Advertisement

Salman Khan: আবার খুনের হুমকি সলমানকে, বিষ্ণোই গ্যাংয়ের নাম করেই মেসেজ, এবার কী দাবি?

Salman Khan: বলিউড সুপারস্টার সলমান খানকে নিয়ে চিন্তা ক্রমশঃ বেড়েই চলেছে। গত মাসে বাবা সিদ্দিকির খুনের পর থেকেই লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং রীতিমতো অতিষ্ট করে তুলেছে সল্লু মিঞার জীবন। কিছুদিন আগেই এক যুবক লরেন্স বিষ্ণোইয়ের নাম করে সলমান খানকে হুমকি দেয়। এর সঙ্গে ওই যুবক ৫ কোটি টাকাও চায়।

সলমান খানকে ফের হুমকি
Aajtak Bangla
  • মুম্বই,
  • 05 Nov 2024,
  • अपडेटेड 10:57 AM IST
  • বলিউড সুপারস্টার সলমান খানকে নিয়ে চিন্তা ক্রমশঃ বেড়েই চলেছে।

বলিউড সুপারস্টার সলমান খানকে নিয়ে চিন্তা ক্রমশঃ বেড়েই চলেছে। গত মাসে বাবা সিদ্দিকির খুনের পর থেকেই লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং রীতিমতো অতিষ্ট করে তুলেছে সল্লু মিঞার জীবন। কিছুদিন আগেই এক যুবক লরেন্স বিষ্ণোইয়ের নাম করে সলমান খানকে হুমকি দেয়। এর সঙ্গে ওই যুবক ৫ কোটি টাকাও চায়। পুলিশ যদিও সেই যুবককে পশ্চিমবঙ্গের জামশেদপুর থেকে গ্রেফতার করেছে। আর এর রেশ কাটতে না কাটতেই ফের সলমান খানকে হুমকি দেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে। এবার ফের একই কায়দায় লরেন্স বিষ্ণোইয়ের নাম করে অভিনেতাকে হুমকি দেওয়ার পাশাপাশি পাঁচ কোটি টাকাও চাওয়া হয়েছে। যে হুমকি দিয়েছে সে নিজেকে লরেন্স বিষ্ণোইয়ের ভাই বলে দাবি করেছে। 

মুম্বই পুলিশ সূত্রে জানা গিয়েছে যে পুলিশের ট্রাফিক কন্ট্রোলে লরেন্স বিষ্ণোইয়ের নাম করে হুমকিভরা বার্তা আসে। পুলিশ জানিয়েছে যে ট্রাফিক কন্ট্রোলে আসা সেই মেসেজে যে হুমকি দিয়েছে সে নিজেকে লরেন্স বিষ্ণোইয়ের ভাই বলে দাবি করেছে। সেই হুমকিতে বলা হয়, যদি সলমান খান বেঁচে থাকতে চান তাহলে তাঁকে আমাদের মন্দিরে গিয়ে ক্ষমা চাইতে হবে অথবা ৫ কোটি টাকা দিতে হবে। এরকম না করলে সলমান খানকে প্রাণে মেরে দেব আমরা, আমাদের দল আজও সক্রিয় রয়েছে। পুলিশ এ বিষয়ে আরও বলেন যে তাদের কাছে সোমবার এই হুমকি মেসেজের বিষয়ে খবর আসে। সোমবার গভীর রাতেই ট্রাফিক কন্ট্রোলে থাকা আধিকারিকরা এই মেসেজ পড়েন। পুলিশ আপাতত এই হুমকি মেসেজ কে বা কারা পাঠিয়েছে তার খোঁজ শুরু করে দিয়েছেন। 

অক্টোবরেই সলমান খানকে একই কায়দায় হুমকি দেওয়া হয়েছিল। যার তদন্ত শুরু করে পুলিশ জামশেদপুর থেকে বছর চব্বিশের এক যুবককে গ্রেফতারও করে। পুলিশ সেই সময় জানিয়েছিল যে ধৃত যুবক সবজি বিক্রেতা। সে সম্প্রতি টিভিতে সলমান খানকে লরেন্স বিষ্ণোই হুমকি দিয়েছে সেই সংক্রান্ত খবর দেখেছিল। এরপরই তার মাথাতেও এই ধরনের টাকা চাওয়ার কুবুদ্ধি মাথায় আসে। এরপরই ধৃত যুবক মুম্বই পুলিশেক কাছে এ সংক্রান্ত মেসেজ পাঠিয়ে নিজের ফোন বন্ধ করে দেয়। 

Advertisement

এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে খুনের পর এবং সলমান খানকে লরেন্স বিষ্ণোইয়ের লাগাতার হুমকির পর অভিনেতার সুরক্ষা বাড়িয়ে দেওয়া হয়েছে। অভিনেতা এই মুহূর্তে ওয়াই প্লাস নিরাপত্তা পাচ্ছেন। তবে জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও সলমান খান কাজ থেকে বিরতি নেননি, বিগ বস সহ সিনেমার শ্যুটিং তিনি করছেন। সম্প্রতি সলমান এ আর মুরুগদাসের সিনেমা সিকন্দর ছবির শ্যুট শুরু করেছেন। এরই মাঝে অবিনেতা অজয় দেবগণের সিনেমা সিংঘম এগেইন-এ ক্যামিও চরিত্রের শ্যুটও সেরে ফেলেছে।  

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement