেজ নিয়ে অভিনেত্রীকে প্রায়ই হাসির খোরাক হতে হয়েছিল। এবার খোদ আলিয়ার স্বামী তথা রণবীর কাপুর জানালেন যে আলিয়া নাকি কিশোর কুমারকে চিনতেন না। 

বলিউড সুপারস্টরদের মধ্যে অন্যতম রণবীর কাপুর। অ্যানিমাল ছবির পর থেকেই অভিনেতা তাঁর জাত চিনিয়ে দিয়েছেন। তিনি এখন ব্যস্ত রামায়ণ-এর প্রস্তুতি নিয়ে। এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে বেশ কিছু অন্য ধরনের ছবির প্রস্তাবও। সম্প্রতি রণবীর যোগ দিয়েছিলেন গোয়ার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (IFFI)-তে। যেখানে তিনি পরিচালক সঞ্জয় লীলা বনশালির সঙ্গে দ্বিতীয়বার কাজ করার ইচ্ছা জাহির করেন। শুধু তাই নয়, তাঁর দাদু ও অভিনেতা রাজ কাপুর ও মেয়ে রাহাকে নিয়েও কথা বলেন। আর এরই মাঝে রণবীর তাঁর স্ত্রী আলিয়া ভাটের এক কীর্তির কথা সবার সামনে নিয়ে আসেন। 

রণবীর বলেন, 'যখন আমার সঙ্গে আলিয়ার প্রথম আলাপ হয়েছিল তখন আলিয়া কিশোর কুমার কে তা জানত না। আমাকে জিজ্ঞেস করেছিল যে কিশোর কুমার কে। সেই সময় আমার মনে হয়েছিল যে এটা শুধু জীবনের একটা চক্র মাত্র। এই মানুষগুলোকে ভুলে যাচ্ছে অনেকে। নিজেদের উৎসকে মনে রাখা দরকার। নিজেদের সংস্কৃতি ও শিল্পের উৎস সংরক্ষণ করে রাখা প্রতিটা প্রজন্মের দায়িত্ব।' অভিনেতা আরও বলেন, 'শুধু কিশোর কুমারই নন, রাজ কাপুর সাহেব সহ এমন অনেক পরিচালক ও অভিনেতা রয়েছেন, যাঁদের আমরা সর্বদাই মনে রাখতে চাই। আর আমি ইফির কাছে কৃতজ্ঞ যে তারা এই কাজটা করছে।'

রণবীর জানান, তিনি রাজ কাপুরের একটি জীবনীচিত্রও তৈরি করার কথাও ভাবছেন। এর জন্য পরিচালক সঞ্জয় লীলা বনসালির সঙ্গে কথা বলেছেন তিনি। রাজ কাপুরের ‘শ্রী ৪২০’-ও পুনর্নিমাণ করার পরিকল্পনা রয়েছে রণবীরের। রণবীর এই অনুষ্ঠানেই জানিয়েছেন যে তিনি ডিসেম্বরে রাজ কাপুরের নামে একটি ফিল্ম ফেস্টিব্যালের আয়োজন করতে চলেছেন। রণবীরের ঝুলিতে এই মুহূর্তে রয়েছে রামায়ণ, লাভ অ্যান্ড ওয়ার, ব্রহ্মাস্ত্র পার্ট ২ ও অ্যানিমাল পার্ক-এর মতো বড় বাজেটের ছবি।   

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement