দেখতে দেখতে বলিউড অভিনেতা রণবীর সিং ৪০ বছরে পা দিলেন। আর জন্মদিন উদযাপনের আগেই করে বসলেন এক কাণ্ড। জন্মদিনের একদিন আগে অভিনেতা তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম থেকে সব পোস্ট আচমকাই উড়িয়ে দিলেন। অভিনেতার ইনস্টাগ্রামে এখন একটাও পোস্ট নজরে আসছে না। কিন্তু জন্মদিনের একদিন আগে হঠাৎ করে এরকম কাণ্ড রণবীর কেন করলেন তার কারণ জানা যায়নি। তবে বলিউড অভিনেতার এমন কাণ্ডে রীতিমতো হতবাক তাঁর ভক্ত-অনুগামীরা।
এই মুহূর্তে রণবীর তাঁর আগামী ছবি 'ধুরন্ধর' নিয়ে ব্যস্ত রয়েছেন। আর তারই মাঝে অভিনেতার সোশ্যাল মিডিয়া থেকে সব পোস্ট উড়িয়ে দেওয়ার কারণ খুঁজে পাচ্ছেন না নেটিজেনরা। সব পোস্ট সরিয়ে দেওয়ার পর রণবীর ইনস্টাগ্রামে শুধু একটি স্টোরি পোস্ট করেন। যেটি তাঁর ডিসপ্লে পিকচার হিসেবে রয়েছে, যেখানে '১২:১২' লেখা আছে, সঙ্গে দু’টি তলোয়ারের ইমোজিও রয়েছে। কিন্তু রণবীর তাঁর ইনস্টাগ্রাম থেকে কেন সব পোস্ট মুছে দিলেন আর '১২:১২' ও তলোয়ারের ইমোজির কী অর্থ, কিছুই বুঝতে পারছেন না অভিনেতার ভক্তেরা।
তবে অনেকেই অনুমান করছেন যে রণবীরের এই পদক্ষেপের পিছনে তাঁর আগামী ছবি 'ধুরন্ধর' হতে পারে, এটি তারই কোনও প্রচার কৌশল। যার ঝলক অভিনেতার জন্মদিনের দিন সামনে আসবে। ইনস্টাগ্রামে রণবীরের ৪৭ মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে এবং তাঁর প্রতিটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলে দেয়। যদিও রণবীর পোস্টে খুব বেশি কিছু প্রকাশ করেননি, তবে খবর অনুসারে, রণবীর জন্মদিনের দুপুর '১২:১২'-তে তাঁর আসন্ন ছবি 'ধুরন্ধর'-এর প্রথম লুক প্রকাশ করতে চলেছেন।
'ধুরন্ধর' ছবির পরিচালক আদিত্য ধর। রিপোর্ট অনুযায়ী, অভিনেতার ৪০তম জন্মদিনের দিন ধুরন্ধর ছবিতে অভিনেতার ফার্স্ট লুক প্রকাশ্যে নিয়ে আসার পরিকল্পনা করা হয়েছে। রণবীর নিজে কেবল ছবির প্রাথমিক দৃশ্য দেখেছেন, তবে ছবির প্রথম লুকটি সম্পূর্ণ গোপন রাখা হয়েছে। বলা হচ্ছে যে, এই লুকটি এতটাই শক্তিশালী যে, এটি সবাইকে অবাক করে দেবে। সম্প্রতি 'ধুরন্ধর' ছবির সেট থেকে একটি ভিডিয়ো ফাঁস হয়েছে, যেখানে রণবীর সিংকে সম্পূর্ণ ভিন্ন লুকে দেখা গেছে, লম্বা চুল, বিশেষ পোশাক পরে, ভ্যানিটি ভ্যান থেকে নেমে সেটের দিকে যাচ্ছেন তিনি। রণবীর ছাড়াও 'ধুরন্ধর' ছবিতে রয়েছেন সঞ্জয় দত্ত, আর মহাদেবন, অক্ষয় খান্না ও অর্জুন রামপাল।