আট থেকে আশি যাঁর টোল পড়া হাসিতে ক্রাশ খায়, যিনি তাঁর বাহুডোর খুলে দিলে পাগল হয়ে যান মেয়েরা, সেই শাহরুখ খান দীর্ঘ ৩৩ বছর অপেক্ষার পর তাঁর হাতে উঠল জাতীয় পুরস্কার। ৩৩ বছরের কেরিয়ারে শাহরুখ এই প্রথমবার পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। জওয়ান সিনেমার জন্য তাঁকে সেরা অভিনেতার পুরস্কার দেওয়া হল। দিওয়ানা, ডর, বাজিগর, মায়া, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, মাই নেম ইজ খন, ফ্যান, স্বদেশ, কুছ কুছ হোতা হ্যয়, জিরো থেকে পাঠান, জওয়ান...গত তিন দশক ধরে বলিউডে রাজ করছেন বি-টাউনের বাদশা। গোটা দেশ যখন শাহরুখের এই কীর্তিতে গর্বিত, তখন SRK নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ ভিডিও পোস্ট করেন। যেখানে তিনি জাতীয় পুরস্কারের বিচারক, সরকার, নিজের টিম, পরিবার এবং ভক্ত-অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন।
শাহরুখ খান এই ভিডিওতে জানিয়েছেন যে তিনি কতটা কৃতজ্ঞ, গর্বিত তা নতুন করে বলার কিছুই নেই। কিং খান বলেন, জাতীয় পুরস্কারে সম্মানিত হওয়া এমন এক মুহূর্ত, যা সারাজীবন ধরে আমি মাথায় করে রাখব। বিচারক, চেয়ারম্যান, সূচনা ও তথ্য ও সম্প্রচার মন্ত্রক ও আর অন্যান্যদের ধন্যবাদ জানাই যাঁরা ভেবেছেন আমি এই পুরস্কারের যোগ্য। আমি আমার পরিচালক ও লেখকদের কাছেও কৃতজ্ঞ, বিশেষ করে ২০২২ সালের জন্য। এরপর শাহরুখ জওয়ান সিনেমার পরিচালক অ্যাটলি ও তাঁর পুরো টিমকেও ধন্যবাদ জানান, যাঁরা শাহরুখকে সুযোগ দিয়েছেন এই ছবিতে কাজ করার। প্রসঙ্গত, শাহরুখ এই ছবির জন্যই জাতীয় পুরস্কার পেয়েছেন।
নিজের টিম ও ম্যানেজমেন্টকে ধন্যবাদ দেওয়ার পর শাহরুখ তাঁর স্ত্রী গৌরী ও তিন সন্তানদের উদ্দেশ্যে বলেন, আমার স্ত্রী ও সন্তানো, বেশ কিছু বছর ধরে আমায় এত ভালোবাসা ও যত্ন নিচ্ছে, যেন আমি বাড়ির কোনও শিশু। ওঁরা সকলেই আমার জন্য সেরাটা চায়। ওঁরা জানে সিনেমার প্রতি আমার এই অদ্যম টান, আমায় তাঁদের থেকে দূরে নিয়ে যাচ্ছে, কিন্তু আমার পরিবার সবকিছু হাসিমুখে মেনে নিয়ে আমায় সময় দেয়, তার জন্য আমি তাঁদেরকে ধন্যবাদ জানাতে চাই। নিজের এই দীর্ঘ ভিডিওতে শাহরুখ জানিয়েছেন যে জাতীয় পুরস্কার তাঁর কাছে শুধুই একটা উপলব্ধি নয়, এটা আমাকে এটা মনে করাবে আমি যে কাজটা করছি তা অবশ্যই গুরুত্ব পাচ্ছে। এই ভিডিওর শেষে শাহরুখ বলেন, আমি আমার বাহুডোর খুলে আমার ভালোবাসা আপনাদের জন্য দেখাতে চাই কিন্তু এই সময় পারছি না। কিন্তু কোনও ব্যাপার নয়, পপকর্ন প্রস্তুত রাখুন আমি শীঘ্রই সিনেমাহলে ফিরছি। ততক্ষণে অর্ধেক আলিঙ্গন আপনাদের জন্য।
কিছুদিন আগেই কিং ছবির শ্যুটিং সেটে হাতে চোট পান শাহরুখ। হাতে ব্যান্ডেজ নিয়েই এই ভিডিওটি করেন তিনি। শাহরুখ খানের সাফল্য আকাশছোঁয়া। তা পাননি তিনি! সুপারহিট সব ছবি, অগাধ টাকা, নাম-যশ-খ্যাতি, অনুরাগীদের চোখের মণি হয়ে থাকা— তবুও জাতীয় পুরস্কার না পাওয়ার অতৃপ্তি ছিল ষোলআনা। সেই আফসোস অবশেষে মিটল। ‘জওয়ান’ ছবিতে দ্বৈত চরিত্রে শাহরুখের বিস্ফোরক অভিনয় নজর কেড়েছিল সমালোচকদের। এবার সেই ছবিই এনে দিল জীবনের প্রথম জাতীয় পুরস্কার। জিরো’র পর মাঝে শাহরুখ দীর্ঘ বিরতি নিয়েছিলেন, তবে কামব্যাক করেন রাজার মতোই। ‘পাঠান’, ‘জওয়ান’, ‘ডাঙ্কি’- পরপর সুপারহিট। সেই সঙ্গে এল জাতীয় পুরস্কারও। যেন একটি বৃত্ত সম্পূর্ণ হল কিং খানের।