Advertisement

Bryan Adams: কলকাতার প্রেমে পড়লেন ব্রায়ান অ্যাডামসও, ভালবাসায় মুগ্ধ, কেমন হল কনসার্ট?

Bryan Adams: রবিবারের কলকাতা সাক্ষী থাকল ম্যাজিক্যাল ব্রায়ান নাইটের। ডিসেম্বরের শহরকে আরও একবার নস্ট্যালজিয়ায় ভাসিয়ে দিলেন ব্রায়ান অ্যাডামস। ব্রায়ানের 'So Happy It Hurts Tour 2024'-এর কনসার্টে রবিবার ছিল উপচে পড়া ভিড়। কলকাতাবাসী এদিন ছিলেন ব্রায়ানে বুঁদ।

কলকাতায় প্রথমবার কনসার্ট করলেন ব্রায়ান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Dec 2024,
  • अपडेटेड 12:18 PM IST
  • রবিবারের কলকাতা সাক্ষী থাকল ম্যাজিক্যাল ব্রায়ান নাইটের।

রবিবারের কলকাতা সাক্ষী থাকল ম্যাজিক্যাল ব্রায়ান নাইটের। ডিসেম্বরের শহরকে আরও একবার নস্ট্যালজিয়ায় ভাসিয়ে দিলেন ব্রায়ান অ্যাডামস। ব্রায়ানের 'So Happy It Hurts Tour 2024'-এর কনসার্টে রবিবার ছিল উপচে পড়া ভিড়। কলকাতাবাসী এদিন ছিলেন ব্রায়ানে বুঁদ। শনিবার রাতেই কলকাতায় আসেন ব্রায়ন। ভারতের পাঁচটি শহরে পাঁচটি সঙ্গীতানুষ্ঠান করবেন তিনি। প্রথম বার কলকাতায়। আবেগের জ্বরে কেঁপেছে কলকাতা। রবিবার অ্যাকুয়াটিকায় তাঁর জন্য তৈরি হয়েছিল বিশাল মঞ্চ। গান ধরলেন, please forgive me, can't stop loving you, Summer of '69' আর তখন ব্রায়ান জ্বরে কাবু গোটা শহর।    

এই শহরে প্রথমবার পা রেখে কানাডিয়ান গায়ক জানিয়েছেন এটা তাঁর কাছে চিরস্মরণীয় এক অভিজ্ঞতা। তিনি এ শহরে এক ইতিহাস রচনা করে গিয়েছেন। কলকাতা বিমানবন্দরে পা রাখার পর সাংবাদিকদের ব্রায়ান বলেন, 'প্রথমবার তোমাদের শহরে পারফর্ম করতে চলেছি আমি দারুণ খুশি। এই কনসার্টের নাম 'So Happy It Hurts Tour 2024' আর অবশ্যই আমি ভীষণভাবে খুশি।' হাজার হাজার মানুষের সামনে রকিং পারফর্ম্যান্স করার আগে ব্রায়ান বলেন, 'আমি এক দারুণ অভিজ্ঞতা তৈরি হওয়ার অপেক্ষায় রয়েছি, একটা অন্যরকমের অনুভূতি হচ্ছে। এই শহরের ভিড় ভীষণভাবে উদ্দীপনায় ভরপুর।' মঞ্চে তাঁর একের পর এক গান শুরু হতেই শ্রোতাদের মধ্যে এক আলাদাই জোশ দেখতে পাওয়া যায়। 

পারফর্ম্যান্স চলাকালীনই ব্রায়ান বলেন, 'গান বিভিন্ন আবেগকে একসূত্রে গাঁথার একমাত্র উপায়।' প্রসঙ্গত, ভারতে ৬ বার আসলেও এই প্রথমবার কলকাতা পারফর্ম করতে এলেন ব্রায়ান অ্যাডামস। গোটা দেশজুড়েই চলবে তাঁর এই মিউজিক্যাল জার্নি। শিলং, হায়দ্রাবাদ, মুম্বই, গুরুগ্রাম ও বেঙ্গালুরুতেও ব্রায়ানের পারফর্ম রয়েছে। এর আগে ১৯৯৩-৯৪, ২০০১, ২০০৬, ২০১১ ও ২০১৮ সালে ব্রায়ান ভারতে এসেছিলেন। কিন্তু কলকাতায় ব্রায়ানের এই শো হওয়ার পিছনে হাত রয়েছে টেনিস তারকা মহেশ ভূপতির ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার। রবিবার নিউটাউনের অ্যাকুয়াটিকাতে এই কনসার্ট ঘিরে ছিল জোরদার নিরাপত্তা বলয়। ব্রায়ানের কনসার্টের বহু আগে থেকেই টিকিট নিয়ে হাহাকার পড়ে গিয়েছিল। ব্রায়ানের এই কনসার্টে দেখা গিয়েছে রাজ-শুভশ্রী, স্বস্তিকা মুখোপাধ্যায়, ইমন চক্রবর্তী, উজ্জ্বয়িনি। ব্রায়ান অ্যাডামস কনসার্ট দেখতে এদিন সপরিবারে পৌঁছে গিয়েছিলেন রূপম ইসলামও। জয় সরকার, লোপামুদ্রা মিত্ররাও হাজির।  এ দিনই ভারতে অ্যাডামসের সুরেলা সফর শুরু হল। এরপর ভারতের একাধিক শহরে তাঁর কনসার্ট রয়েছে। যা শেষ হবে ১৬ ডিসেম্বর।       

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement