Advertisement

Shah Rukh Khan Birthday: শাহরুখ নামের অর্থ কী? জানুন 'কিং' খানের অজানা তথ্য

Shah Rukh Khan Birthday: প্রতি বছর ২ নভেম্বর শাহরুখ-ভক্তদের জন্য বিশেষ একটি দিন। এইদিন বলিউডের বাদশা তথা এসআরকে-এর জন্মদিন। ৬০ বছরে পা দিলেন শাহরুখ, যদিও তা দেখে বোঝার উপায় নেই। আজও তাঁর টোল পরা হাসিতে মজে আট থেকে আশি সব বয়সের মহিলারা।

শাহরুখ খানশাহরুখ খান
Aajtak Bangla
  • মুম্বই,
  • 02 Nov 2025,
  • अपडेटेड 5:11 PM IST
  • প্রতি বছর ২ নভেম্বর শাহরুখ-ভক্তদের জন্য বিশেষ একটি দিন।

প্রতি বছর ২ নভেম্বর শাহরুখ-ভক্তদের জন্য বিশেষ একটি দিন। এইদিন বলিউডের বাদশা তথা এসআরকে-এর জন্মদিন। ৬০ বছরে পা দিলেন শাহরুখ, যদিও তা দেখে বোঝার উপায় নেই। আজও তাঁর টোল পরা হাসিতে মজে আট থেকে আশি সব বয়সের মহিলারা। ২ নভেম্বর দিনটি শাহরুখের ভক্তদের জন্য কোনও উৎসবের চেয়ে কম কিছু নয়। প্রতি বছরই শাহরুখ জন্মদিনের দিন মন্নতের বারান্দায় এসে ভক্তদের দেখা দেন। এই বছরও তাঁর ভক্তরা বাড়ির সামনে ভিড় জমিয়েছেন। আজ তাঁর জন্মদিনের দিন আসুন জেনে নিই শাহরুখ নামের অর্থ এবং তার তাৎপর্য কী। 

শাহরুখ নামে অর্থ
কঠোর পরিশ্রম ও সংঘর্ষের মাধ্যমে বলিউডের সুপারস্টার অর্জন করেছেন নিজের অঢেল সম্পত্তি ও রাজত্ব। সেই অর্থে শাহরুখ নামটি একেবারে যোগ্য কারণ এই নামের প্রকৃত অর্থই হল রাজার মুখ। আর শাহরুখ খান সত্যিই তো বলিউডের কিং খান। সিরিয়াল থেকে নিজের অভিনয় জীবন শুরু করেন এসআরকে। বিশ্বের দরবারে শাহরুখ শুধু একটা নাম নয়, ব্র্যান্ডও বটে। তাঁর আগামী ছবি কিং-এর প্রথম ঝলক ইতিমধ্যে মুক্তি পেয়েছে।   

শাহরুখ আসল নাম নয়
শাহরুখ খান এমন এক অভিনেতা, যাঁকে সারা বিশ্বে সকলেই চেনেন। কিন্তু ক'জন ভক্ত জানেন তাঁর আসল নাম? শাহ রুখ খান মোটেই তাঁর নাম নয়! বিয়ের সময় নিজের নামও পাল্টে ফেলেছিলেন তিনি। জানেন কী নাম ছিল আগে তাঁর? শৈশবে তাঁর দিদা তাঁকে শাহরুখ নয়, অন্য নামে ডাকতেন। গৌরীকে বিয়ে করার সময় শাহরুখ নিজের নাম রাখেন জিতেন্দ্র কুমার টুলি। তবে তার আগেও শাহরুখের একটা নাম ছিল, আসল নাম! জানেন কী?

কিং খানের আসল নাম কী
অনুপম খের একটা শো করতেন। এর নাম ছিল 'কুছ ভি হো সক্ত হ্যায়'। শাহরুখ খান একবার এই শোতে হাজির হয়েছিলেন। এরপর অনুপম খের তাঁকে জিজ্ঞেস করেন কিং খান আবদুল রেহমান নামে কাউকে চেনেন কিনা! এর জবাবে শাহরুখ বলেন, তাঁর এই নামটি তাঁর দাদীই রেখেছিলেন। তবে শুরু থেকেই আবদুল নাম পছন্দ করতেন না অভিনেতা। এই নামের কারণে তাঁকে ঠাট্টাও করা হয়েছিল। শাহরুখ এই সাক্ষাৎকারে জানান, তাঁর বাবা পরে আবদুল থেকে বদলে শাহরুখ করেছিলেন। এই নামটিই সব জায়গায় চলত। 

Advertisement

বিয়ের জন্য নাম বদলান শাহরুখ
শাহরুখ খানকে নিয়ে বই লিখেছেন মুশতাক শেখ। এই বই অনুসারে, বিয়ের সময় শাহরুখ তাঁর নাম পরিবর্তন করে 'জিতেন্দ্র কুমার টুলি' রাখেন। আর্য সমাজের বিয়ের জন্য শাহরুখকে নাম বদলাতে হয়েছিল। শাহরুখের দাদীর মনে হয়েছিল যে কিং খান দেখতে জিতেন্দ্রের মতো, তাই তিনি এই নামটি বেছে নিয়েছেন। তিনি এই নামের সাথে ২ জনকে শ্রদ্ধা জানান। প্রথম জিতেন্দ্র এবং দ্বিতীয় রাজেন্দ্র কুমার।

Read more!
Advertisement
Advertisement