Advertisement

Lawho Gouranger Naam Rey Box Office: বক্স অফিসে এগিয়ে দেবের 'প্রজাপতি ২', সৃজিতের 'লহ গৌরাঙ্গের নাম রে'-এর মার্কশিট কেমন?

Lawho Gouranger Naam Rey Box Office: ২০২৫ সালের শেষটা টলিউডে যেন তিক্ততা দিয়ে শেষ হল। ২৫ ডিসেম্বর বড়দিনে মুক্তি পায় দেবের প্রজাপতি ২ আর ওইদিনই সৃজিত মুখোপাধ্যায়ের লহ গৌরাঙ্গের নাম রে ছবিও মুক্তি পায়। হল পাওয়া নিয়ে অশান্তি, ছবির রেটিং কমিয়ে দেওয়া একাধিক অভিযোগ উঠে এসেছে। আর বছরের শেষে দেব বনাম টলিউড দ্বিধাবিভক্ত হয়েছে।

বক্স অফিস আয় কেমন লহ গৌরাঙ্গের নাম রে?বক্স অফিস আয় কেমন লহ গৌরাঙ্গের নাম রে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Jan 2026,
  • अपडेटेड 6:26 PM IST
  • তবে আয়ের দিক থেকে অনেকটাই পিছিয়ে থাকল লহ গৌরাঙ্গের নাম রে।

২০২৫ সালের শেষটা টলিউডে যেন তিক্ততা দিয়ে শেষ হল। ২৫ ডিসেম্বর বড়দিনে মুক্তি পায় দেবের প্রজাপতি ২ আর ওইদিনই সৃজিত মুখোপাধ্যায়ের লহ গৌরাঙ্গের নাম রে ছবিও মুক্তি পায়। হল পাওয়া নিয়ে অশান্তি, ছবির রেটিং কমিয়ে দেওয়া একাধিক অভিযোগ উঠে এসেছে। আর বছরের শেষে দেব বনাম টলিউড দ্বিধাবিভক্ত হয়েছে। দেবের ছবি প্রজাপতি ২ বক্স অফিসে ভালই ফল করেছে। সৃজিতের লহ গৌরাঙ্গের নাম রে কোথায় দাঁড়িয়ে, আসুন দেখে নেওয়া যাক। 

প্রমোশনে দেবকে কাঁটায় কাঁটায় টক্কর দিয়েছিলেন প্রাক্তন প্রেমিকা শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও ‘ভালো বন্ধু’ সৃজিত মুখোপাধ্যায়। তবে আয়ের দিক থেকে অনেকটাই পিছিয়ে থাকল লহ গৌরাঙ্গের নাম রে। মুক্তির প্রথম দিনেই এই ছবির আয় ছিল ১৮ লক্ষ টাকা। যা কমতে কমতে সপ্তম দিনে এসে দাঁড়ায় ৬ লক্ষে। দশম দিনে বক্স অফিসে লহ গৌরাঙ্গের নাম রে ছবির আয় ৬ লক্ষে দাঁড়িয়ে। অর্থাৎ এখনও পর্যন্ত এই ছবি ১.০২ কোটি টাকা আয় করতে পেরেছে। যা প্রজাপতি ২ থেকে অনেকটাই পিছিয়ে। 

গোটা রাজ্যের ১০০ থেকে ১১০টি হলে এই ছবি মুক্তি পায় এবং কলকাতায় প্রায় ৭০টি স্ক্রিনে দেখানো হয় এই ছবি। তারকা খচিত এই ছবি ঘিরে দর্শকদের প্রত্যাশা ছিল বেশ ভালই। তবে বক্স অফিসের মার্কশিট অন্য কথাই বলছে। শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ইশা সাহা, ইন্দ্রনীল সেনগুপ্ত, দিব্যজ্যোতি দত্ত, যিশু সেনগুপ্ত, সুস্মিতা রায়, আরাত্রিকা, ব্রাত্য বসু সহ একাধিক অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে এই লহ গৌরাঙ্গের নাম রে ছবি তৈরি করেন পরিচালক। প্রচারের দিক থেকেও দেবের চেয়ে কম কিছু করেনি এই ছবির টিম। 

অন্যদিকে, একই সঙ্গে কোয়েল মল্লিকের 'মিতিন একটি খুনির সন্ধানে'ও মুক্তি পেয়েছে। এই ছবিটি স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে পাঁচদিনে মোট ৪৬ লাখ টাকা আয় করেছে। দশম দিনে এই ছবি মাত্র ৭ লক্ষ টাকা আয় করতে পেরেছে। সব মিলিয়ে এই ছবি বক্স অফিসে ১.০৫ কোটি আয় করেছে। অর্থাৎ বলা চলে মিতিন মাসির ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে সৃজিতের লহ গৌরাঙ্গের নাম রে। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement