বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে মা হতে চলেছেন সেই খবর আগেই পাওয়া গিয়েছিল। কিন্তু তিনি যে সন্তানের জন্ম ইতিমধ্যেই দিয়ে ফেলেছেন সেই খবর কিছুদিনের জন্য আড়ালেই রেখেছিলেন। বিয়ের ১২ বছর পর রাধিকা মা হলেন। তবে তাঁর সন্তান জন্মের খবরটা একেবারেই অন্যভাবে দিলেন অভিনেত্রী। একটি ছবি পোস্ট করেন রাধিকা, যেখানে তাঁর সামনে রয়েছে ল্যাপটপ আর কোলে সদ্যোজাত। একরত্তিকে নিয়েই কাজে ফেরার কথা ও সন্তান জন্মের কথা একই সঙ্গে জানিয়ে দিলেন।
রাধিকা এই খবর তাঁর সন্তান জন্মের এক সপ্তাহ পরে সকলের সঙ্গে শেয়ার করেন। রাধিকা এদিন যে ছবি পোস্ট করেছেন, সেখানে দেখা গিয়েছে অভিনেত্রী পরে রয়েছেন কালো রঙের ফুলস্লিভ টি-শার্ট আর কোলে রয়েছে একরত্তি, যার পরনে সবুজ রঙের শীত পোশাক। অভিনেত্রীর মুখভরা হাসি। রাধিকা একরত্তির স্তন্যপান করার এই ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, সন্তান জন্মের পর প্রথম কাজের মিটিং। এক সপ্তাহ বয়স হয়ে গেল আমার সন্তানের। এরপরই রাধিকা যে হ্যাশট্যাগ ব্যবহার করেছেন সেখান থেকেই জানা গিয়েছে যে তিনি কন্যা সন্তানের মা হয়েছেন।
অভিনেত্রীর মুখে ক্লান্তির ছাপ একেবারে স্পষ্ট। এই খবর সামনে আসার পরই ভক্তরা অভিনেত্রীকে শুভেচ্ছা জানাতে শুরু করেন। উল্লেখ্য, মা হওয়ার খবরও এরকমই নাটকীয়ভাবে দিয়েছিলেন রাধিকা আপ্তে। অক্টোবরে বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে আচমকাই হাজির হন বেবিবাম্প নিয়ে। তখনই জানা যায়, প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন অভিনেত্রী ও তাঁর স্বামী। রাধিকা যদিও তাঁর প্রেগন্যান্সির খবর খুব সিক্রেট রেখেছিলেন।
২০১১ সালে ব্রিটিশ সঙ্গীতশিল্পী এবং সুরকার বেনেডিক্ট টেলরের সঙ্গে লন্ডনে লিভ-ইন শুরু করেন রাধিকা। পরের বছর জানা যায়, আইনি বিয়ে সেরেছেন তাঁরা। আর বিয়ের ১২ বছর পর কোলে এল তাঁদের প্রথম সন্তান। শেষ রাধিকা আপ্তেকে সম্প্রতি শ্রীরাম রাঘবন পরিচালিত এবং ক্যাটরিনা কাইফ এবং বিজয় সেতুপতি অভিনীত মেরি ক্রিসমাস-এ একটি ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে। এছাড়াও রাধিকাকে দেখা গিয়েছে অর্পণা সেন ও রাহুল বোসের সঙ্গে অন্তহীন ছবিতে। এছাড়াও বেশ কিছু বাংলা ছবিতে কাজ করেন রাধিকা।