Advertisement

Hubba Teaser: ফিরল হুগলির ত্রাস শ্যামল, 'হুব্বা'-র টিজারে নারকীয় রূপ মোশাররফের

Hubba Teaser: টলিউড এখন হুব্বা শ্যামল-এর কবলে। হুগলির একসময়কার ত্রাস হুব্বা শ্যামল এখন রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে টলিউড। তবে রিয়্যালে নয়, রিল লাইফে। কুখ্যাত অপরাধীর জীবন নিয়েই ছবি বানাচ্ছেন পরিচালক ব্রাত্য বসু।

হুব্বা-র টিজার প্রকাশ্যেহুব্বা-র টিজার প্রকাশ্যে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Aug 2023,
  • अपडेटेड 8:14 PM IST
  • টলিউড এখন হুব্বা শ্যামল-এর কবলে। হুগলির একসময়কার ত্রাস হুব্বা শ্যামল এখন রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে টলিউড।

টলিউড এখন হুব্বা শ্যামল-এর কবলে। হুগলির একসময়কার ত্রাস হুব্বা শ্যামল এখন রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে টলিউড। তবে রিয়্যালে নয়, রিল লাইফে। কুখ্যাত অপরাধীর জীবন নিয়েই ছবি বানাচ্ছেন পরিচালক ব্রাত্য বসু। যার নাম হুব্বা। কিছুদিন আগেই এই সিনেমার পোস্টার প্রকাশ্যে এসেছিল, এবার সামনে এল ওই সিনেমার টিজার। যেখানে হুব্বা শ্যামল রূপে দেখা গেল মোশাররফ করিমকে। 

৪০ সেকেন্ডের এই টিজার দেখে গায়ে রীতিমতো কাঁটা দেবে। 'ওরা আমাদের একটা উইকেট ফেলেছিল… আমরা ওদের পাঁচটা উইকেট ফেললাম', হুগলির একসময়ের ত্রাস হুব্বা শ্যামল ওরফে শ্যামল দাসের কুখ্যাত ডায়ালগ এটি। যার অর্থ, একটা খুনের পালটা পাঁচটা খুন। এই ডায়ালগও শোনা গিয়েছে টিজারে। এই ছবিতে সিআইডি অফিসারের ভূমিকায় রয়েছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। 

চলতি বছরের জুলাইতে এই ছবির প্রথম পোস্টার যখন সামনে আসে, তখনই জানা গিয়েছিল যে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতাকে দেখা যাবে হুব্বা চরিত্রে। প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী, গত বছর অক্টোবর মাসে কলকাতায় এই সিনেমার কাজ করছিলেন তিনি। এই টিজারে, হুব্বার একাধিক খুন-দুর্নীতির ঝলক যেমন পাওয়া গিয়েছে তেমনি ব্যক্তিগত জীবনও তুলে ধরেছেন পরিচালক। পাশাপাশি, পুলিশ তাঁকে একসময় কী ভাবে ধরার ফন্দি এঁটেছিল, তাও দেখা গিয়েছে প্রথম ঝলকে। 

নির্মাতারা জানিয়েছেন, খুব শীঘ্রই হুব্বার ট্রেলার প্রকাশ্যে আনা হবে। ফিরদৌসুল হাসান ছবির টিজার আপলোড করে লেখেন, 'একসময় মৃত্যুর তাণ্ডব দেখাত হুব্বা।' ছবির ট্রেলার দেখে দর্শকের শিরদাঁড়ায় হিমেল স্রোত বইবে, সেই কথাও জানিয়েছেন তিনি। জুলাইতে মোশন পোস্টার মুক্তি পাওয়ার পর থেকেই এই ছবি ঘিরে দর্শকদের উন্মাদনা ছিল দেখার মতো। হুব্বা শ্যামলকে একসময় হুগলির দাউদ ইব্রাহিম বলা হতো। খুন থেকে মাদক পাচারের মতো বহু অপরাধের সঙ্গে যুক্ত ছিল সে। অগুণতি পুলিশ কেস ছিল তার নামে। ভোটও দাঁড়াতে চেয়েছিল সে। ২০১১ সালে বৈদ্যবাটির খালে তার দেহ পাওয়া যায়। এই ছবির মাধ্যমে ব্রাত্য বসু সেই সময়কার রাজনৈতিক পরিস্থিতির কথা ফুটিয়ে তুলতে চেয়েছেন। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement