কলকাতায় ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর ট্রেলার মুক্তিতে বাধা। পরিচালক বিবেক অগ্নিহোত্রী আগেই জানিয়ে ছিলেন যে তিনি নিজের পরবর্তী ছবি দ্য বেঙ্গল ফাইলস-এর ট্রেলার কলকাতায় লঞ্চ করবেন। শনিবার শহরের এক পাঁচতারা হোটেলে ছিল সেই ছবির ট্রেলার লঞ্চ। কিন্তু তার আগেই বিপত্তি। অনুষ্ঠান শুরু হওয়ার পরই হোটেল কর্তৃপক্ষ জানিয়ে দেন এই ছবির ট্রেলার দেখানো যাবে না। প্রসঙ্গত, ছবির ট্রেলার লঞ্চের জন্যই কলকাতায় এসেছিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী ও তাঁর স্ত্রী পল্লবী যোশী।
বিবেক অগ্নিহোত্রী মঞ্চেই অভিযোগ জানান যে তাঁকে এই ট্রেলার লঞ্চ করতে বাধা দেওয়া হয়েছে। তিনি বলেন, কেন আমায় বাধা দেওয়া হচ্ছে বুঝতে পারছি না। কোনও কারণই খুঁজে পাচ্ছি না। এর আগে মাল্টিপ্লেক্সে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। পরিচালকের দাবি, রাজনৈতিক বাধার কারণে তা করা যায়নি। অনুষ্ঠানেক জায়গা পরিবর্তিত হয়ে ঠিক হয় পাঁচতারা হোটেলে। কে বাধা দিচ্ছেন পরিচালককে? এই প্রশ্নের উত্তরে বিবেক অগ্নিহোত্রী জানান, সকলেই জানেন যে এ রাজ্যে কারা সবচেয়ে ক্ষমতাশালী। হোটেল কর্তৃপক্ষ পরিচালককে জানিয়েছে যে এই ছবির ট্রেলার এখানে দেখানো যাবে না। বেশ কিছু দিনের টালবাহানার পর অবশেষে চালানো হয়েছে ছির ট্রেলার। কিন্তু তারপরেও বাধা। প্রদর্শন কক্ষে বিস্তর ঝামেলা। হোটেল কর্তৃপক্ষকে প্রশ্ন করা হলে কোনও উত্তরই পাওয়া যায়নি।
‘দ্য বেঙ্গল ফাইলস’-এ বিবেক তুলে ধরবেন স্বাধীনতা-উত্তর বাংলার রাজনৈতিক স্বৈরাচারের কাহিনি। তবে এই ছবিটি যাতে এ রাজ্যে প্রদর্শিত না হয়, তার জন্য প্রশাসন ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছে। বিবেক রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছবি তৈরি করে রাজ্য সরকারের ভাবমূর্তিতে আঘাত করতে চাইছেন, এই অভিযোগে তাঁর বিরুদ্ধে একাধিক এফআইআর করা হয়েছে প্রশাসনের তরফে। তবে সুপ্রিম কোর্ট সেই মামলায় স্থগিতাদেশ দিয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর এই ছবি মুক্তি পাবে।