Advertisement

Saif Ali Khan: তড়িঘড়ি হাসপাতালে ভর্তি সইফ আলি খান, কী হল?

Saif Ali Khan: চারদিকে উৎসবের মরশুমের মাঝেই সামনে এল দুঃসংবাদ। বলিউডের নবাব সইফ আলি খানকে সোমবার সকাল ৮টা নাগাদ ভর্তি করা হয় মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে। তাঁর সার্জারি হয়েছে। সইফ-পত্নী ও অভিনেত্রী করিনা কাপুর খানও হাসপাতালে রয়েছেন। সইফের সার্জারির খবর সামনে আসার পরই তাঁর ভক্তদের মধ্যে উৎকন্ঠা বেড়ে গিয়েছে।

সইফ আলি খানসইফ আলি খান
Aajtak Bangla
  • মুম্বই,
  • 22 Jan 2024,
  • अपडेटेड 4:26 PM IST
  • বলিউডের নবাব সইফ আলি খানকে সোমবার সকাল ৮টা নাগাদ ভর্তি করা হয় মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে

চারদিকে উৎসবের মরশুমের মাঝেই সামনে এল দুঃসংবাদ। বলিউডের নবাব সইফ আলি খানকে সোমবার সকাল ৮টা নাগাদ ভর্তি করা হয় মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে। তাঁর সার্জারি হয়েছে। সইফ-পত্নী ও অভিনেত্রী করিনা কাপুর খানও হাসপাতালে রয়েছেন। সইফের সার্জারির খবর সামনে আসার পরই তাঁর ভক্তদের মধ্যে উৎকন্ঠা বেড়ে গিয়েছে। তবে কী কারণে এই আঘাত, প্রকৃত কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। কোথায় চোট লেগেছে এখনও জানা যায়নি স্পষ্টভাবে।

জানা গিয়েছে, সইফ আলি খানের হাঁটু ও কাঁধে ফ্র্যাকচার হয়েছে। এই কারণে তাঁকে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়। সইফের হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে। করিনাও সইফের সঙ্গেই হাসপাতালে রয়েছেন বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, অনেকদিন ধরেই এই সার্জারি হওয়ার কথা ছিল যেটা সোমবার হল। তবে সার্জারি খুব একটা গুরুতর নয়। হাসপাতাল সূত্রের খবর, সইফ এখন সুস্থ রয়েছেন।  

তবে এই প্রথমবার নয়, এর আগেও সইফ আলি খানের চোট লেগেছ এবং শ্যুটিং সেটে আহত হয়েছেন। ২০১৬-তে রেঙ্গুন সিনেমার শ্যুটিং চলাকালীন তাঁর বুড়ো আঙুলে চোট লেগেছিল, তার পরপরই তাঁকে কোকিলাবেন হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তাঁর ছোটখাটো অস্ত্রোপচারও করা হয়। এরপর তাঁকে ছেড়ে দেওয়া হয়। কিছুদিন আগেই মা শর্মিলা ঠাকুরের সঙ্গে কফি উইথ করণ-এ দেখা গিয়েছিল সইফকে। এই শোতে শর্মিলা ঠাকুর বলেছিলেন, একবার সইফ তাঁর এক ভাইয়ের সঙ্গে তীর-ধনুক নিয়ে খেলছিলেন। এই সময় তীরের ডগা সইফের চোখে লাগে এবং তাঁর কর্নিয়ায় আহত হয়। আজও সইফের চোখে সেই দাগ স্পষ্ট।

৫৩ বছর বয়সেও সইফ আলি খান তাঁর অভিনয়ে মুগ্ধ করছেন দর্শকদের। ২০২৩ সালে আদিপুরুষ ছবিতে শেষবারের মতো দেখা গিয়েছিল অভিনেতাকে। যদিও এই সিনেমাটি সেভাবে বক্সঅফিসে হিট হয়নি। এই বছর সইফের ঝুলিতে রয়েছে বেশ কিছু ছবি। এ বছর তাঁকে অ্যাকশন-থ্রিলার তেলেগু ছবি দেবরাতে দেখা যাবে। সইফের এই ছবি ইতিমধ্যেই চর্চায় রয়েছে। এছাড়াও সইফকে দেখা যাবে গো গোয়া গন ছবিতেও। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement