শুক্রবারই দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং গিয়েছিলেন সিদ্ধিবিনায়ক মন্দিরে সন্তানের জন্য আশীর্বাদ নিতে। শনিবারই মুম্বইয়ের হাসপাতালে ভর্তি হলেন দীপিকা। এদিন সকালে মা উজ্জ্বলা পাড়ুকোনের সঙ্গে হাসপাতালে আসেন দীপিকা। সেই সময় পাপারাৎজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে দীপিকার বিলাসবহুল কালো গাড়ি।
শনিবার দীপিকাকে তাঁর মায়ের সঙ্গে বিকেল ৫টা নাগাদ রিল্যায়েন্স ফাউন্ডেশনের হাসপাতালে ঢুকতে দেখা গিয়েছে। দীপিকা চলতি মাসেই সন্তানের জন্ম দেবেন বলে জানা গিয়েছিল। সম্প্রতি দীপিকাকে সিদ্ধিবিনায়ক মন্দিরেও দর্শনের জন্য আসতে দেখা যায়। দীপিকার সঙ্গে ছিলেন তাঁর স্বামী রণবীর ও গোটা পরিবার। সবুজ রঙের বেনারসী শাড়িতে অভিনেত্রীর দিক থেকে চোখ ফেরানো যাচ্ছিল না। হাসপাতালে ভর্তি হওয়ার আগের দিনই তিনি গণপতি বাপ্পার থেকে আশীর্বাদ নিয়ে আসেন।
মন্দিরে যাওয়ার রাস্তায় হাতজোড় করে প্রণাম করলেন হাজির সাধারণ মানুষজনদের। বোঝাই যাচ্ছে, এখন আর সাজগোজের ‘এনার্জি’ নেই, গলা-হাত খালি, শুধু কানে দুল পরেছেন, চুল চুড়ো করে বাঁধা, মেক-আপের বাহুল্য-ও নেই। রণবীর ডন ৩-র কাজ ফেলে আপাতত মুম্বইতে, স্ত্রীর কাছে, স্ত্রীকে যত্নে আগলে রাখতে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তারকা দম্পতি জানিয়েছিলেন, তাঁরা মা-বাবা হতে চলেছেন। সেই দিনটা প্রায় এসেই গেল।
তবে এটা শুধুই রুটিন চেকআপ নাকি হাসপাতালে ভর্তি হলেন দীপিকা সেটা এখনও জানা যায়নি। ঠিক কবে অভিনেত্রীর কোলে আসছে প্রথম সন্তান? জানা গিয়েছে, ২৮ সেপ্টেম্বর মা হবেন দীপিকা। তবে ডেট এগিয়ে এসেছে কিনা তা জানা যায়নি। প্রথম দিকে শোনা গিয়েছিল, সন্তান জন্ম দেওয়ার আগেই দীপিকা ও রণবীর পৌঁছবেন লন্ডনে। সেখানেই এক হাসপাতালে সন্তানের জন্ম দেবেন অভিনেত্রী। জানা যাচ্ছে, বেশ কিছু দিন মাতৃত্বকালীন ছুটিতে থাকবেন দীপিকা। ২০২৫-এ মার্চ থেকে ফের কাজ শুরু করবেন ।