মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের ব্রেকআপ নিয়ে তোলপাড় টিনসেল টাউন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া। শুক্রবার থেকেই শোনা যাচ্ছিল যে মালাইকা-অর্জুনের নাকি ব্রেকআপ হয়ে গিয়েছে। যদিও এই নিয়ে মুখে কুলুপ দিয়েছিলেন লাভবার্ডস। এতদিনের প্রেমের সম্পর্কের ইতি, এই খবর চাউর হতেই অনেকেই অবাক হয়েছিলেন। তবে আসল সত্যিটা সামনে এল। মালাইকা-অর্জুনের ঘনিষ্ট মহলের দাবি, এগুলো সবই গুজব। তাঁর গত ৬ বছর ধরে চুটিয়ে ডেট করছেন।
মালাইকা ও অর্জুনের ব্রেকআপ প্রসঙ্গে মালাইকার ম্যানেজার বলেন, না, না, সব গুজব। প্রসঙ্গত, ২০১৮ সাল থেকে অর্জুন ও মালাইকা ডেট করতে শুরু করেন এবং তাঁদের সম্পর্ককে অফিসিয়াল করেন ২০১৯ সালে। ৩১ মে, শুক্রবার এক সংবাদ সংস্থার রিপোর্ট মারফৎ জানা যায় যে অর্জুন ও মালাইকা শান্তিপূর্ণভাবে নিজেদের পথ আলাদা করে নিয়েছেন। ওই সংবাদ সংস্থাকে এক সূত্র জানায় যে অর্জুনকে দেখে মনে হচ্ছে তাঁদের ব্রেকআপ হয়েছে। মালাইকার সঙ্গে অর্জুন বহু বছর ধরে ডেট করছেন। তবে এই ব্রেকআপ খুব শান্তিপূর্ণভাবে, একে-অপরের প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে হয়েছে। পথ আলাদা হলেও একে অপরের জন্য সেই সম্মানটুকু বাঁচিয়ে রেখেছেন।
অপরদিকে, পিঙ্কভিলার রিপোর্টেও দাবি করা হয়েছিল যে মালাইকা-অর্জুনের ব্রেকআপ হয়ে গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, অর্জুন আর মালাইকার মধ্যে একটা স্পেশ্যাল সম্পর্ক ছিল। এখনও তাঁরা একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা বজায় রাখতে চান। একে অপরের প্রতি শ্রদ্ধাশীল। ওঁরা দুজনেই সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এই বিষয়ে কোনও চর্চা চান না। একান্ত ব্যক্তিগত জায়গাতেই সম্পর্কের ভাঙনের বিষয়টাকে রাখতে চান। তৃতীয় কোনও ব্যক্তি তাঁদের ব্যক্তিগতজীবনে হস্তক্ষেপ করুক সেটা একেবারে চাইছেন না।' সূত্রের আরও খবর, 'ওঁদের সম্পর্কটা খুব ভালো ছিল। হঠাৎ করেই ভেঙে গেল। ওঁরা এখনও দুজন দুজনকে সম্মান করেন। একে অপরের পিলার। এই কয়েক বছর ধরেই তাঁরা সম্পর্কটাকে সুন্দরভাবে বহন করে নিয়ে এসেছেন। পথ আলাদা হলেও একে অপরের জন্য সেই সম্মানটুকু বাঁচিয়ে রেখেছেন। সিরিয়াস সম্পর্কে ছিলেন দুজনে। ওঁরাও চান এই মুহূর্তে কেউ যান তাঁদের কোনওভাবে বিরক্ত না করেন। ওঁদের একটু সময় দরকার।'
তবে এটাই প্রথম নয়, এর আগেও মালাইকা-অর্জুনের ব্রেকআপ শিরোনামে এসেছিল। ২০২২ সালের গোড়ার দিকে একই ধরনের খবরে শোরগোল পড়ে গিয়েছিল। পরে অর্জুন নিজেই তাঁর ও মালাইকার ছবি পোস্ট করে জানান যে তাঁদের ব্রেকআপের খবর মিথ্যে। এবারও কি সেরকম কোনও পোস্ট বা ছবি অর্জুন-মালাইকার পক্ষ থেকে আসবে, তারই অপেক্ষায় ভক্তেরা।