Advertisement

Varun Dhawan: ধাওয়ান পরিবারে সুখবর, বাবা হলেন বরুণ, ছেলে নাকি মেয়ে?

Varun Dhawan: খুশির জোয়ার ধাওয়ান পরিবারে। বিয়ের তিন বছর পর বাবা হলেন বরুণ ধাওয়ান। সোমবার সন্ধ্যায় স্ত্রী নাতাশা জন্ম দিলেন ফুটফুটে কন্যা সন্তানের। এই খবর নিশ্চিত করেছেন বরুণ ধাওয়ানের বাবা তথা পরিচালক ডেভিড ধাওয়ান।

বাবা হলেন বরুণ ধাওয়ানবাবা হলেন বরুণ ধাওয়ান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Jun 2024,
  • अपडेटेड 6:53 AM IST
  • খুশির জোয়ার ধাওয়ান পরিবারে।

খুশির জোয়ার ধাওয়ান পরিবারে। বিয়ের তিন বছর পর বাবা হলেন বরুণ ধাওয়ান। সোমবার সন্ধ্যায় স্ত্রী নাতাশা জন্ম দিলেন ফুটফুটে কন্যা সন্তানের। এই খবর নিশ্চিত করেছেন বরুণ ধাওয়ানের বাবা তথা পরিচালক ডেভিড ধাওয়ান। খবর সুস্থ আছেন মা ও সদ্যোজাত সন্তান। 

চলতি বছরের ফেব্রুয়ারিতে সন্তানধারনের খবর জানান বরুণ-নাতাশা। স্ত্রীকে জড়িয়ে ছবি দেন বরুণ। সেই সময় নাতাশার বেবি বাম্প স্পষ্ট ছিল। স্ত্রীকে জড়িয়ে অনাগত গর্ভস্থ সন্তানকে আদরে ভরিয়ে দিচ্ছেন হবু বাবা। সাদা-কালো সেই ছবি সকলের মন ভরিয়ে দিয়েছিল। নির্দিষ্ট সময়ে ধুমধাম করে সাধভক্ষণও হয় নাতাশার। যেখানে উপস্থিত ছিলেন শাহিদ কাপুর, মীরা রাজপুত-সহ বলিউডের একাধিক তারকা দম্পতি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়। 

সোমবার নাতাশাকে মুম্বইয়ের অভিজাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ভিড় জমিয়েছিলেন পাপারাৎজিরা। তখন থেকেই জল্পনা শুরু হয়। বেশ কিছু ক্ষণ অপেক্ষার পর হাসিমুখে হাসপাতালের বাইরে বেরিয়ে আসেন ডেভিড ধওয়ান। তাঁর সঙ্গে পরিবারের বাকিরাও। তখনই গাড়ি ঘিরে ধরে সদ্যোজাত সম্পর্কে প্রশ্ন করলে পরিচালক-প্রযোজক জানান, কন্যাসন্তান এসেছে তাঁদের পরিবারে। তিনি খুব খুশি। যদিও এই বিষয়ে নাতাশা বা বরুণ কেউই কোনও খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেননি। ঘনিষ্ঠমহল সূত্রে খবর, এই মুহূর্তে বরুণ পরিবার এবং নাতাশাকে নিয়ে ব্যস্ত। দম্পতি নিজে থেকে কবে সুখবর প্রকাশ্যে আনেন, অনুরাগীরা তার অপেক্ষায় রয়েছেন।

২০২১ সালের ২৪ জানুয়ারি দীর্ঘ ১৪ বছরের বন্ধু পোশাকশিল্পী নাতাশা দালালের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন বরুণ। দুজনের বন্ধুত্ব স্কুল জীবন থেকে। কিন্তু অনেকেই হয়তো জানেন না, শুরুতে বরুণের সঙ্গে সম্পর্কে জড়াতে রাজি ছিলেন না নাতাশা। বেশ কয়েক বার প্রেম নিবেদন করেছিলেন বরুণ। তার পর নাকি নাতাশা শেষ পর্যন্ত রাজি হন। 

Read more!
Advertisement
Advertisement