Advertisement

Deepika Padukone: ১ বছরে পা দিল দীপিকা-কন্যা দুয়া, জন্মদিনে কেক বানালেন নায়িকা

Deepika Padukone: দেখতে দেখতে ১ বছরে পা দিল দীপিকা ও রণবীর সিংয়ের মেয়ে দুয়া। এই বছর ৮ সেপ্টেম্বর, মঙ্গলবার ছিল দীপিকা-কন্যার ১ বছরের জন্মদিন। মেয়েকে এখনও সকলের সামনে নিয়ে আসেননি এই তারকা দম্পতি। তবে কন্যার জন্মদিনে বিশেষ কিছু করবেন না নায়িকা তা কী করে হয়।

দীপিকা পাড়ুকোনদীপিকা পাড়ুকোন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Sep 2025,
  • अपडेटेड 1:35 PM IST
  • দেখতে দেখতে ১ বছরে পা দিল দীপিকা ও রণবীর সিংয়ের মেয়ে দুয়া।

দেখতে দেখতে ১ বছরে পা দিল দীপিকা ও রণবীর সিংয়ের মেয়ে দুয়া। এই বছর ৮ সেপ্টেম্বর, মঙ্গলবার ছিল দীপিকা-কন্যার ১ বছরের জন্মদিন। মেয়েকে এখনও সকলের সামনে নিয়ে আসেননি এই তারকা দম্পতি। তবে কন্যার জন্মদিনে বিশেষ কিছু করবেন না নায়িকা তা কী করে হয়। দুয়ার জন্য নিজের হাতে চকোলেট কেক বেক করলেন দীপিকা। সোশ্যাল মিডিয়াতে সেই ছবিও শেয়ার করেন বলিউড নায়িকা। 

মেয়ের জন্মদিনে দীপিকা দুয়ার জন্য চকোলেট কেক তৈরি করেন। দীপিকা জানিয়েছেন মেয়ের ১ বছরের জন্মদিনে নিজের হাতে কেক বেক করাটাই তাঁর মেয়ের প্রতি লাভ ল্যাঙ্গুয়েজ। লোভনীয় চকোলেট কেক আর তার ওপরে একটি মোমবাতি রাখা। কেকটি কাটা হয়েছে তা বোঝা যাচ্ছে। দুয়ার জন্মদিনে এলাহি কোনও আয়োজন নয়, বরং ঘরোয়া ভাবে পালন করা হয়েছে। মা হওয়ার পর দীপিকার জীবনে এসেছে আমূল পরিবর্তন। তাঁর সবটাই এখন মেয়েকে ঘিরে। তবে এখনও মেয়েকে সামনে নিয়ে আসেননি দীপিকা ও রণবীর।

 

গত বছর গণেশ উৎসবের পরের দিনই মেয়ে দুয়ার জন্মের খবর দেন দীপিকা পাড়ুকোন। তবে মেয়ের মুখ সামনে নিয়ে আসেননি। অন্য তারকা দম্পতির মতো দীপিকা ও রণবীরও মেয়ে দুয়ার মুখ আড়ালে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তার পর দীপাবলির সময়ে, মেয়ের ছোট্ট দুটি পায়ের ছবি দিয়ে খুদের নাম প্রকাশ্যে আনেন অভিনেত্রী। যদিও কিছুদিন আগে দীপিকার কোলে বসে থাকা একটি ছোট্ট মেয়ের ভিডিও ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়। বিনা অনুমতিতে ছবি তোলায় ভীষণ রেগে গিয়েছিলেন অভিনেত্রী। তবে নায়িকার কোলে বসে থাকা ছোট্ট মেয়েটি দুয়া কিনা সেই বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। 

সম্প্রতি সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘স্পিরিট’ ছবি ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন দীপিকা। দীপিকার ৮ ঘন্টা কাজের দাবি মানতে নারাজ ছিলেন পরিচালক। পরবর্তী সময়ে এই বিষয়টি নিয়ে উত্তাল হয়েছিল গোটা ইন্ডাস্ট্রি। আগামী দিনে শাহরুখ খানের ‘কিং’ ছবিতে হয়তো দীপিকা পাড়ুকোনকে অভিনয় করতে দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement