বৃহস্পতিবার ভোররাতে বলিউড অভিনেতা সইফ আলি খানের সঙ্গে ঘটে গিয়েছে ভয়াবহ ঘটনা। সইফের বান্দ্রার বাড়িতে চুরি করতে এসে তাঁর ওপর ছুরি দিয়ে ছবার হামলা চালানো হয়। রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে নিয়ে যাওয়া হয় লীলাবতী হাসপাতালে। সেখানে অস্ত্রোপচার করা হয়। কিন্তু এরপর অভিনেতা কেমন আছেন, তা জানা যাচ্ছিল না। এবার অভিনেতার হেলথ আপডেট দিলেন সইফের বোন তথা সোহা আলি খান। সইফের বোন জানিয়েছেন যে তাঁর দাদা সইফ সুস্থ হয়ে উঠছেন।
মুম্বইতে রবিবার এক ইভেন্টে গিয়ে সোহা আলি খানকে সইফ এখন কেমন আছেন জিজ্ঞাসা করা হয়। সোহা বলেন, আমরা খুবই খুশি যে দাদা সেরে উঠছে, আমরা খুবই কৃতজ্ঞ, নিজেদের আশীর্বাদ ধন্য মনে করছি এবং আর ও বড় ক্ষতি যে হয়নি তারজন্য ঈশ্বরকে ধন্যবাদ। আপনাদের সকলের শুভ কামনার জন্য ধন্যবাদ। প্রসঙ্গত, সইফ ও করিনার বান্দ্রার ১২ তলার ফ্ল্যাটে কী করে এক আততায়ী ঢুকে অভিনেতার ওপর হামলা চালালো তা নিয়ে উঠছে প্রশ্ন। এরই সঙ্গে ওই ব্যক্তির উদ্দেশ্য ও তারকাদের সুরক্ষা নিয়েও উদ্বেগ প্রকাশ শুরু হয়েছে বিভিন্ন মহলে।
বৃহস্পতিবার ভোররাত আড়াইটের সময় সইফের ওপর এই হামলার ঘটনা ঘটার পর তাঁকে লীলাবতী হাসপাতালে নিয়ে যান অভিনেতার বড়ছেলে ইব্রাহিম। সেখানে ৫৪ বছর বয়সী অভিনেতার এর্মাজেন্সি সার্জারি হয়। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন যে সইফ দ্রুত সুস্থ হয়ে উঠছেন এবং তাঁকে হয়তো খুব শীঘ্রই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। রবিবারই সইফকে দেখতে হাসপাতালে যায় অভিনেতার দুই পুত্র জেহ ও তৈমুর। সঙ্গে ছিলেন মা করিনা কাপুর।
এদিনই মুম্বই পুলিশের হাতে গ্রেফতার হন সইফের হামলাকারী মহম্মদ শরিফুল ইসলাম শেহজাদ। মুম্বই পুলিশ সন্দেহ করছে ধৃত বাংলাদেশী নাগরিক, যে ভারতে অনুপ্রবেশ করেছে এবং নিজের নাম বদলে বিজয় দাস করেছে। পুলিশের দাবি, ধৃত সইফের বাড়িতে চুরির উদ্দেশ্যেই গিয়েছিল এবং জানত না যে এটা বলিউড অভিনেতার বাড়ি।