কঙ্গনা রানাউতের সিনেমা এমার্জেন্সি-র জন্য বহুদিন ধরে অপেক্ষা করছেন ভক্তরা। আগামী ১৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে এই সিনেমা। আর তারই মাঝে এল দুঃসংবাদ। বাংলাদেশে কঙ্গনার এমার্জেন্সি-র মুক্তির ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। ওপার বাংলায় মুক্তি পাবে না এই সিনেমা। এই খবর সামনে আসার পরই বি-টাউনে হইচই পড়ে গিয়েছে। ১৯৭৫ সালে ভারতে জরুরি অবস্থা জারি হওয়ার ওপর তৈরি হয়েছে এই এমার্জেন্সি সিনেমাটি। সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশে জরুরি অবস্থার ঘোষণা করেছিলেন।
‘এমার্জেন্সি’ সিনেমায় দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কংগ্রেস নেত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করেছেন কঙ্গনা। সাতের দশকের উত্তাল সময়ের প্রেক্ষাপটেই সাজানো চিত্রনাট্য। এক সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, বাংলাদেশে এর্মাজেন্সির স্ক্রিনিং আটকানোর পিছনে রয়েছে ভারত ও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। সূত্রের দাবি, এই সিদ্ধান্তের সঙ্গে ছবিটির ‘কনটেন্টে’র সঙ্গে কোনও সম্পর্ক নেই। মূলত দুই দেশের রাজনৈতিক অস্থিরতার কারণেই এমন সিদ্ধান্ত নিচ্ছে মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার।
প্রসঙ্গত, ইন্দিরা গান্ধীর সঙ্গে বাংলাদেশের জন্মের সম্পর্ক অনস্বীকার্য। মার্কিন চোখরাঙানি এড়িয়ে সেই সময় মুক্তিযোদ্ধাদের পাশে ভারতীয় সেনা না দাঁড়ালে তৎকালীন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের হাত থেকে নিজেদের মুক্ত করতে পারত না। সেই ইন্দিরাকেই রুপোলি পর্দায় ফুটিয়েছেন কঙ্গনা। কিন্তু ছবি দেখা যাবে না প্রতিবেশী দেশে। শেখ মুজিবর রহমানকে বাংলাদেশের জনক বলা হয়। তিনি ইন্দিরা গান্ধীকে দেবী দুর্গা বলতেন। এই সিনেমায় শেখ মুজিবর রহমানকে বাংলাদেশী দুষ্কৃতিদের হাতে খুন হওয়ার ঘটনাকেও তুলে ধরা হয়েছে। আর এইসব কারণের জন্যই বাংলাদেশে এর্মাজেন্সি মুক্তির ওপর ব্যান ঘোষণা করা হয়।
কঙ্গনা রানাউতের এই সিনেমা ১৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে। এই ছবিতে ভারতীয় ইতিহাসের বড় অংশ দেখানো হয়েছে, যার ফলে দর্শকদের মধ্যে এটা নিয়ে বেশ কৌতুহল আছে। প্রসঙ্গত, বাংলাদেশ-ভারতের মধ্যে তিক্ত সম্পর্কের কারণেই সাংস্কৃতিক আদান-প্রদান এই সময় বন্ধ রাখা হয়েছে। ওপার বাংলায় বেশ কিছু ভারতীয় ছবি মুক্তিও পায়নি। পুষ্পা ২ ও ভুল ভুলাইয়া ৩-এর মুক্তিও আটকানো হয়েছিল। আর এখন কঙ্গনার এর্মাজেন্সি।
সদ্যই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। জয়প্রকাশ নারায়ণের ভূমিকায় অনুপম খের, যুব অটল বিহারি বাজপেয়ীর চরিত্রে শ্রেয়স তলপড়ে, ফিল্ড মার্শাল স্যাম মানেকশর চরিত্রে মিলিন্দ সোমানকে দেখা যাবে। কঙ্গনার ‘এমার্জেন্সি’তে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মহিমা চৌধুরী এবং সতীশ কৌশিকও। গত শনিবার নাগপুরে ‘এমার্জেন্সি’ ছবির প্রিমিয়ার হয়। ছবি দেখে মুগ্ধ নীতীন গড়করি।