২০২০ সালে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনায় গোটা দেশে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। মুম্বইয়ের ভাড়া বাড়ি থেকে অভিনেতার ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার পর বি-টাউনে রীতিমতো শোরগোল পড়ে। ঘটনার তদন্তের দায়িত্ব পড়ে সিবিআইয়ের ওপর। প্রায় ৫ বছর ধরে সিবিআই সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত করার পর এই মামলা অবশেষে বন্ধ করল সিবিআই। এরই সঙ্গে অভিনেত্রী রিয়া চক্রবর্তীকেও এই মামলা থেকে ক্লিনচিট দেওয়া হয়েছে। সিবিআই শনিবার এই রিপোর্ট জমা দিয়ে জানিয়েছে যে রিয়ার বিরুদ্ধে কোনও প্রমাণ পাওয়া যায়নি, যেখানে এটা প্রমাণিত হয় যে সুশান্তকে আত্মহত্যার জন্য রিয়া প্ররোচনা দিয়েছিলেন।
সুশান্ত সিংয়ের মৃত্যুকে আত্মহত্যা বলে এই মামলার ক্লোজ রিপোর্ট আদালতে দায়ের করা হয়েছে। রিয়ার আইনজীবী সতীশ মানশিন্ডে সিবিআইয়ের রিপোর্ট ও তাদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। আজতক-এর সঙ্গে এই নিয়ে কথা বলতে গিয়ে আইনজীবী তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন। রিয়ার আইনজীবী বলেন, রিয়াকে ক্লিনচিট আমি প্রথমদিন থেকেই দিয়ে এসেছি, কারণ সুশান্তের মৃত্যু আত্মহত্যা। এর মধ্যে রিয়ার কোনও যোগসূত্র নেই। সুশান্তের বাড়ি থেকে রিয়া ৬ দিন আগেই চলে এসেছিলেন। আর তারপর তিনি সুশান্তের সঙ্গে কোনও যোগাযোগ রাখেননি।
অভিনেত্রীর আইনজীবী আরও বলেন, আমি জানি না কোন পরিপ্রেক্ষিতে রিয়াকে এই মামলার মধ্যে টেনে আনা হয়েছিল। মানুষ যে সমস্ত গুজব ছড়াচ্ছিল তা আজ সিবিআইয়ের রিপোর্টে সম্পূর্ণ ভুল বলে প্রমাণিত হয়েছে। রিয়া চক্রবর্তী প্রথম দিন থেকেই নির্দোষ ছিলেন। এই কারণেই তিনি বাঘের মতো এই মামলা লড়েছেন। আমি তাকে বেঙ্গল টাইগার বলে ডাকতাম। এত কিছু সহ্য করার জন্য রিয়াকে আমি স্যালুট জানাই। তাকে ২৭ দিনের জন্য জেলে যেতে হয়েছিল। আমি প্রথম দিন থেকেই জানতাম যে সত্যের জয় হবে। এদিকে, রিয়ার আইনজীবী সতীশ মানেশিন্ডে শনিবার তার বিবৃতিতে বলেন, আমরা সিবিআইয়ের কাছে কৃতজ্ঞ যে তারা প্রতিটি দিক থেকে এই মামলাটি গভীরভাবে তদন্ত করেছে এবং তারপরই মামলাটি বন্ধ করেছে।
সিবিআই তাদের রিপোর্ট মুম্বইয়ের বিশেষ আদালতে পেশ করেছে। এখন আদালত এই রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেবে যে এই রিপোর্টকে মান্যতা দেবে নাকি আবারও তদন্তের নির্দেশ দেবে। প্রসঙ্গত, অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে জট যেন কাটছিলই না। ২০২০ সালের ১৪ জুন অভিনেতার মৃত্যু নিয়ে তোলপাড়া হয় গোটা দেশ। সেই ঘটনার পর প্রায় পাঁচ বছর কেটে গিয়েছে। আত্মহত্যা নয়, সুশান্তকে খুন করা হয় বলেই অভিযোগ জানান অভিনেতার বাবা। সেই ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন সুশান্তের প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সেই সময় হাজতবাসও হয় রিয়া ও তাঁর ভাইয়ের। তবে এমন একটা কঠিন সময় ধৈর্য ধরে নীরব থাকার জন্য ও এমন অমানুষিক যন্ত্রণা সহ্য করার জন্য রিয়ার পরিবারকে কুর্নিশ জানান অভিনেত্রীর আইনজীবী।